নিজস্ব প্রতিবেদন : রাজ্যে যে সকল সরকারি প্রকল্প রয়েছে সেইসব সরকারি প্রকল্পের মধ্যে অন্যতম জনপ্রিয় প্রকল্প হিসেবে ধরা হয়ে থাকে লক্ষ্মীর ভান্ডারকে (Lakshmir Bhandar)। একইভাবে বার্ধক্য ভাতাকেও আরও একটি জনপ্রিয় প্রকল্প ধরা হয়। আবার প্রয়োজনের কথা মাথায় রাখলে লক্ষ্মীর ভান্ডারের থেকেও বার্ধক্য ভাতার প্রয়োজনীয়তা অনেক বেশি। এবার এই দুটি প্রকল্প নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)।
২৪ এর লোকসভা নির্বাচনে ফের একবার পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূলের তুরুপের তাস হতে চলেছেন সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধাভোগীরা, তা মোটামুটিভাবে স্পষ্ট। শুধু রাজনৈতিক মহলের বিশেষজ্ঞরা নন, বরং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অন্যান্য নেতা মন্ত্রীদের কথা থেকেও তা একপ্রকার স্পষ্ট। যে কারণে অধিকাংশ ক্ষেত্রেই ঘুরে ফিরে আসতে দেখা যাচ্ছে সরকারি সব প্রকল্পের কথা। মঙ্গলবার মুখ্যমন্ত্রীর জয়নগরের প্রশাসনিক সভাতেও ঘুরেফিরে সরকারি প্রকল্পের প্রসঙ্গই উঠে আসে।
এদিন মূলত বিভিন্ন সরকারি প্রকল্পের টাকা কেন পেতে দেরি হচ্ছে এবং সেই টাকা কবে পাওয়া যাবে সেই সব বিষয়েই বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। না পাওয়া বিভিন্ন প্রকল্পের মধ্যে উঠে আসে বার্ধক্য ভাতা ও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকার প্রসঙ্গও। মুখ্যমন্ত্রীর কথায়, এইসব সরকারি প্রকল্পের টাকা আটকে রয়েছে মূলত কেন্দ্র সরকারের তরফ থেকে পাওনা টাকা আটকে দেওয়ার কারণেই।
আরও পড়ুন ? লক্ষ্মীর ভাণ্ডারের নিয়মে বদল! আর এইসব মহিলারা পাবেন না প্রকল্পের টাকা
এই প্রসঙ্গে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, “যাদের নাম এখনো পর্যন্ত বার্ধক্য ভাতা এবং লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ওঠেনি তাদের আমরা খুব তাড়াতাড়ি সুখবর দিতে চলেছি। অনেকেই এইসব প্রকল্পের জন্য আবেদন করেছেন। আমাদের আর কয়েকটা দিন সময় দিন। কেন্দ্র সরকার টাকা আটকে দিয়েছে। তারপরেও যারা মুখ্যমন্ত্রী এবং দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছেন তাদের টাকা আমরা দিয়ে দিতে পারব।”
গত রবিবার অভিষেক ব্যানার্জি নিজের লোকসভা কেন্দ্র ও অর্থাৎ ডায়মন্ড হারবারে ৭৬ হাজার উপভোক্তাকে বার্ধক্য ভাতা দেন। তাদের আজীবন বার্ধক্য ভাতা দেওয়ার প্রতিশ্রুতিও দেন। এরই মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন করে লক্ষ্মীর ভান্ডার এবং বার্ধক্য ভাতা নিয়ে ঘোষণা রীতিমতো স্বস্তি দিয়েছে সেই সব উপভোক্তাদের যারা আবেদন করেও টাকা পাচ্ছেন না অথবা আবেদন করবেন কিনা তা ভাবছেন।