মুকেশ অতীত! এবার খেল দেখাচ্ছেন অনিল, বিশ্বের যেকোন জায়গায় চিকিৎসার খরচ দেবে Reliance

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : মানুষের শরীর যন্ত্রের মতোই কাজ করে থাকে। ঠিক তেমনি যন্ত্রের মতোই মাঝে মাঝেই বিগড়ে যায় শরীরও। বিগড়ে যাওয়ার ঘটনা ঘটলেই প্রয়োজন হয় চিকিৎসার। আবার চিকিৎসার জন্য প্রচুর টাকা-পয়সা খরচ হয়ে থাকে। ছোটখাটো চিকিৎসার ক্ষেত্রেই যেখানে প্রচুর টাকার প্রয়োজন হয় সেখানে ক্যান্সার অথবা বাইপাস সার্জারির মতো চিকিৎসায় কত খরচ হতে পারে তা আন্দাজ করা যায়। এবার এই চিকিৎসা খাতে খরচের জন্য বৈপ্লবিক পদক্ষেপ নিল Reliance।

Advertisements

এমনিতে ভারতীয়দের অধিকাংশরাই টাকা পয়সার অভাবে যত বড়ই রোগ হোক না কেন দেশের মধ্যেই চিকিৎসা করিয়ে থাকেন। কিন্তু রিলায়েন্সের তরফ থেকে এবার এমন একটি পদক্ষেপ নেওয়া হয়েছে যার পরিপ্রেক্ষিতে বিদেশেও ৮.৩ কোটি টাকা পর্যন্ত খরচ দেবে সংস্থা। এই বিপুল পরিমাণ টাকা চিকিৎসা খাতে পাওয়ার ফলে জটিল রোগের ক্ষেত্রে বিদেশে গিয়েও চিকিৎসা করানোর সুযোগ পাওয়া যাবে রিলায়েন্সের মাধ্যমে।

Advertisements

রিলায়েন্সের তরফ থেকে এমন বিপুল পরিমাণ অর্থ দেশ-বিদেশের বিভিন্ন জায়গায় দেওয়ার জন্য পরিকল্পনা গ্রহণ করেছেন অনিল আম্বানি (Anil Ambani)। তবে এই টাকা এমনি এমনি পাওয়া যাবে না। এর জন্য গ্রাহকদের অনিল আম্বানির রিলায়েন্স জেনারেল ইন্স্যুরেন্সে (Reliance General Insurance) নাম নথিভূক্ত করতে হবে। সম্প্রতি সংস্থার তরফ থেকে তাদের ইন্সুরেন্সের রিলায়েন্স হেলথ গ্লোবাল নীতি গ্রহণ করা হয়েছে।

Advertisements

আরও পড়ুন ? Tina Munim: টাকার লোভ! সঞ্জয় দত্তকে ছেড়ে আম্বানি পরিবারের বৌমা হন এই নায়িকা, তারপর..

সংস্থার তরফ থেকে নতুন যে নীতি গ্রহণ করা হয়েছে সেই নীতি অনুযায়ী এমন সুবিধা ভারতীয়দের পাশাপাশি গোটা বিশ্বের মানুষরাও পাবেন। আবার ভারতীয়রা বিশ্বের যে কোন জায়গাতে গিয়ে এই হেলথ ইন্সুরেন্সের কভারেজ পাবেন বলেও জানা যাচ্ছে সূত্র মারফৎ। এই পলিসির আওতায় গ্রাহকদের এক মিলিয়ন ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় আনুমানিক ৮.৩ কোটি টাকা পর্যন্ত কভার দেওয়া হবে।

শুধু চিকিৎসা নয়, এর পাশাপাশি আবাসন, ভ্রমণ ও বিদেশে ভিসা সংক্রান্ত সহায়তাও এই নীতির একটি অংশ হতে চলেছে। এর পাশাপাশি এই নীতির অংশ হিসাবে গ্রাহকরা ব্যক্তিগত রুম বুক করতে পারবেন, এয়ার অ্যাম্বুলেন্স থেকে শুরু করে অঙ্গদাতার কাছ থেকে অঙ্গ সংগ্রহের খরচের জন্য বীমাও পাওয়া যাবে। সংস্থার তরফ থেকে এমন পদক্ষেপ গ্রহণ বহু মানুষের উপকারে আসবে। এবার ব্যবসায়িক জগতে মুকেশ আম্বানির পাশাপাশি যেন জাল ছড়াতে শুরু করলেন অনিল আম্বানিও।

Advertisements