Vande Bharat Express: ৫ থেকে ৭! বাংলার কপালে আরও দুটি বন্দে ভারত নিয়ে জোড় জল্পনা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : প্রতিদিন দেশের লক্ষ লক্ষ মানুষকে এক জায়গা থেকে অন্য জায়গা পৌঁছে দেওয়ার পাশাপাশি রেলের তরফ থেকে যাত্রী স্বাচ্ছন্দ এবং যাত্রী নিরাপত্তার কথা সবসময় মাথায় রাখা হয়। এরই পরিপ্রেক্ষিতে ভারতীয় রেল (Indian Railways) দেশের রেল ট্র্যাকে নতুন নতুন ট্রেন নামাচ্ছে। নতুন নতুন যে সব ট্রেন এখন ভারতের মাটিতে দৌড়াচ্ছে তার মধ্যে অন্যতম হলো বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)।

Advertisements

বর্তমানে দেশে ৪০টি বন্দে ভারত এক্সপ্রেস বিভিন্ন রুটে যাতায়াত করছে। এই ৪০টি বন্দে ভারত এক্সপ্রেসের মধ্যে আবার পাঁচটি ছুটে বাংলা থেকে বিভিন্ন রুটে। তবে এই সংখ্যা খুব তাড়াতাড়ি ৫ থেকে ৭-এ পৌঁছাতে পারে এমনই জল্পনা এবার তৈরি হলো। পশ্চিমবঙ্গ থেকে বিভিন্ন রুটে যেসব বন্দে ভারত এক্সপ্রেস যাতায়াত করে সেগুলি হল হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি, হাওড়া থেকে পুরী, হাওড়া থেকে পাটনা হাওড়া থেকে রাঁচি এবং নিউ জলপাইগুড়ি থেকে গুয়াহাটি।

Advertisements

নতুন যে দুটি বন্দে ভারত এক্সপ্রেস নতুন করে বাংলার কপালে জুটতে পারে বলে জল্পনা তৈরি হয়েছে সেই দুটির একটি যাতায়াত করতে পারে নিউ জলপাইগুড়ি থেকে এবং অন্যটি হাওড়া থেকে। এই দুটি ট্রেনই যাতায়াত করতে পারে মুজফফরপুরের মধ্যে। এখন প্রশ্ন হল কেন এই দুটি বন্দে ভারত নিয়ে এমন জল্পনা তৈরি হয়েছে? জল্পনা তৈরীর পেছনে রয়েছে বড় দাবি।

Advertisements

আরও পড়ুন ? Highest earners trains: বন্দে ভারত ফেল! রেলকে বড়লোক করছে এই ৫ ট্রেন

এমন বড় দাবি তুলেছেন মুজফফরপুরের বিজেপি সাংসদ অজয় নিশাদ। আমরা বহু সময় দেখেছি বিজেপি নেতা-নেত্রীদের রেল পরিষেবার ক্ষেত্রে বিভিন্ন দাবি খুব তাড়াতাড়ি ফলপ্রসূ হতে। এক্ষেত্রে তিনি মুজফফরপুর থেকে মোট চারটি বন্দে ভারত এক্সপ্রেস চালানোর দাবি তুলেছেন। তিনি যে চারটি বন্দে ভারত চালানোর দাবি তুলেছেন সেগুলি হল মুজফফরপুর থেকে হাওড়া, মুজফফরপুর থেকে নিউ জলপাইগুড়ি, মুজফফরপুর থেকে রাঁচি এবং মুজাফফরপুর থেকে লখনউ।

ওই বিজেপি সাংসদের দাবি-দাওয়া অনুযায়ী যদি রেলের তরফ থেকে এইসব বন্দে ভারত চালানোর সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে বাংলার হাওড়া এবং নিউ জলপাইগুড়ি এই দুটি রেল স্টেশন থেকে নতুন করে দুটি বন্দে ভারত এক্সপ্রেস চালু হবে। তবে ওই সাংসদের দাবির বিষয়টি নিয়ে এখনো পর্যন্ত রেলের তরফ থেকে কিছু জানানো হয়নি।

Advertisements