What is called Railway Station in Hindi: আমাদের দেশে বিভিন্ন ভাষার মধ্যে হিন্দি হলো সবথেকে জনপ্রিয় একটি ভাষা। এদেশে হিন্দি ভাষা সব থেকে বেশি রাজ্যে প্রচলিত। আবার এটি আমাদের রাষ্ট্রীয় ভাষাও বটে। কিন্তু এই জনপ্রিয়তার আসল কারণ কি আপনাদের জানা আছে? না জানলে আজকের প্রতিবেদনটি আপনাকে মনোযোগ সহকারে পড়তে হবে। বিভিন্ন ভাষার মধ্যে হিন্দি হলো এমন একটি ভাষা যা সহজেই আপন করে নিতে পারে যে কোন বিদেশী ভাষাকে। এমন বহু শব্দ আপনি শুনবেন যা আসলে বিদেশী হলেও শুনতে লাগেনা। এমনকি হিন্দি ভাষার মধ্যে স্বচ্ছন্দে ব্যবহার করা হয় সেই বিদেশী শব্দগুলোকে। রেলওয়ে স্টেশন (Railway Station) শব্দটি আসলে হিন্দি নাকি বিদেশি জানেন কি সেটা?
বিদেশি শব্দের তালিকায় আমাদের চেনা পরিচিত বহু শব্দ রয়েছে যেমন বালতি, রিক্সা প্রভৃতি। কিন্তু বর্তমানে এগুলো স্বচ্ছন্দে ব্যবহার করা হয় হিন্দি ভাষার মধ্যে। অন্যান্য বিভিন্ন শব্দের মধ্যে রেলওয়ে স্টেশন হলো এমন একটি শব্দ যা বিদেশি হওয়া সত্বেও ব্যবহার করা হচ্ছে এই হিন্দি ভাষার মধ্যে। রেলওয়ে স্টেশন সম্পর্কে জানেনা এমন মানুষ বোধহয় এই পৃথিবীতে নেই। বেশিরভাগ মানুষ যাতায়াতের জন্য ব্যবহার করে থাকে রেলওয়ে স্টেশন (Railway Station)। কিন্তু কিভাবে বিদেশি হওয়া সত্বেও এটি জায়গা করে নিল হিন্দি ভাষার মধ্যে?
সম্প্রতি জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম Quora তে বহু মানুষ তাতে জিজ্ঞাসা প্রশ্ন করে থাকে এবং এতে সাধারণ মানুষ বিভিন্নভাবে উত্তর দেয়। রেলওয়ে স্টেশনটি (Railway Station) আসলে কোন শব্দ এ বিষয়ে প্রশ্ন করা হয়েছিল এই প্ল্যাটফর্ম এ। এর উত্তরে এক একজন মানুষ তাদের একেক রকম মন্তব্য প্রকাশ করেছে। চলুন জেনে নেওয়া যাক আসল উত্তরটি কি?
আরও পড়ুন ? Howrah Junction New Achievement: হাওড়া রেল স্টেশনের বড় প্রাপ্তি! জানলে আপনিও গর্বিত হবেন
নেটিজেনদের দেওয়া উত্তর থেকে হয়তো আপনি পেয়ে যাবেন আপনার সঠিক উত্তরটি। এই প্রশ্নের উত্তরে একজন মন্তব্য করেছেন যে, হিন্দি ভাষায় রেল বা ট্রেন মানে “লোহার পথ গামিনী”। যদি পুঙ্খানুপুঙ্খভাবে রেলওয়ে স্টেশনের অর্থ আপনি জানতে চান তাহলে এটি বেরোবে লৌহপথের অর্থ হলো লোহার পথ এবং গামিনীর অর্থ হলো যে অনুসরণ করে বা পিছনে চলে।
এই শব্দের সম্পূর্ণ অর্থ যদি আমরা জানতে চাই তাহলে দাঁড়াবে রেল হলো এমন একটি যান যা লোহার ট্র্যাকে চলে। তারপর যদি সমস্ত শব্দের অর্থ আমরা আলোচনা করি তাহলে দাঁড়ায় যে, রেলওয়ে বা ট্রেনকে হিন্দিতে বলা হয় লৌহ পথ গামিনী। রেলওয়ে স্টেশন (Railway Station)হলো সেই পথের বিশ্রামের জায়গা। তাই রেলওয়ে স্টেশনকে হিন্দিতে লৌহ পথ গামিনী বিরাম বিন্দু বা লৌহ পথ গামিনী বিশ্রাম স্থান বলা হয়ে থাকে। ব্যাপারটি যথেষ্টই জটিল তাই এটিকে সাধারণত ট্রেন থামানো বা রেলওয়ে স্টেশন বলা হয়।