নিজস্ব প্রতিবেদন : গত রবিবার থেকে শুরু হয়েছে ভারত আর মালদ্বীপের (India vs Maldives) মধ্যে গরম গরম পরিস্থিতি। মূলত প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির লাক্ষাদ্বীপ ভ্রমণ এবং সেই জায়গা দেশের মানুষকে একবার ঘুরে যাওয়ার আহ্বান জানানোর পর থেকেই এই পরিস্থিতি বড় আকার নেয়। এরপরই সোশ্যাল মিডিয়া জুড়ে শুরু হয় বয়কট মালদ্বীপ (Boycott Maldives)। দেশের সেলিব্রেটি থেকে শুরু করে বহু মানুষ লাক্ষাদ্বীপের ছবি শেয়ার করে দেশের পাশে থাকেন। তবে এসবের মধ্যেই এবার একটি সংস্থা পাল্টা দিতে মালদ্বীপ যাওয়ার সব টিকিট বাতিল করে দিল।
আপেক্ষিক দৃষ্টিতে আমরা ভারতের সঙ্গে মালদ্বীপের যে দ্বন্দ্ব দেখতে পাচ্ছি তা কিন্তু নয়। রাজনৈতিক মহলের অনেকেই মনে করছেন, ভারত মহাসাগরে নিজেদের আধিপত্য বৃদ্ধি করতে চীনের উস্কানিতেই অনেক কিছু ঘটছে মালদ্বীপে। বিশেষ করে চীনপন্থী মহম্মদ মুইজু প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর যেভাবে একের পর এক ভারত বিরোধী পদক্ষেপ নিতে শুরু করেন তা থেকেই তার প্রমাণ পাওয়া যায়।
মালদ্বীপের চীনপন্থী প্রেসিডেন্ট মুইজু ক্ষমতায় আসার পরই মূলত তাদের দেশ থেকে ভারতীয় সেনাকে সরিয়ে দেওয়ার দেন। এই নির্দেশ চীনকে ভারত মহাসাগরে প্রভাব বিস্তারে অনেক সাহায্য করবে বলেই মনে করছে রাজনৈতিক মহল। কেননা মালদ্বীপের ভৌগোলিক অবস্থান ভারত মহাসাগরে প্রভাব বিস্তার করার ক্ষেত্রে দেশ উল্লেখযোগ্য ভূমিকা পালন করে আসছে দীর্ঘদিন ধরে।
আরও পড়ুন ? Maldives vs India: আচমকা ভারত বিরোধী হয়নি মালদ্বীপ! পিছনে রয়েছে বড় উস্কানি
মালদ্বীপের এমন ভারত বিদ্বেষমূলক মন্তব্যের পর রবিবার আচমকা Ease My Trip নামের সংস্থাটি মালদ্বীপ যাওয়ার সমস্ত টিকিট বাতিল করে দেয়। তাদের এমন সিদ্ধান্তের কারণ হিসাবে যা জানানো হয়েছে তা হলো, দেশের প্রতি আনুগত্য এবং সহানুভূতি থেকেই তারা এমন সিদ্ধান্ত নিয়েছেন। এমন সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে সংস্থার প্রতিষ্ঠাতা নিশান্ত পিট্টি জানিয়েছেন, ‘আমরা দেশের পাশে দাঁড়িয়ে মালদ্বীপের সমস্ত বিমানের টিকিট বাতিল করে দিয়েছি।’
In solidarity with our nation, @EaseMyTrip has suspended all Maldives flight bookings ✈️ #TravelUpdate #SupportingNation #LakshadweepTourism #ExploreIndianlslands #Lakshadweep#ExploreIndianIslands @kishanreddybjp @JM_Scindia @PMOIndia @tourismgoi @narendramodi @incredibleindia https://t.co/wIyWGzyAZY
— Nishant Pitti (@nishantpitti) January 7, 2024
সংস্থার এমন সিদ্ধান্ত দেশের বহু পর্যটকদের মন কেড়েছে। দেশের বহু পর্যটক তাদের ঘুরতে যাওয়ার প্ল্যান, লাভ লোকসান ইত্যাদির প্রসঙ্গ ভুলে সংস্থার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। কেননা এই সিদ্ধান্তের ফলে হাতের বদলে ভাতে মরবে মালদ্বীপ। এর পাশাপাশি নিশান্ত পিট্টি দেশের মানুষকে মালদ্বীপের পরিবর্তে লাক্ষাদ্বীপ যাওয়ার জন্য আহবান জানিয়েছেন।