লক্ষ্মীর ভাণ্ডারের নিয়মে বদল! আর এইসব মহিলারা পাবেন না প্রকল্পের টাকা

নিজস্ব প্রতিবেদন : পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সুপার ডুপার হিট যদি কোন প্রকল্প থেকে থাকে তাহলে সেটি হল লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmir Bhandar)। এই প্রকল্পটি ইদানিংকালে রাজ্য ছাড়িয়ে রাজ্যের বাইরেও ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। যে কারণে তৃণমূলের তরফ থেকে বারবার দাবি করা হচ্ছে, বিজেপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলি তাদের এই প্রকল্পকে কপি করে অন্যান্য রাজ্যে ভোট আদায় করছে।

সত্যি বলতে, জনপ্রিয়তার নিরিখে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় (Mamata Bandopadhyay) মস্তিষ্ক প্রসূত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বিকল্প অন্য কোন প্রকল্প এই মুহূর্তে নেই। এই প্রকল্প এত জনপ্রিয় হয়ে ওঠার পিছনে রয়েছে একটি কারণ আর সেটি হল মহিলাদের হাতে নগদ টাকা দেওয়া। যে মহিলারা অর্থ উপার্জনের দিক দিয়ে সব সময় সমাজে পিছিয়ে থাকেন তাদের হাতে টাকা তুলে দেওয়া মানেই গুরুত্ব অনেক বেড়ে যায়। অনেকেই মনে করেন ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলের তৃতীয়বারের জন্য সরকারি ফেরার পিছনে এই প্রকল্প বড় ভূমিকা পালন করেছে।

লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সম্পর্কে আমরা মোটামুটি সব নিয়ম কানুন জানি। সাধারণ শ্রেণীর মহিলারা ৫০০ টাকা এবং তপশিলি জাতি ও উপজাতির মহিলারা ১০০০ টাকা করে পান প্রতি মাসে। এই প্রকল্পের টাকা পেতে হলে আবেদনকারীর বয়স হতে হবে ন্যূনতম ২৫ থেকে সর্বোচ্চ ৬০ বছর। তবে অধিকাংশ মহিলারা এই প্রকল্পের টাকা পেলেও কয়েকজন মহিলা কোনভাবেই এই প্রকল্পের টাকা পেতে পারেন না। সরকারি নির্দেশিকায় এমনটাই জানানো হয়েছে।

আরও পড়ুন 👉 লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে নয়া ঘোষণা মুখ্যমন্ত্রীর! জানিয়ে দিলেন একই পরিবারের কতজন পাবেন সুবিধা

এই প্রকল্পের টাকা পাওয়ার জন্য ইচ্ছুক মহিলাকে আবেদন করতে হবে এবং আবেদন পত্রের সঙ্গে আধার কার্ডের প্ৰতিলিপি, স্বাস্থ্য সাথী কার্ডের প্রতিলিপি, জাতিগত শংসাপত্রের প্রতিলিপি, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস জমা দিতে হবে। রাজ্য সরকারের তরফ থেকে যে সকল দুয়ারে সরকার ক্যাম্প করা হয় সেই ক্যাম্পে গিয়ে আবেদন করা যেতে পারে অথবা এখন গ্রামাঞ্চলের মহিলারা বিডিও অফিস, শহরাঞ্চলের মহিলারা এসডিও অফিস এবং কলকাতার বাসিন্দারা পৌরসভায় আবেদন করতে পারবেন।

কারা কারা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের এই প্রকল্পের টাকা পাবেন না? এই প্রকল্পের টাকা সেই সকল মহিলারা পাবেন না যারা কোন সরকারি অথবা সরকারি নিয়ন্ত্রণাধীন সংস্থায় চাকরি করেন, এছাড়াও পঞ্চায়েত বা বিধিবদ্ধ কোন সংস্থা, পৌরসভা অথবা পৌরনিগম, স্থানীয় স্বশাসিত সংস্থা অথবা সরকার পোষিত শিক্ষা প্রতিষ্ঠান ইত্যাদিতে চাকরি করে মাইনে পেয়ে থাকেন। এর পাশাপাশি যে সকল মহিলারা ইনকাম ট্যাক্স রিটার্ন করে থাকেন তারাও এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন না।