নিজস্ব প্রতিবেদন : ভারতের মতো দেশে প্রতিদিন বাড়ছে যানবাহনের সংখ্যা। একদিকে যেমন বাড়ছে চারচাকা থেকে অন্যান্য যানবাহন, ঠিক সেইরকমই আবার বাড়ি বাড়ি এখন পৌঁছে গিয়েছে মোটরবাইক। তবে যানবাহন যেমনই হোক না কেন, সেই সকল যানবাহন রাস্তায় চালানোর জন্য ভারত সরকারের মোটর ভেহিকেল আইন (Motor Vehicle Act) মেনে চলতে হয়। সম্প্রতি এই আইনে নানান পরিবর্তন আনা হয়েছে এবং জরিমানা ও শাস্তির পরিমাণ কয়েকগুণ বৃদ্ধি করা হয়েছে।
ভারত সরকারের মোটর ভেহিকেল আইন অনুযায়ী যেসব নিয়ম মেনে যানবাহন চালকদের রাস্তায় যানবাহন চালাতে হয় সেই সকল আইনের মধ্যে রয়েছে, ১৮ বছর না হলে মোটরবাইক সহ কোন যানবাহন চালানো যাবেনা। কিন্তু এখন লক্ষ্য করা যায়, বাজার ঘাটে বিভিন্ন জায়গায় উঠতি ছেলেমেয়েরা মোটর বাইক নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এই সকল বহু ছেলেমেয়েদের বয়স ১৮ বছর হয়নি।
এই ধরনের ঘটনা ঠেকানোর জন্য এবার করা ব্যবস্থা গ্রহণ করলো সরকার। এই ধরনের ঘটনা সামনে এলে ওই নাবালক ছেলেমেয়েদের শাস্তি দেওয়ার বদলে শাস্তি দেওয়া হবে অভিভাবকদের। এমন সব ঘটনায় অভিভাবকদের থেকে জরিমানা আদায় করা তো হবেই, উপরন্তু এবার শাস্তি বাড়িয়ে জেল ও জরিমানা দুইই করা হতে পারে। আবার এই জরিমানা ও শাস্তির পরিমাণ বিপুল।
আরও পড়ুন ? আপনার নামে ভুল করে ই-চালান এলে কি করবেন, ধাপে ধাপে দেখে নিন পুরো পদ্ধতি
নতুন আইনে বলা হয়েছে, যদি কোন অভিভাবক তার ছেলেমেয়েদের ১৮ বছর বয়স না হয়েই মোটরবাইক অথবা অন্য কোন যানবাহন চালানোর অনুমতি দেন তাহলে তাদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা হবে। এই ধরনের ঘটনায় ২৫০০০ টাকা জরিমানা আদায় করা হবে। আবার যদি অপরাধ তার থেকেও বেশি হয় তাহলে জেলও হতে পারে। এই ধরনের ঘটনায় অভিভাবকদের জেল হতে পারে তিন বছর পর্যন্ত।
নাবালক ছেলেমেয়েদের হাতে মোটরবাইক অথবা অন্যান্য যানবাহন তুলে দেওয়ার ক্ষেত্রে এই নিয়ম সারাদেশেই লাগু রয়েছে বলে জানা যাচ্ছে। তবে বহু রাজ্য এই নিয়ম কার্যকর করার ক্ষেত্রে বেশ কিছুটা শিথিলতা দেখাচ্ছে। কিন্তু সম্প্রতি উত্তরপ্রদেশ সরকারের তরফ থেকে এই নিয়ম নিয়ে কড়া পদক্ষেপ নেওয়া শুরু করা হয়েছে। ওই রাজ্যের পরিবহন দপ্তরের তরফ থেকে এই নিয়ম সম্পর্কে নিজেদের কড়া অবস্থান জানানো হয়েছে এবং এই ধরনের ঘটনায় কড়া ব্যবস্থা গ্রহণ করা হবে বলেই জানানো হয়েছে।