নিজস্ব প্রতিবেদন : ভারতের মতো বিপুল জনবহুল দেশে দিনরাত যাত্রীরা এক জায়গা থেকে অন্য জায়গায় ছুটে চলেছেন রেল পরিষেবার উপর নির্ভর করে। রেল পরিষেবার ওপর এমন নির্ভরশীলতার দিকে তাকিয়ে ভারতীয় রেলকে (Indian Railways) গণপরিবহনের লাইফ লাইন বলা হয়। ভারতীয় রেল প্রতিনিয়ত যাত্রীদের উন্নত থেকে উন্নততর সুবিধা দেওয়ার প্রচেষ্টা চালালেও কনফার্ম টিকিট (Rail Confirm Ticket) নিয়ে দীর্ঘদিন ধরেই বিভিন্ন অভিযোগ রয়েছে।
ভারতের মতো দেশে মূলত যাত্রী সংখ্যা যে হারে বৃদ্ধি পেয়েছে সেই হারে বৃদ্ধি পায়নি ট্রেনের সংখ্যা। ধীরে ধীরে ট্রেনের সংখ্যা বাড়তে থাকলেও অপরদিকে যাত্রী সংখ্যাও বাড়ছে কয়েকগুণ হারে। এমন পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই টিকিটের ক্রাইসিস কোনদিন মেটেনা। তবে এবার রেলের তরফ থেকে এমন এক পদক্ষেপ নেওয়া হচ্ছে যাতে করে কনফার্ম টিকিট পাওয়ার চিন্তা অনেকটাই দূর হয়ে যাবে।
যাত্রীরা যাতে সহজেই কনফার্ম টিকিট পান তার জন্য রেলের তরফ থেকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রযুক্তির ব্যবহার করা হয়ে আসছে। এবার এই প্রযুক্তিতে যুক্ত হতে চলেছে এআই (AI)। এআই প্রযুক্তি যুক্ত হলে কনফার্ম টিকিট নিয়ে যে সমস্যা রয়েছে তা অনেকটাই কমে যাবে বলে আশা করা হচ্ছে। রেলের তরফ থেকে কনফার্ম টিকিটের সমস্যা দূর করার জন্য এআই প্রযুক্তিকে কাজে লাগিয়ে তৈরি করেছে আইডিয়াল ট্রেন প্রোফাইল।
আরও পড়ুন ? Rail Recruitment: ৪০ হাজারে শুরু, মাধ্যমিক পাশেই চাকরি, সাড়ে ৫ হাজার নিয়োগের ঘোষণা রেলের
ভারতীয় রেলের আইটি শাখা সিআরআইএস এমন আইডিয়াল ট্রেন প্রোফাইল তৈরি করেছে বলে জানা যাচ্ছে। এই ব্যবস্থার ফলে কনফার্ম টিকিট অনেক সহজে পাওয়া যাবে। মূলত ওয়েটিং লিস্টের ক্ষেত্রে যে ভিড় দেখা যায় সেই ভিড় নতুন এই প্রযুক্তির ফলে পাঁচ থেকে ছয় শতাংশ কমে যাবে। রেলের তরফ থেকে এমন আইডিয়াল ট্রেন প্রোফাইল মডিউলের পরীক্ষামূলক ব্যবহার করা হচ্ছে বলে জানা যাচ্ছে সূত্র মারফত এবং তা সফল হলে আগামী দিনে তা কার্যকর করে দেওয়া হবে।
তবে এই ব্যবস্থা চালু হলে কনফার্ম টিকিট পাওয়ার ক্ষেত্রে কেবলমাত্র যাত্রীদের সুবিধা হবে তা নয়। যাত্রীদের যেমন সুবিধা হবে ঠিক সেই রকমই আবার রেলের আয় বছরে কয়েক কোটি টাকা পর্যন্ত বেড়ে যেতে পারে। কেননা এই ধরনের ঘটনায় টিটিইদের বাড়তি রোজগারের (তোলাবাজি) জায়গা বন্ধ হয়ে যাবে এবং সেই টাকা চলে যাবে রেলের ঘরে। পাশাপাশি রেল যত সংখ্যক বেশি যাত্রীকে টিকিট দিতে পারবে ততই রেলের আয় বৃদ্ধি পাবে।