নিজস্ব প্রতিবেদন : রবিবার ছুটির দিনে তিলোত্তমার চেহেরা বদলে দেয় ডিওয়াইএফওয়াই-এর ডাকে ব্রিগেড সমাবেশ। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, বামেরা যেখানে দলকেই সবসময় গুরুত্ব দিয়ে আসে সেই জায়গায় বারবার এই ব্রিগেডের ক্যাপ্টেন হিসাবে আসানসোলের কুলটির মীনাক্ষী মুখার্জির (Minakshi Mukherjee) নাম উঠে আসছে। ক্যাপ্টেন হিসেবে মীনাক্ষী মুখার্জির নাম বারবার উঠে আসার পরিপ্রেক্ষিতে প্রশ্ন উঠছে তাহলে কি বামেরা তাদের পুরাতন নীতি ভুলে এবার মীনাক্ষী অথবা তার মত কাউকেই আগামী দিনে মুখ করতে চলেছে?
আগামী দিনে মিনাক্ষী নির্বাচনের মুখ হয়ে উঠবে কিনা তা জানতে হলে অবশ্য এখনো অপেক্ষা করতে হবে। তবে বহু ক্ষেত্রেই তরুণ তুর্কি মিনাক্ষির উপর ভরসা রাখতে দেখা গিয়েছে বামেদের। সে ২৪ এর বিগ্রেড সমাবেশ হোক অথবা একুশের বিধানসভা নির্বাচন। কেননা একুশের বিধানসভা নির্বাচনে দেখা গিয়েছিল, শুভেন্দু অধিকারী, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো প্রার্থীদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য মিনাক্ষীকেই নামাতে। প্রশ্ন হল এই মিনাক্ষির শিক্ষাগত যোগ্যতা কতদূর? প্রশ্ন হল মীনাক্ষী কত টাকার মালিক?
মীনাক্ষী মুখার্জীর শিক্ষাগত যোগ্যতার কথা যদি বলতে হয় তাহলে, বলাই যায়, তিনি একজন উচ্চ শিক্ষিত যুবতী। তার পড়াশুনা আসানসোলের কুলটিতেই। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকেই মীনাক্ষী ২০০৫ সালে স্নাতক হন এবং তারপর ২০০৭ সালে এমএ করেন। এরপর আবার ২০১০ সালে বর্ধমান ইউনিভার্সিটি থেকেই তিনি বিএড পাশ করেন। উচ্চশিক্ষিত ৩৯ বছর বয়সি মীনাক্ষীকে এখন দলের অন্যতম যোদ্ধা বলেই মনে করা হয়।
আরও পড়ুন ? গান গেয়ে কত টাকার সম্পত্তি করেছেন অদিতি মুন্সি! তার স্বামীর সম্পত্তিই বা কত!
মীনাক্ষী মুখার্জির সম্পত্তি বলতে হাতে গোনা কয়েক টাকা। তিনি দল করার পরিপ্রেক্ষিতে প্রতি মাসে ৫০০০ টাকা করে ভাতা পেয়ে থাকেন। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সময় এমনটাই হলফনামায় জানিয়েছিলেন তিনি। সেই সময় তার হাতে ছিল মাত্র ১৩০০ টাকা নগদ। ২০২১ সালে বিধানসভা নির্বাচনের সময় মীনাক্ষী মুখার্জির দুটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছিল। যে দুটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা থাকা টাকার পরিমাণ আবার সামান্য।
মীনাক্ষী মুখার্জির দুটি ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে একটি রয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায়, যেখানে জমা থাকা টাকার পরিমাণ হলো মাত্র ৮১ হাজার ১৮২.৭২ টাকা। অন্যদিকে আরেকটি অ্যাকাউন্ট রয়েছে একটি কো-অপারেটিভ ব্যাংকে। যেখানে জমা থাকা টাকার পরিমাণ মাত্র পাঁচ হাজার টাকা। এসব ছাড়া তার একটি এলআইসি রয়েছে যার জন্য ৪৭১৭ টাকা প্রিমিয়াম দিতে হয় এবং ম্যাচিউরিটি ভ্যালু ২ লক্ষ টাকা। তার নামে রয়েছে একটি দু’চাকার বাহন, ২০২১ সালে যার ভ্যালু ছিল ৪০ হাজার টাকা। এছাড়াও ৪৩৫ স্কয়ার ফুটের একটি বাসস্থান রয়েছে তার বলে তিনি ২০২১ সালের বিধানসভা নির্বাচনের হলফনামায় উল্লেখ করেছিলেন।