নিজস্ব প্রতিবেদন : বিশ্বে যে সকল টেলিকম বাজার রয়েছে তার মধ্যে ভারতের টেলিকম বাজারকে বৃহত্তম টেলিকম বাজার ধরা হয়ে থাকে। শুধু ধরা হয়ে থাকে এমন নয়, ভারতে যেসব সংখ্যক গ্রাহক রয়েছে তা বিশ্বের কোন দেশে নেই বললেই চলে। তবে ভারতের মতো এমন বৃহত্তম টেলিকম বাজারে এখন মাত্র কয়েকটি সংস্থা তাদের ব্যবসা চালাচ্ছে। যে সংস্থাগুলি হলো জিও (Jio), এয়ারটেল (Airtel), ভোডাফোন আইডিয়া (Vi) এবং বিএসএনএল (BSNL)।
এই চার টেলিকম সংস্থার মধ্যে প্রযুক্তি, অফার এবং সুযোগ-সুবিধার দিক দিয়ে জিও অনেক এগিয়ে যাওয়ায় তাদের গ্রাহক সংখ্যাও অনেক বেশি। তবে এরপরেই যে টেলিকম সংস্থা দ্বিতীয় স্থানে রয়েছে তা হল Airtel। এয়ারটেলের মত টেলিকম সংস্থাও এখন নতুন নতুন অফার দিয়ে গ্রাহক সংখ্যা অনেক বৃদ্ধি করে ফেলেছে। রীতিমতো এই টেলিকম সংস্থা মুকেশ আম্বানি টেলিকম সংস্থার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। এবার এই টেলিকম সংস্থায় এমন অফার নিয়ে এলো যাতে যেকোনো সময় রাতের ঘুম উড়ে যেতে পারে Jio-র।
এয়ারটেল এবার তাদের গ্রাহকদের জন্য নিয়ে এসেছে আগে রিচার্জ এবং পরে তা শোধ করার ব্যবস্থা। হঠাৎ কারো মোবাইলে ডেটা শেষ হয়ে গিয়েছে এবং তৎক্ষণাৎ তার ডেটা প্রয়োজন, এমন ক্ষেত্রে গ্রাহকরা এই সুবিধা নিতে পারবেন। এমন পরিস্থিতিতে ডেটা ধার হিসাবে নেওয়ার জন্য আবার বিরাট কিছু করতেও হবে না। কেবলমাত্র #567*3# USSD ডায়াল করলেই হবে। এছাড়াও গ্রাহকরা চাইলে CLI লিখে 56321 নম্বরে এসএমএস পাঠিয়ে দিলেই পেয়ে যাওয়া যাবে সুবিধা।
আরও পড়ুন ? Mobile Recharge Plan: ১৯৭ টাকায় ৭০ দিন ভ্যালিডিটি! Jio, Airtel-এর ঘুম উড়িয়ে দিল এই সংস্থা
এয়ারটেল গ্রাহকদের এই পদ্ধতিতে এক জিবি ডেটা লোন হিসাবে দেবে। লোন হিসাবে দিলেও সেই ডেটার দাম মেটানোর জন্য বাড়তি টাকা দিতে হবে না। গ্রাহকরা যখন তাদের পরবর্তী কোন ডেটা রিচার্জ করবেন, তখন সেখান থেকে আগের ধার নেওয়া ১ জিবি ডেটা কেটে নেওয়া হবে। এক্ষেত্রে লোন শোধ করার জন্য ১৯, ২৯, ৪৯, ৫৮, ৬৫, ৯৮, ১৪৮, ১৪৯ এবং ৩০১ টাকার মধ্যে যেকোনো একটি রিচার্জ করতে পারেন গ্রাহকরা।
গ্রাহকরা Airtel Thanks অ্যাপ হোক অথবা অন্য যেকোনো অ্যাপের মাধ্যমে অথবা রিটেল শপ থেকেও রিচার্জ করে লোন নেওয়া ডেটা শোধ করতে পারবেন। তবে মনে রাখতে হবে এমন সুবিধা নিতে হলে গ্রাহকদের নম্বরে নির্দিষ্ট একটি ভ্যালিডিটি রিচার্জ প্ল্যান থাকতে হবে। এয়ারটেলের তরফ থেকে এই পরিষেবা ইতিমধ্যেই বেশ কয়েকটি সার্কেলের জন্য চালু করে দেওয়া হয়েছে। জানা যাচ্ছে অন্যান্য সমস্ত সার্কেলেও খুব তাড়াতাড়ি এই পরিষেবা চালু হয়ে যাবে।