Mobile Recharge Plan: ১৯৭ টাকায় ৭০ দিন ভ্যালিডিটি! Jio, Airtel-এর ঘুম উড়িয়ে দিল এই সংস্থা

নিজস্ব প্রতিবেদন : ভারতের মতো বৃহত্তম টেলিকম বাজারে একসময় ৮ থেকে ৯টি সংস্থা ছিল যারা গ্রাহকদের পরিষেবা দিত। কিন্তু পরবর্তীতে মুকেশ আম্বানির সংস্থা জিও (Jio) পরিষেবা দিতে শুরু করলে অন্যান্য টেলিকম সংস্থাগুলিকে রীতিমতো মুখ দুমড়ে পড়তে হয়। দেখতে দেখতে দেশে টেলিকম সংস্থার সংখ্যা কমে দাঁড়ায় মাত্র চারে। টেলিকম সংস্থার সংখ্যা কমতেই প্রতিযোগিতাও কমে যায়।

ভারতের মত বৃহত্তম টেলিকম বাজারে প্রতিযোগিতা কমে যাওয়ার ফলে টেলিকম সংস্থাগুলি ধীরে ধীরে নিজেদের একচেটিয়া মনোভাব তৈরি করতে শুরু করে। বিশেষ করে একচেটিয়া মনোভাব লক্ষ্য করা যায় জিও এবং এয়ারটেলের (Airtel) মত টেলিকম সংস্থার। তাদের এমন মনোভাবের পরিপ্রেক্ষিতে বহু রিচার্জ প্ল্যানের দাম ২০-৩০% বৃদ্ধি পায়। এতে ক্ষতির মুখে গ্রাহকরা। তবে এবার প্রতিযোগিতা বাড়াতে মোক্ষম এক রিচার্জ প্ল্যান লঞ্চ করল রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা বিএসএনএল (BSNL)।

সংস্থার তরফ থেকে লঞ্চ করা হয়েছে ১৯৭ টাকার রিচার্জ প্ল্যানটি। যাতে গ্রাহকরা ৭০ দিন ভ্যালিডিটি পাবেন। ৭০ দিন ভ্যালিডিটি অর্থাৎ দু’মাস দশ দিন। যেখানে অন্যান্য টেলিকম সংস্থাগুলির ২৮ দিন ভ্যালিডিটি পেতেই ১৮০ টাকার কাছাকাছি খরচ করতে হয়, সেই জায়গায় BSNL এর এই রিচার্জ প্ল্যান গ্রাহকদের স্বস্তি দেওয়ার পাশাপাশি অন্যান্য টেলিকম সংস্থাগুলির ঘুম উড়িয়ে দিয়েছে।

আরও পড়ুন 👉 Jio-র ধামাকা ক্যাশব্যাক অফার! এই পদ্ধতিতে রিচার্জ করলেই মিলবে ১০০০ টাকা ছাড়

অন্যান্য টেলিকম সংস্থাগুলির ঘুম উড়িয়ে দেওয়ার পিছনে আরও একাধিক কারণ রয়েছে। কেননা এই টেলিকম সংস্থা ১৯৭ টাকায় কেবলমাত্র ৭০ দিন ভ্যালিডিটি দিয়েই থেমে থাকছে না। এর সঙ্গে সঙ্গে রয়েছে আরও একগুচ্ছ অফার, যেসব অফার পেতে অন্যান্য টেলিকম সংস্থাগুলির গ্রাহকদের শত শত টাকা খরচ করতে হয়। ১৯৭ টাকায় ৭০ দিন ভ্যালিটি ছাড়া আর কি কি পাওয়া যাবে চলুন দেখে নেওয়া যাক।

১৯৭ টাকা রিচার্জ করলে গ্রাহকরা প্রতিদিন ২ জিবি করে ডেটা, ভারতের যে কোন নেটওয়ার্কের unlimited call, প্রতিদিন ১০০ টি করে এসএমএস পাবেন। এছাড়াও ২ জিবি ডেটা শেষ হয়ে যাওয়ার পর ৪০ কেবিপিএস-এ আনলিমিটেড ইন্টারনেট করার সুযোগ রয়েছে। তবে এই সুবিধা দেওয়া হবে প্রথম ১৫ দিনের জন্য। প্রথম ১৫ দিনের এইসব অফার শেষ হয়ে যাওয়ার পর লোকাল কলের জন্য খরচ হবে মিনিটে এক টাকা এবং এসটিডি কলের জন্য খরচ হবে মিনিটে ১.৩ টাকা। ভিডিও কলের জন্য খরচ হবে মিনিটে দু’টাকা। এসএমএস চার্জে হিসাবে লোকালের জন্য নেওয়া হবে ৮০ পয়সা এবং এসটিডি অর্থাৎ ন্যাশনালের জন্য নেওয়া হবে ১.২০ টাকা প্রতি এসএমএস। ইন্টারন্যাশনাল এসএমএসের জন্য নেওয়া হবে এসএমএস প্রতি ৫ টাকা এবং ইন্টারনেট করা হলে প্রতি এমবির জন্য খরচ হবে ২৫ পয়সা।