Howrah Junction New Achievement: হাওড়া রেল স্টেশনের বড় প্রাপ্তি! জানলে আপনিও গর্বিত হবেন

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : ভারতীয় রেল (Indian Railways) যেমন প্রতিদিন দেশের প্রায় এক কোটি মানুষকে সুরক্ষিতভাবে গন্তব্যে পৌঁছে দেয়, ঠিক সেই রকমই হাওড়ার রেল স্টেশন (Howrah Junction) প্রতিদিন লক্ষ লক্ষ মানুষের ভর গ্রহণ করে থাকে। দেশে যে সকল ব্যস্ত রেল স্টেশন রয়েছে তাদের মধ্যে অন্যতম হলো এই হাওড়া স্টেশন। তবে ব্যস্ততার মাঝেও হাওড়া রেল স্টেশন এবার এমন একটি প্রাপ্তি পেল যা আপনাকেও গর্বিত করবে।

দেশে যে সকল রেলস্টেশন রয়েছে সেই সব রেলস্টেশনের মধ্যে প্লাটফর্মের দিক দিয়ে সবচেয়ে বড় রেল স্টেশন হলো হাওড়া রেল স্টেশন। প্রতিদিন এই রেলস্টেশন থেকে শতাধিক ট্রেন বিভিন্ন রুটে ছুটে যায় আবার বিভিন্ন রুট থেকে ছুটে আসে। বিপুলসংখ্যক ট্রেন এবং বিপুল সংখ্যক যাত্রীদের কথা মাথায় রেখে রেলের তরফ থেকে হাওড়া রেল স্টেশনকে প্রতিনিয়ত সাজিয়ে তোলার কাজ চালানো হচ্ছে। প্রতিদিনই এই রেল স্টেশনে কোন না কোন ব্যবস্থা যুক্ত করা হচ্ছে।

যাত্রীদের সুযোগ-সুবিধার কথা মাথায় রেখে হাওড়া রেল স্টেশনে যাত্রী অপেক্ষালয় থেকে শুরু করে তাদের খাওয়া দাওয়া এবং অন্যান্য ব্যবস্থার জন্য দিন দিন একের পর এক সুবিধা জুড়ে দিচ্ছে রেল। এর পাশাপাশি পরিবেশগত যে সকল দায়বদ্ধতা রয়েছে সেই দিক দিয়েও এই রেলস্টেশন দিন দিন নিজের গুণগতমান বৃদ্ধি করছে। এরই পরিপ্রেক্ষিতে এবার হাওড়া রেল স্টেশন নিয়ে পূর্ব রেলের তরফ থেকে একটি সুখবর দেওয়া হল।

আরও পড়ুন 👉 Howrah Railway Station: আর যেতে হবে না এনজেপি! এবার হাওড়া স্টেশনকে নতুন উপহার দিল রেল

পূর্ব রেলের তরফ থেকে জানানো হয়েছে, হাওড়া রেল স্টেশন ইন্ডিয়ান গ্রীন বিল্ডিং কাউন্সিলের গ্রীন রেলওয়ে সার্টিফিকেটের অধীনে প্লাটিনাম সার্টিফিকেট পেয়েছে। হাওড়া রেল স্টেশনকে এমন স্বীকৃতি দেওয়া হয়েছে স্থায়িত্ব এবং সবুজায়নের প্রচেষ্টার পরিপ্রেক্ষিতে। এই বিভাগে হাওড়া রেল স্টেশন বরাবর কোন না কোন স্থান দখল করে থাকে বলেই জানা যাচ্ছে সূত্র মারফত। তবে এবারের সার্টিফিকেট অনেক বেশি প্রাপ্তি।

গত বছর এই ধরনের বিচারের পরিপ্রেক্ষিতে হাওড়া রেল স্টেশন পেয়েছিল সিআইআই আইজিবিসি গোল্ড গ্রেড। আর এবার পেল প্লাটিনাম। পূর্ব রেলের তরফ থেকে যা জানানো হয়েছে তাতে হাওড়া রেল স্টেশন এমন স্বীকৃতি পেয়েছে গত ৩ জানুয়ারি। নতুন বছরের শুরুতেই হাওড়া রেল স্টেশনের এমন প্রাপ্তি রাজ্যের অন্যতম রেল স্টেশন হিসেবে গুরুত্ব আরও বৃদ্ধি পাচ্ছে।