What is the number of Hindu people in Bangladesh: যেকোনো দেশের জনসংখ্যা হলো সেই দেশের অন্যতম সম্পদ। গোটা বিশ্বে বহু দেশ আছে এবং এক একটি দেশে একেক এক ধর্মের মানুষের বসবাস। ভারতবর্ষ এমন একটি দেশ যেখানে বিভিন্ন ধর্মের মানুষের বসবাস আছে। কিন্তু ভারতের পড়শি দেশ বাংলাদেশ সম্পর্কে আপনি কতটা জানেন? কোন ধর্মের মানুষের বাস সেখানে? সম্প্রতি বাংলাদেশে জনশুমারির রিপোর্ট পেশ করা হয়েছে। অবাক করা হ্রাস দেখা গেছে হিন্দুধর্মের মানুষের (Hindu Population in Bangladesh), আসুন জেনে নিই বিস্তারিতভাবে।বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরোর যে রিপোর্ট সামনে এসেছে তাতে মুসলিম ধর্মাবলম্বী মানুষের সংখ্যা অনেকটাই বৃদ্ধি পেয়েছে আগের থেকে। আশ্চর্য হবেন জানলে যে হিন্দু ধর্মের মানুষের সংখ্যা আগের থেকে অনেকটাই কমে গেছে।
আগেরবার যে জনসংখ্যার হিসাব বেরিয়েছিল তার তুলনায় বাংলাদেশে হিন্দুদের সংখ্যা কমেছে প্রায় ১ শতাংশ। বর্তমানে ভারতের প্রতিবেশী রাষ্ট্রের মোট জনসংখ্যা হল ১৬ কোটি ৫১ লাখ ৫৮ হাজার ৬১৬ জন। আমরা সবাই জানি বাংলাদেশ হল একটি মুসলিম রাষ্ট্র কিন্তু বর্তমানে মুসলিম জনসংখ্যা হু হু করে বৃদ্ধি পাচ্ছে এবং কমে যাচ্ছে হিন্দু ধর্মের মানুষের সংখ্যা (Hindu Population in Bangladesh)। পাশাপাশি অন্য ধর্মের মানুষ যেমন খ্রিষ্টান, বৌদ্ধ ইত্যাদির সংখ্যাও হ্রাস পেয়েছে মারাত্মকভাবে। বিবিএস যে রিপোর্ট পেশ করেছে সেটা অনুযায়ী, ২০১১ সালের জনশুমারিতে মুসলিমদের সংখ্যা ছিল ৯০.৩৯ শতাংশ।
বর্তমানের পরিসংখ্যান অনুযায়ী সেই সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৯১.০৪ শতাংশ। ২০১১ সালে বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের সংখ্যা ছিল ৮.৫৪ শতাংশ, যা কমে হয়েছে ৭.৯৫ শতাংশ (Hindu Population in Bangladesh)। বাংলাদেশের কোথায় কোন ধর্মের মানুষের সংখ্যা বেশি তা এক নজরে জেনে নিন। মুসলিম জনসংখ্যার মানুষ সব থেকে বেশি দেখা যায় ময়মনসিংহ বিভাগে। মোট বাসিন্দাদের মধ্যে ৯৫.৫৪ শতাংশই মুসলমান। তালিকায় এরপরই স্থান আছে রাজশাহী, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম, খুলনা এবং রংপুর। সিলেট বিভাগে সব থেকে কম সংখ্যার মুসলিমরা বসবাস করেন কারণ এখানে হিন্দু ধর্মের মানুষের সংখ্যা অনেকটাই বেশি। সেই বিভাগের বাসিন্দাদের মধ্যে ৮৬.১৭ শতাংশ মুসলমান। জামালপুর জেলার ৯৮.৩৩ শতাংশ বাসিন্দাই মুসলিম বলে উল্লেখ করা হয়েছে।
জনশুমারির তথ্য অনুসারে কিন্তু বাংলাদেশে সিলেট বিভাগে সবথেকে বেশি সংখ্যক হিন্দু ধর্মের মানুষের বসবাস (Hindu Population in Bangladesh)। সেখানে হিন্দুদের সংখ্যা ১৩.৫০ শতাংশ। পাশাপাশি সবথেকে কম হিন্দু বাস করে ময়মনসিংহে। সেখানে হিন্দু ধর্মাবলম্বী ৩.৯২ শতাংশ। এছাড়াও রংপুর বিভাগে ১২.৮ শতাংশ, খুলনায় ১১.৫২ শতাংশ, বরিশালে ৮.২৪ শতাংশ, চট্টগ্রামে ৬.৬১ শতাংশ, রাজশাহী বিভাগে ৫.৬৭ শতাংশ হিন্দু ধর্মের মানুষ বসবাস করেন। রিপোর্ট অনুসারে ঢাকা বিভাগের মোট জনসংখ্যার মধ্যে ৬.২৫ শতাংশ হিন্দু।
যদি আপনি জেলার দিক থেকে বিচার করতে চান তারও বিস্তারিত হিসাব পেয়ে যাবেন এই প্রতিবেদনে। হিন্দু ধর্মাবলম্বী মানুষের সবথেকে বেশি বসবাস রয়েছে গোপালগঞ্জে। সেখানকার বাসিন্দাদের ২৬.৯৪ শতাংশ হিন্দু বলে জানানো হয়েছে। এর পরই আছে মৌলভীবাজার জেলা। সেখানে হিন্দু জনগোষ্ঠীর সংখ্যা মোট বাসিন্দার ২৪.৪৪ শতাংশ। ঠাকুরগাঁও জেলা হিন্দু ধর্মের মানুষের বসবাসের ক্ষেত্রে তৃতীয় স্থান অধিকার করেছে। সেই জেলার বাসিন্দাদের মধ্যে হিন্দু ধর্মাবলম্বী রয়েছেন ২২.১১ শতাংশ। শুধু হিন্দু নয় বাংলাদেশে যেসব অন্য ধর্মের মানুষ বসবাস করে তাদের সম্পর্কেও জানা যাবে এই প্রতিবেদনে। বৌদ্ধদের সংখ্যা সবচেয়ে বেশি চট্টগ্রামে। সেখানের বাসিন্দাদের ২.৯২ শতাংশ মানুষ বৌদ্ধ ধর্মাবলম্বী। আবার খ্রিষ্টান ধর্মাবলম্বীর সংখ্যা সবচেয়ে বেশি ময়মনসিংহ বিভাগে। সেখানের বাসিন্দাদের ০.৪৬ শতাংশ খ্রিষ্টান ধর্মাবলম্বী।