Jio: আম্বানির বড় খেল! এবার এই সংস্থার বিপুল গ্রাহক কেড়ে নিল জিও

নিজস্ব প্রতিবেদন : ভারতের টেলিকম জগতে একছত্ররাজ চালানো সংস্থা বলতে গেলে কেবলমাত্র দুটি সংস্থাকেই ধরা হয়ে থাকে। সেই দুটি সংস্থার মধ্যে একটি মুকেশ আম্বানির Jio এবং অন্যটি মিত্তালদের Airtel। ভারতের মতো এত বড় টেলিকম বাজারে এখনো পর্যন্ত এই দুটি সংস্থার রাজ চলছে তা ক্ষণে ক্ষণে মেনে নেন টেক বিশেষজ্ঞরা থেকে শুরু করে সাধারণ মানুষেরা।

একসময় ভারতের মতো বৃহত্তম টেলিকম বাজারে বিপুল সংখ্যক টেলিকম সংস্থা থাকলেও বিভিন্ন কারণে তারা তাদের ব্যবসা গুটিয়ে নিয়েছে। শেষমেষ ব্যবসা চালাচ্ছে রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা BSNL, অন্যদিকে বেসরকারি সংস্থা হিসেবে ব্যবসা চালাচ্ছে Vi, Airtel আর Jio। এক্ষেত্রে বাজারে প্রতিযোগিতায় অনেক এগিয়ে রয়েছে এয়ারটেল এবং জিও। প্রতিনিয়ত এই দুটি টেলিকম সংস্থা প্রযুক্তি থেকে শুরু করে অফারের দিক দিয়ে অন্যান্য টেলিকম সংস্থাদের পিছনে ফেলে দিয়েছে।

আবার অফার এবং প্রযুক্তির কথা বলতে গেলে সবার প্রথমে যার নাম আসে সেটি হল জিও। মুকেশ আম্বানির এই টেলিকম সংস্থা এবার এমন খেল দেখালো যে তারা অন্য সব টেলিকম সংস্থার বিপুল গ্রাহক নিজেদের ঝুলিতে পুরে নিতে সক্ষম হল। জিও মোটামুটি ভাবে গোটা দেশেই এক নম্বর স্থানে থাকলেও এতদিন উত্তরপ্রদেশে তাদের স্থান এক নম্বরে ছিল না। কিন্তু এবার সেখানেও গ্রাহক সংখ্যা বৃদ্ধি করে এক নম্বর টেলিকম সংস্থা হিসাবে নিজেদের প্রতিষ্ঠিত করে ফেলল।

আরও পড়ুন 👉 Airtel Discount Offer: ঘুম উড়ল Jio-র! এবার Airtel নিয়ে এলো টানা ৬ মাস ছাড়ের অফার

উত্তরপ্রদেশে গত বছর প্রায় প্রতি মাসেই নিজেদের গ্রাহক সংখ্যা বৃদ্ধি করে এখন তারা ওই রাজ্যের এক নম্বর টেলিকম সংস্থা হয়ে দাঁড়িয়েছে। ট্রাইয়ের রিপোর্ট থেকে জানা যাচ্ছে, গত বছর সেপ্টেম্বর মাসে তারা সবচেয়ে বেশি গ্রাহক সংখ্যা বৃদ্ধি করেছে এবং যার সংখ্যা হল ৪.২৬ লক্ষ। জিওর পাশাপাশি এয়ারটেলও উত্তরপ্রদেশে নিজেদের গ্রাহক সংখ্যা বৃদ্ধি করেছে। উত্তরপ্রদেশে প্রায় ৮৭ হাজার গ্রাহক নিজেদের ঝুলিতে টানতে সক্ষম হয়েছে এয়ারটেল।

জিও এবং এয়ারটেল যেখানে উত্তরপ্রদেশে একের পর এক নিজেদের গ্রাহক সংখ্যা বৃদ্ধি করে চলেছে সেই জায়গায় ব্যাপক গ্রাহক হারিয়েছে ভোডাফোন আইডিয়া। এই টেলিকম সংস্থাটি ১.৭৮ লক্ষ গ্রাহক হারিয়েছে। এই পরিসংখ্যান থেকেই স্পষ্ট জিও এবং এয়ারটেলে যে সকল গ্রাহকরা গিয়েছেন তার বড় অংশ গিয়েছেন ভোডাফোন আইডিয়া থেকে। তবে ভোডাফোন আইডিয়া ছাড়াও BSNL থেকেও বিপুল সংখ্যক গ্রাহক এয়ারটেল ও জিওতে গিয়েছেন বলে মনে করা হচ্ছে। গত বছর জুন, জুলাই এবং আগস্ট মাসে জিওর গ্রাহক সংখ্যা বৃদ্ধি পেয়েছে যথাক্রমে ৩.৪৫ লক্ষ, ৩.৯৩ লক্ষ এবং ৩.৮৯ লক্ষ। এর পাশাপাশি গত ডিসেম্বর মাসে গোটা দেশে ৩৪.৭৫ লক্ষ ব্যবহারকারী জিওতে নিজেদের নাম লিখিয়েছেন।