কমবে মোবাইল খরচ, বাড়বে সুরক্ষা! নতুন টেলিকমিউনিকেশন বিলে আপনি পাবেন এই ৬ সুবিধা

নিজস্ব প্রতিবেদন : কেন্দ্র সরকারের (Central Government) তরফ থেকে গত কয়েক বছরে বেশ কিছু আইনে বদল আনা হয়েছে। এবার বদল আনা সেই সকল আইনের অন্তর্ভুক্ত হয়েছে টেলিকমিউনিকেশন বিল (Telecommunications Bill 2023)। নতুন এই বিল পাশ হয়ে আইনে পরিণত হওয়া কেবল সময়ের অপেক্ষা। এই বিল দেশের মোবাইল ব্যবহারকারীদের মোবাইল খরচ কমানো থেকে শুরু করে সুরক্ষা, অন্ততপক্ষে ৬টি সুবিধা দেবে।

১) চলতি বছরেই দেশের বিভিন্ন জায়গায় হাই স্পিড ইন্টারনেট পরিষেবা 5G নেটওয়ার্ক রোল আউট হয়েছে। যদিও এই পরিষেবা এখনো পর্যন্ত দেশের সব জায়গায় পৌঁছানো সম্ভব হয়নি। নতুন যে টেলি কমিউনিকেশন বিল কেন্দ্রের তরফ থেকে পাস করানো হয়েছে তার মাধ্যমে হাই স্পিড ইন্টারনেট পরিষেবা বিভিন্ন জায়গায় পৌঁছে দেওয়ার ক্ষেত্রে বেশ কিছু ছাড় দেওয়া হচ্ছে। এর ফলে দেশের সর্বত্র খুব সহজেই পৌঁছে যাবে হাই স্পিড ইন্টারনেট পরিষেবা। যে পরিষেবা ব্যবহার করে উপকৃত হবেন সাধারণ মানুষেরাই।

২) স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা চালু করার ক্ষেত্রে আগে যে নিয়ম ছিল সেই নিয়মে পরিবর্তন আনা হয়েছে। এখন আর স্পেকট্রাম নিলাম ছাড়াই বিদেশি সংস্থাগুলি ভারতে স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা দেওয়ার জন্য লাইসেন্স পাবে। এর ফলে বিভিন্ন সংস্থার মধ্যে প্রতিযোগিতা বৃদ্ধি পাবে। প্রতিযোগিতা বৃদ্ধি পেলেই তার লাভ উঠাতে পারবেন ব্যবহারকারীরা। খরচ অনেক কমবে বলেই আশা করা হচ্ছে নতুন এই বিলের কারণে। এর পাশাপাশি মোবাইল খরচ কমে যাবে বলে আশা করা হচ্ছে।

৩) নতুন বিলে গ্রাহকদের খরচ কমানোর পদক্ষেপ গ্রহণের পাশাপাশি সুরক্ষার বিষয়টি বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হয়েছে। এখন স্প্যাম কল ঠেকানোর জন্য ডু নট ডিস্টার্বকে আইনি সুরক্ষা দেওয়া হয়েছে। এর ফলে স্প্যাম কল বন্ধ করার জন্য টেলিকম সংস্থাগুলিকে নিশ্চিত করতে হবে। যদি না করা হয় তাহলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন 👉 Reliance: টেলিকমের পর এবার আরও বড় পদক্ষেপ, এই বাজারটিও দখল করবে Reliance

৪) নতুন টেলিকমিউনিকেশন বিলে মোদি সরকারের তরফ থেকে সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে সাইবার সুরক্ষার দিকটিকে। এর জন্য নতুন বিলে আরও কঠিন পদক্ষেপ নেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

৫) পরিষেবা প্রদানের ক্ষেত্রে আগের নিয়ম অনুযায়ী টেলিকম সংস্থাগুলিকে শতাধিক লাইসেন্স নিতে হতো। সেই সকল লাইসেন্স নেওয়ার বিষয়টি যেমন সময় সাপেক্ষ ঠিক সেই রকমই আবার জট পাকানো। এবার এই সমস্যা থেকে টেলিকম সংস্থাগুলিকে উদ্ধার করার জন্য বেশ কিছু লাইসেন্সকে এক ছাদের তলায় আনা হয়েছে।

৬) নতুন বিলের মাধ্যমে অনলাইনে একটি প্ল্যাটফর্ম তৈরি করা হবে। যেখানে গ্রাহকরা কোনরকম সমস্যায় পড়লে নিজেদের অভিযোগ জানাতে পারবেন। গ্রিভ্যান্স সেলে কোনরকম অভিযোগ এলে সেই অভিযোগ মিটিয়ে দিতে বাধ্য থাকবে টেলিকম সংস্থাগুলি।