Most Hindu Populated countries: শুধু ভারত নয়, এই সব দেশেও বড় সংখ্যায় থাকেন হিন্দুরা, জানলে গর্বে বুক ভরে যাবে

Hindus live in large numbers in all these countries after India: সারা বিশ্ব জুড়ে একাধিক ধর্মাবলম্বি মানুষের বাস। তবে হিসাব করলে দেখতে পাবেন পৃথিবীতে খ্রিস্টান এবং মুসলিম ধর্মের মানুষের বাস সবথেকে বেশি। তাহলে এমন কি কোনো দেশ পৃথিবীতে আছে যাতে হিন্দু ধর্মের মানুষের বসবাস সবথেকে বেশি? ইতিমধ্যে অবশ্য ভারত সর্বাধিক জনসংখ্যা বিশিষ্ট দেশ এবং হিন্দু ধর্মের মানুষের বসবাসও এখানে অনেকটাই বেশি (Most Hindu Populated Countries)। কিন্তু এছাড়াও আর কোন দেশ এই তালিকায় নাম লিখিয়েছে জানেন কি?

আজকের প্রতিবেদনে আপনি আপনার অজানা সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। আসুন দেখে নিই বিস্তারিতভাবে। প্রাচীন ইতিহাসের পাতা ওল্টালেই আপনি দেখতে পাবেন হিন্দুদের সম্পর্কে বহু অজানা তথ্য জানতে পারবেন। সিন্ধু ও গঙ্গার অববাহিকা অঞ্চল স্বাভাবিকভাবেই সনাতন ধর্মাবলম্বীদের চারণভূমি হিসেবে পরিচিত ছিল। ভারতবর্ষে সুপ্রাচীন কাল থেকে হিন্দু ধর্মের মানুষ বেশি বসবাস করে আসছেন। কিন্তু এমন বহু দেশ আছে যেখানে হিন্দু ধর্মের মানুষের বসবাস অনেকটাই বেশি (Most Hindu Populated Countries)।

তালিকাটি ভালো করে দেখলে এরপরেই আমরা দেখতে পাবো ভারতের প্রতিবেশী দেশ নেপালের নাম। এই প্রতিবেশী দেশটি কিন্তু হিন্দু জনসংখ্যার ভিত্তিতে অনেকটাই এগিয়ে রয়েছে (Most Hindu Populated Countries)। কোন এক সময় নেপালে রাজতন্ত্র প্রতিষ্ঠিত ছিল এবং তখন নেপাল ছিল সারা বিশ্বের একমাত্র হিন্দু রাষ্ট্র। বর্তমানে অবশ্য সেইসব অতীত, এখন নেপাল একটি ধর্মনিরপেক্ষ গণতন্ত্র দেশ।

আরও দেখুন 👇

এরপর আমরা তালিকাটি এক নজর দেখে নেব নেপালের পর সেখানে নাম আছে আরো কিছু হিন্দু জনসংখ্যা বিশিষ্ট রাষ্ট্রের। নেপালের পর কিন্তু নাম রয়েছে বাংলাদেশ এবং পাকিস্তানের। সারা বিশ্বের বহু হিন্দু ধর্মাবলম্বী মানুষ বসবাস করেন এই দুই রাষ্ট্রে (Most Hindu Populated Countries)। অবাক হবেন শুনলে যে তালিকা থেকে বাদ পড়েনি ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, আমেরিকা, মালয়শিয়া, ব্রিটেন এবং মরিশাসের নাম।

অবাক করা ঘটনা হলো সারা বিশ্ব জুড়ে কিন্তু হিন্দু জনসংখ্যা মোট ২০ কোটি। যার মধ্যে ভারতে ১০ কোটি হিন্দুর বাস। সংখ্যাগরিষ্ঠ হিন্দু ছাড়াও কিন্তু এদেশে বহু মুসলিম এবং খ্রিস্টানরাও বসবাস করেন। বিভিন্ন ধর্মের প্রায় ৩০ কোটি মানুষ ভারতে বসবাস করেন। জেনে রাখুন ১৯৪৭ সালে যখন দেশভাগ হয় ঠিক সেইসময় পাকিস্তান ও বাংলাদেশে হিন্দু জনসংখ্যা অনেকটাই বেশি ছিল। ওই সময় পাকিস্তানে ১৫ ও বাংলাদেশে প্রায় ২৮ শতাংশ হিন্দু বাস করতেন। কিন্তু সেই সংখ্যা নেমেছে ২ ও ৯ শতাংশে। বর্তমানে বাংলাদেশে ৮.৫৪ শতাংশ হিন্দু জনসংখ্যা। যা প্রায় ১ কোটি ৩৭ লাখের কাছাকাছি। ভারতের আরেক প্রতিবেশী রাষ্ট্র নেপালে মোট ৮১.৯ শতাংশ হিন্দু ধর্মের মানুষ বসবাস করেন। ভাবাই যায় না এই ছোট্ট একটি দেশে প্রায় ২ কোটি ৪০ লাখ হিন্দুর বাস। পাশাপাশি ২৩ লাখ বৌদ্ধ আছে।