তেলিয়া ভোলা ফেল! এবার জালে উঠল এই মহামূল্যবান মাছ, দাম উঠল ২ কোটি!

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : সমুদ্র তীরবর্তী এলাকায় মৎস্যজীবীদের জালে বিভিন্ন সময় মহামূল্যবান নানান ধরনের মাছ উঠতে দেখা যায়। এই সকল মাছগুলি কোনটি বিশালাকৃতির হওয়ার জন্য বিপুল দাম পেয়ে থাকেন মৎস্যজীবীরা, আবার কখনো কখনো মাছের (Fish) ঔষধি গুণের কারণে দাম পেয়ে থাকেন। তবে এসবের সবকিছুকে ছাড়িয়ে এবার মাছের দাম উঠলো ২ কোটি। দাম শুনে অনেকেই বলছেন, ‘এসব মাছ নাকি সোনা’।

Advertisements

যে মৎস্যজীবী এইভাবে রাতারাতি কোটিপতি হয়েছেন তিনি হলেন মোজাম্মেল বহাদ্দার নামে এক মৎস্যজীবী। সমুদ্রে জাল ফেলতেই তার জালে একটি দুটি নয়, একসঙ্গে ১৫৯ টি কালো পোপা মাছ ওঠে। সমুদ্রে যেসব মাছ রয়েছে তার মধ্যে সবচেয়ে দামি হলো কালো পোপা মাছ। ওই মৎস্যজীবী একসঙ্গে এতগুলি কালো পোপা মাছ জালে তোলার পরই তাদের দাম হাঁকান ২ কোটি টাকা।

Advertisements

জালে দু’কোটি টাকার মাছ বন্দী করার এমন ঘটনা অবশ্য ভারত অথবা বাংলায় ঘটেনি। এমন ঘটনাটি ঘটেছে বাংলাদেশের কক্সবাজারের মহেশখালীতে। এখানে যে সমুদ্র উপকূলবর্তী এলাকায় রয়েছে সেখানকার সমুদ্র থেকেই বিপুলসংখ্যক এই মহামূল্যবান মাছ ওই মৎস্যজীবীর জালে বন্দী হয়। পরে ওই মাছের দাম চারদিকে ছড়িয়ে পড়তেই সবার মধ্যে কৌতূহল বাড়তে শুরু করে।

Advertisements

আরও পড়ুন ? মাত্র ৩৩টি তেলিয়া ভোলা মাছের দাম কোটি টাকা, রাতারাতি ভাগ্য বদল

স্থানীয় মাছ ব্যবসায়ীদের সূত্রে জানা গিয়েছে, মহামূল্যবান এইসব মাছ ধরা পড়েছে মহেশখালী ও সেন্ট মার্টিন উপকূলের মাঝে। গত শুক্রবার মোজাম্মেল বহাদ্দারের ট্রলারে এইসব মাছ ধরা পড়ে। এরপরই ওই মাছগুলি ঘাটে আনা হয়নি নিলামের জন্য এবং প্রথমেই তিনি এইসব মাছের দাম রাখেন ২ কোটি টাকা। বলা যেতে পারে, এই মাছ একবার জালে ওঠাতেই রাতারাতি কোটিপতি হয়ে উঠেছেন ওই মৎস্যজীবী।

তবে প্রশ্ন হল এই মাছের দাম এত কেন বেশি? এর আগে আমরা তেলিয়া ভোলা মাছের কথা শুনেছি। কিন্তু তার থেকেও কয়েকগুণ দাম বেশি এই কালো পোপা আছে। তেলিয়া ভোলা মাছের মতই মহা ঔষধি গুণ রয়েছে কালো পোপা মাছের। পোপা কালো মাছের বৈজ্ঞানিক সম্মত নাম হল মিকটেরোপারকা বোনাসি (Mycteroperca Bonaci)। এইসব মাছ ওজনে ৪৫ কেজি এবং লম্বায় ১.৫ মিটার পর্যন্ত হয়ে থাকে। এদের বায়ু থলি চিকিৎসায় কাজে লাগে। বায়ু থলি থেকে তৈরি করা হয় সার্জিক্যাল সুতো। পুরুষ মাছের বায়ুথলির দাম স্ত্রী মাছের থেকে বেশি।

Advertisements