Howrah Railway Station: আর যেতে হবে না এনজেপি! এবার হাওড়া স্টেশনকে নতুন উপহার দিল রেল

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : ভারতে যে সকল রেলস্টেশন রয়েছে তাদের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ রেলস্টেশন হল হাওড়া রেল স্টেশন (Howrah Railway Station)। শুধু গুরুত্বপূর্ণ নয়, পাশাপাশি এই রেলস্টেশনটি দেশের মধ্যে অন্যতম একটি ব্যস্ত রেলস্টেশন। এই রেলস্টেশন থেকে প্রতিদিন লক্ষ লক্ষ যাত্রী যাতায়াত করে থাকেন। এমন গুরুত্বের কথা মাথায় রেখে রেলের (Indian Railways) তরফ থেকে প্রতিনিয়ত এই রেলস্টেশনকে নতুন নতুন উপহার দেওয়া হয়ে থাকে।

বিপুলসংখ্যক যাত্রীদের কথা মাথায় রেখে হাওড়া রেল স্টেশনে যাত্রীদের থাকার ব্যবস্থার পাশাপাশি খাওয়া-দাওয়া সহ অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্রের যোগান জন্য বিভিন্ন ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে প্রতিনিয়ত। ঠিক সেই রকমই এবার হাওড়া রেল স্টেশনকে রেলের তরফ থেকে এমন একটি উপহার দেওয়া হল যা এর আগে এখানে ছিল না। যে উপহারের কথা বলা হচ্ছে তা হলো কোচ রেস্টুরেন্ট (Rail Coach Restaurant)।

ভারতে প্রথম এমন কোচ রেস্টুরেন্ট চালু হয়েছিল আসানসোলে। পুরাতন ট্রেনের কোচকে আধুনিকভাবে সাজিয়ে রেস্টুরেন্ট তৈরি করা হয় রেলের তরফ থেকে। এই রেস্টুরেন্টে খাওয়া-দাওয়ার আনন্দ আলাদা। কেননা ট্রেনের কোচে বসে খাওয়া-দাওয়ার মত ব্যবস্থা অন্য কোথাও পাওয়া যায় না। কোচ রেস্টুরেন্টের জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পেতে থাকলে নিউ জলপাইগুড়ি রেলস্টেশন সহ বিভিন্ন রেলস্টেশনে এমন কোচ রেস্টুরেন্ট চালু করা হয়। আর এবার এই কোচ রেস্টুরেন্ট পেল হাওড়া রেল স্টেশন।

আরও পড়ুন 👉 Largest station in country: সবচেয়ে বড় রেলস্টেশনের তালিকায় হাওড়া, শিয়ালদা কত নম্বরে! জানলে গর্বে বুক ভরে যাবে

গত সোমবার অর্থাৎ ২৫ ডিসেম্বর হাওড়ায় এই কোচ রেস্টুরেন্টের উদ্বোধন হয়। হাওড়া স্টেশন সংলগ্ন কোচ মিউজিয়ামে এই রেস্টুরেন্ট চালু করা হয়েছে। এর ফলে যাত্রীরা কোচ মিউজিয়াম ঘোরার পাশাপাশি খাওয়া-দাওয়াও করতে পারবেন। এর ফলে মিউজিয়ামে আসা ব্যক্তিরা অনেক সস্তায় এখানে খাবার কিনে নিজেদের পেট ভরাতে পারবেন। এখানকার এই কোচ রেস্তোরাঁকে হেরিটেড লুক দেওয়া হয়েছে। এর পাশাপাশি মিউজিয়ামের লুকেও বিভিন্ন পরিবর্তন আনা হয়েছে। যা দেখে রীতিমত মুগ্ধ হয়ে যাবেন আগত দর্শকরা।

হাওড়া রেল স্টেশন সংলগ্ন কোচ মিউজিয়ামে যে কোচ রেস্তোরাঁ চালু করা হয়েছে সেটি পাঁচ বছরের জন্য একটি সংস্থাকে লিজে দেওয়া হয়েছে। এই লিজের মাধ্যমে প্রতিবছর রেলের পকেটে সাড়ে ২৬ লক্ষ টাকা করে ঢুকবে। হাওড়া স্টেশনে এমন কোচ রেস্তোরাঁ চালু হওয়ার ফলে আর সেই সকল মানুষদের নিউ জলপাইগুড়ি অথবা আসানসোল বা অন্য কোন রেলস্টেশনে কোচ রেস্তোরাঁয় খাওয়ার জন্য ছুটে যেতে হবে না।