Monthly Pension Plan: মাসে মাসে ২০ হাজার টাকা পেনশন! সরকারি এই প্রকল্প আপনার ভবিষ্যৎ করবে সুরক্ষিত

Prosun Kanti Das

Published on:

Advertisements

Secure your future with the help of Monthly Pension Plan: জীবনের সবথেকে কঠিন সময় দীর্ঘ কর্মজীবন থেকে বিরতি। যাদের অবসর খুব কাছে এগিয়ে আসছে তাদের মাথায় ইতিমধ্যেই পড়ে গেছে চিন্তার ভাঁজ। অবসরযাপনের পর কিভাবে চালাবেন নিজেদের জীবন? এটাই বেশিরভাগ মানুষের সব থেকে চিন্তার বিষয় হয়ে দাঁড়ায়। তবে নতুন বছরে আর আপনাদের চিন্তা করতে হবে না, প্রতি মাসেই আপনারা পেয়ে যাবেন ২০ হাজার টাকা তাও আবার পেনশন (Monthly Pension Plan) হিসেবে। কিভাবে সম্ভব এটি জেনে নিন বিস্তারিত।

Advertisements

মাত্র হাজার টাকা বিনিয়োগ করে এত বড় লাভজনক সুযোগ কিভাবে পাবেন আপনি? এর জন্য বিনিয়োগ করতে হবে কোন স্কিমে জানেন কি সেটা? অবসরযাপন প্রত্যেকটি মানুষের জীবনে চিন্তার বিষয়। অবসরের পর যাতে আপনার কোনরকম সমস্যা না হয় তার জন্য নিয়ে আসা হয়েছে দুর্দান্ত চমক। কেন্দ্রীয় সরকার ২০০৪ সালে ন্যাশনাল পেনশন স্কিম বা NPS চালু করে (Monthly Pension Plan)। অবাক করা বিষয় হলো এই যোজনাতে শুধুমাত্র বিনিয়োগ করতে পারত সরকারি কর্মীরা। সরকার সেই নিয়মের পরিবর্তন আনে ২০০৯ সালে। তবে এই স্কিমে এখন টাকা রাখতে পারেন বেসরকারি কর্মরতরাও।

Advertisements

বিনিয়োগকারীরা NPS এ (Monthly Pension Plan) বিনিয়োগ করতে পারবে নিরাপদভাবেই এবং পাওয়া যাবে নিয়ন্ত্রিত বাজার ভিত্তিক রিটার্নের বিশাল সুবিধা। বিশেষজ্ঞরা অবশ্য বলেছেন যে, এই খাতে যদি দীর্ঘমেয়াদ এর জন্য বিনিয়োগ করলে আপনি নিঃসন্দেহে লাভের মুখ দেখবেন। যদি কোন বিনিয়োগকারী সম্প্রতি NPS-এ বিনিয়োগ করেন তাহলে ৯ থেকে ১২ শতাংশ পর্যন্ত সুদ পেতে পারেন গ্রাহক।

Advertisements

আরও পড়ুন ? Student Internship Scheme Details: লক্ষ্মীর ভাণ্ডার অতীত! এসে গেল নতুন প্রকল্প, মাসে মাসে মিলবে ১০ হাজার টাকা

নিজের ভবিষ্যতকে সুরক্ষিত রাখতে NPS খাতে (Monthly Pension Plan) বিনিয়োগ করুন একেবারে অল্প বয়স থেকে। অবসর জীবনে আপনি প্রতি মাসেই পেতে পারবেন কুড়ি হাজার টাকা পেনশন। ধরুন আপনি কুড়ি বছর বয়স থেকেই এই খাতে বিনিয়োগ করছেন তাহলে অবসরের সময় তাঁর লগ্নির পরিমাণ দাঁড়াবে ৫.৪ লাখ টাকা। বছরে হয়তো রিটার্ন পেতে পারেন ১২ শতাংশ। তাহলে আপনার বিনিয়োগের পরিমাণ ও বৃদ্ধি পাবে। কোনো বিনিয়োগকারী যদি NPS গ্রাহক হন, তাঁর লগ্নির ৪০ শতাংশ অ্যামিউনিটিতে বিনিয়োগ করলে টাকার এর মূল্য বেড়ে দাঁড়াবে ৭১.২৯ লাখ টাকা। যদি গ্রাহক অ্যামিউনিটি থেকে ৬ শতাংশ রিটার্ন পান তাহলে মাসে ২৩ হাজার ৭৬৪ টাকা পেনশন পাবেন।

এমন বহু বিনিয়োগকারী আছেন যারা এই খাতে হাজার টাকার বেশি সঞ্চয় করতে পারেন। মেয়াদ পূর্তিতে স্বাভাবিকভাবে তিনি বেশি রিটার্ন পাবেন। ধরুন আপনি যদি মাসে আপনি আড়াই হাজার টাকা করে দেন, তা হলে ৬৫ বছরের পর মাসে পেনশন পাবেন প্রায় ৬০ হাজার টাকা। আপনি কি জানতে চান এই স্কিম থেকে মাসে কত টাকা পেনশন পেতে পারেন? জানতে পারবেন NPS ক্যালকুলেটর থেকে। আপনি যদি অনলাইনে এই ক্যালকুলেটর ব্যবহার করতে চান প্রথমেই নিজের নাম ও বয়স উল্লেখ করতে হবে। তারপর লিখুন বিনিয়োগের পরিমাণ এবং জেনে নিন পেনশনের অংক।

Advertisements