Gold Price: কয়েকমাসেই হতে পারেন সোনায় সোহাগা! দাম হতে পারে ৭০ হাজার টাকা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : দেশের বহু মানুষ রয়েছেন যারা নিজেদের বিনিয়োগ করে থাকেন মূলত সোনার (Gold) উপর। সোনার উপর বিনিয়োগ করার পিছনে রয়েছে এর দাম। যেভাবে দিন দিন সোনার দাম বৃদ্ধি পাচ্ছে তাতে সোনায় বিনিয়োগ করলে তার থেকে বেশি রিটার্ন আর কেউ দিতে পারবে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এমনকি বিশেষজ্ঞদের মতে খুব তাড়াতাড়ি সোনার দাম (Gold Price) ৭০ হাজার টাকা হয়ে দাঁড়াতে পারে। কত মাসের মধ্যে সোনার দাম ৭০ হাজার টাকা হতে পারে চলুন দেখে নেওয়া যাক।

Advertisements

সোনার দাম মূলত ক্যারেটের উপর নির্ভর করে। সবচেয়ে বেশি সোনার দাম হয় ২৪ ক্যারেটের সোনার উপর। তবে ২৪ ক্যারেটের সোনা দিয়ে কখনোই অলংকার তৈরি করা যায় না। যে কারণে ২২ ক্যারেটের সোনা অথবা অন্য মানের সোনা ব্যবহার করা হয়। যদি বৃহস্পতিবারের বাজারের দিকে নজর রাখা যায় তাহলে দেখা যাবে কলকাতায় এদিন ২৪ ক্যারেট সোনার দাম ছিল ৬৩ হাজার ৩৮০ টাকা। বুধবারের তুলনায় এদিন ২৪ ক্যারেট সোনার দর ছিল ৪৪০ টাকা কম।

Advertisements

অন্যদিকে বুধবার কলকাতার বাজারে ২২ ক্যারেট সোনার দাম ছিল ৫৮ হাজার ৫০০ টাকা। বৃহস্পতিবার সোনার দাম কিছুটা কমে এবং দাম দাঁড়ায় ৫৮ হাজার ১০০ টাকা। আপনারা প্রত্যেকেই জানেন সোনার দাম মূলত ১০ গ্রাম প্রতি হিসাবে ধরা হয়ে থাকে। এক্ষেত্রে বৃহস্পতিবার বুধবারের তুলনায় ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৪০০ টাকা কম ছিল। তবে এই দাম ছাড়িয়ে সোনার দাম প্রতি ১০ গ্রাম ৬৮ হাজার টাকা থেকে ৭০ হাজার টাকায় পৌঁছে যাবে বলে মনে করা হচ্ছে।

Advertisements

আরও পড়ুন ? Kalighat Temple: শুধু স্বর্ণমন্দির নয়, এবার কালীঘাট মন্দিরও মুড়ে ফেলা হবে সোনায়

বিশেষজ্ঞদের তরফ থেকে দাবি করা হচ্ছে, ২০২৪ সালেও সোনার দামে ক্রমবর্ধমান পরিস্থিতি বজায় থাকবে। এর পিছনে যেসব কারণ রয়েছে সেগুলি হল ভারতীয় মুদ্রার স্থিতিবস্থা, ভূ-রাজনৈতিক উত্তেজনাজনক পরিস্থিতি এবং মন্থর বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধি। এসবের কারণেই গত বছর ডিসেম্বর মাসেও পশ্চিম এশিয়ায় সোনার দাম বৃদ্ধি পেতে লক্ষ্য করা গিয়েছিল।

এসবের পরিপ্রেক্ষিতেই বিশেষজ্ঞদের তরফ থেকে দাবি করা হচ্ছে, নিরাপদ বিনিয়োগের ক্ষেত্রে সোনার উপর বিনিয়োগ অক্ষুন্ন থাকবে ২০২৪ সালেও। ২০২৪ সালের মধ্যেই ১০ ভরি সোনার দাম ৬৮ হাজার টাকা থেকে ৭০ হাজার টাকায় পৌঁছে যাবে। যদিও চলতি বছর লোকসভা নির্বাচনের পর সোনার দাম কিছুটা হলেও সস্তা হতে পারে। এক্ষেত্রে সোনার উপর কেউ যদি বিনিয়োগ করে থাকেন মাত্র কয়েক মাসের মধ্যেই বিপুল অংকের টাকার লাভ দেখতে পারবেন বলেই আশা করা হচ্ছে বিশেষজ্ঞদের তরফ থেকে।

Advertisements