নিজস্ব প্রতিবেদন : বর্তমানে দেশের অধিকাংশ মানুষের হাতে পৌঁছে গিয়েছে মোবাইল ফোন। তবে এই মোবাইল ফোন ব্যবহার করার জন্য আবশ্যিকভাবে প্রত্যেকের প্রয়োজন হয় সিমকার্ড (Sim Card)। সিম কার্ড একটি অত্যন্ত প্রয়োজনীয় জিনিস হয়ে দাঁড়ালেও এই জিনিসটি নিয়ে রীতিমত আতঙ্কে থাকতে দেখা যায় সাধারণ মানুষদের। কেননা সিমকার্ডের অপব্যবহারের অভিযোগের কমতি নেই ভারতে। এবার এই জায়গায় কেন্দ্রের তরফ থেকে কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে, সেই কড়া পদক্ষেপ আসছে নতুন টেলিকমিউনিকেশন বিলের (Telecommunication Bill 2023) হাত ধরে।
বর্তমানে এখনো যদি খুঁটিয়ে তদন্ত চালানো হয় তাহলে লক্ষ্য করা যাবে, সিম কার্ড রয়েছে একজনের নামে আর চালাচ্ছেন অন্যজন। সিমকার্ড নেওয়ার ক্ষেত্রে যার নাম রয়েছে তিনি হয়তো বাস করেন পশ্চিমবঙ্গে, কিন্তু সেই সিমকার্ড চালাচ্ছেন গুজরাটের কোন ব্যক্তি। এমন ঘটনা ঘটে মূলত ভুয়ো সিম কার্ড ইস্যু করার ক্ষেত্রে। টেলিকম সংস্থাগুলি দোকানদার থেকে শুরু করে তাদের ডিস্ট্রিবিউটারদের এমন চাপ দিয়ে থাকেন কানেকশন করার ক্ষেত্রে, যে বহু সময় ডিস্ট্রিবিউটর এবং দোকানদাররা ডকুমেন্ট জালিয়াতি করে এমন সিম কার্ড ইস্যু করে থাকেন।
আবার লক্ষ্য করলে দেখা যাবে, বহু গ্রাহক রয়েছেন যারা নিজেদের ডকুমেন্ট না দিয়েই দোকানে ছোটেন বিনা ডকুমেন্টের সিম কার্ড কেনার জন্য। এই ধরনের কাজ যারা করে থাকেন অর্থাৎ ভুয়ো সিম কার্ড কেনাবেচা করে থাকেন তাদের বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ নেবে কেন্দ্র। আগেও এই ধরনের কাজকর্মের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার বন্দোবস্ত ছিল। কিন্তু এবার এই পদক্ষেপ আরও কয়েকগুণ বৃদ্ধি করে দেওয়া হচ্ছে।
আরও পড়ুন ? কমবে মোবাইল খরচ, বাড়বে সুরক্ষা! নতুন টেলিকমিউনিকেশন বিলে আপনি পাবেন এই ৬ সুবিধা
গত বুধবার কেন্দ্র সরকারের তরফ থেকে যে টেলিকমিউনিকেশন বিল ২০২৩ লোকসভায় পাস করানো হয়, সেই বিলে এইসব বিভিন্ন ক্ষেত্রে এমন ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে যাতে করে আর এই ধরনের কাজ করার মতো পদক্ষেপ গ্রহণ করবেন না দোকানদার থেকে গ্রাহকরা। এই বিলে যে শাস্তির ঘোষণা করা হয়েছে সেই শাস্তির ঘোষণা শুনলেই রীতিমতো ভুলে যাবেন বিনা ডকুমেন্টের সিম কার্ডের কথা। কি শাস্তির কথা বলা হয়েছে চলুন দেখে নেওয়া যায়।
কেন্দ্র সরকারের তরফ থেকে নতুন বিলে ঘোষণা করে বলা হয়েছে, এই ধরনের ঘটনা যারা করে থাকেন তারা যদি ধরা পড়েন তাহলে তিন বছরের জেল এবং ৫০ লক্ষ টাকা জরিমানা করা হবে। আবার যদি একই ঘটনার ক্ষেত্রে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত কোনো ঘটনা ঘটে থাকে তাহলে এই শাস্তির পরিমাণ বেড়ে তিন বছরের জেল এবং দু’কোটি টাকা জরিমানা হয়ে দাঁড়াবে। সুতরাং বুঝতেই পারছেন, যারা এই ধরনের কাজ করেন এবং যা টাকা রোজগার করেছেন তার কয়েকগুণ ফুটে যাবে এক ধাক্কায়।