Jio: ‘বাকিরা দেখবে আর জ্বলবে’, বাড়ি বাড়ি সুপারফাস্ট ইন্টারনেট পৌঁছে দিতে বড় পরিকল্পনা জিওর

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ভারতের টেলিকম বাজারে একচ্ছত্র রাজ তৈরি করে রাখা টেলিকম সংস্থা হল জিও (Jio)। মুকেশ আম্বানির এই টেলিকম সংস্থা বছরের পর বছর ধরে যেভাবে গ্রাহকদের নতুন নতুন পরিষেবা দিচ্ছে তাতে এর ধারে কাছে নেই অন্য কেউ। পরিষেবা আর প্রযুক্তির কারণে গত কয়েক বছরে নিজেদের গ্রাহক সংখ্যা বৃদ্ধি করে মুকেশ আম্বানির জিও হয়ে উঠেছে দেশের বৃহত্তম টেলিকম সংস্থা।

Advertisements

মুকেশ আম্বানির টেলিকম সংস্থা জিও কেবলমাত্র গ্রাহকদের টেলিকম পরিষেবা দিয়ে থাকে এমন নয়। এর পাশাপাশি এই সংস্থার তরফ থেকে ফোন, ব্রডব্যান্ড পরিষেবা সহ বিভিন্ন ধরনের পরিষেবা দিয়ে আসছে। এবার এই টেলিকম সংস্থা দেশের প্রতিটি বাড়ি বাড়ি সুপারফাস্ট ইন্টারনেট পৌঁছে দেওয়ার জন্য এমন পরিকল্পনা নিল যা ভারতীয় কোন সংস্থার প্রথম এত বড় পদক্ষেপ। জিওর এই পদক্ষেপ দেখে বাকিরা দেখে জ্বলবে বলেই মনে করছেন অনেকেই।

Advertisements

জিও নতুন যে পরিকল্পনা গ্রহণ করেছে সেই পরিকল্পনার মাধ্যমে সুপারফাস্ট ইন্টারনেট পরিষেবা বড় বড় শহর থেকে প্রত্যন্ত গ্রামেও এক নিমেষে পৌঁছে যাবে। এমনকি এই পরিষেবা পৌঁছানোর জন্য কোনো রকম তারের ঝামেলা রাখতে হবে না। আসলে সংস্থার তরফ থেকে এবার সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে বাড়ি বাড়ি ইন্টারনেট পরিষেবা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। ইতিমধ্যেই ইন্ডিয়ান ন্যাশনাল স্পেস প্রমোশন ও অথরাইজেশন সেন্টারে আবেদন করে ফেলেছে জিও।

Advertisements

আরও পড়ুন ? Jio: আম্বানির বড় খেল! এবার এই সংস্থার বিপুল গ্রাহক কেড়ে নিল জিও

সূত্র মারফত জানা যাচ্ছে আবেদনের পরিপ্রেক্ষিতে জিও খুব তাড়াতাড়ি এই ধরনের ইন্টারনেট পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য অনুমোদন পেয়ে যাবে। জিও এমন অনুমোদন পেলে ভারতীয় কোন টেলিকম সংস্থা হিসাবে প্রথম এমন অনুমোদন পাবে। অনুমোদন পেলেই Jio তাদের স্যাটেলাইট internet পরিসেবা জিও স্পেস ফাইবার বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার কাজ শুরু করে দেবে। বিশ্বের একাধিক দেশে এই ধরনের পরিষেবা থাকলেও ভারতে নেই। জিওর এই পরিষেবা ছাড়াও আগামী দিনে আসতে পারে এলন মাস্কের স্টারলিঙ্ক।

এই অনুমোদন পাওয়ার জন্য একাধিক মন্ত্রণালয়ের অনুমোদন পেতে হয় বলে জানা যাচ্ছে। এক্ষেত্রে জিও বেশ কয়েকটি ধাপ পেরিয়ে গিয়েছে বলেও সূত্রের খবর। গত বছর মোবাইল কংগ্রেস অনুষ্ঠানে জিওর তরফ থেকে এই পরিষেবার ঘোষণা করা হয়েছিল এবং প্রাথমিকভাবে গুজরাতের গির, কোরবা ছত্তিসগড়, ওড়িশার নবরংপুর এবং অসমের ONGC-জোরহাট শহরে পরিষেবা চালু করার বিষয়ে উদ্যোগ নেওয়া হচ্ছে। এই ইন্টারনেট পরিষেবা অন্যান্য সব ধরনের ইন্টারনেট পরিষেবার থেকে অনেক বেশি গতি দিতে সক্ষম।

Advertisements