Bloatware Remove System: ফোনের অকেজো সব অ্যাপ সরাবেন কিভাবে? দেখে নিন সহজ পদ্ধতি

Prosun Kanti Das

Published on:

Advertisements

Know the phone’s bloatware removal system: বর্তমানের আধুনিক সমাজে দৈনন্দিন জীবনে এক অন্যতম বহুল ব্যবহৃত জিনিস হল ফোন। তবে যা তা ফোন নয়, অ্যান্ড্রয়েড সেট। পূর্বে কিপ্যাডওয়ালা ফোন ব্যবহার করা হলেও প্রযুক্তির উন্নতির ফলে বর্তমানে প্রাই বেশিরভাগই অ্যান্ড্রয়েড চালাতে সক্ষম। কিন্তু সমস্যা হল অ্যান্ড্রয়েডের বেশ কিছু অ্যাপ। লক্ষ্য করবেন অ্যান্ড্রয়েডের কম-বেশি সব ফোনে কোম্পানি তরফে আগে থেকে বহু অ্যাপ ইন্সটল করে রাখে। যা ক্রেতামহলে খুব একটা কাজে লাগে না। শুধুই ফোনের জায়গা নিয়ে বসে থাকে এই ব্লটওয়্যার সিস্টেম (Bloatware Remove system)। অনেকেই এই অ্যাপগুলিকে ব্যাকগ্রাউন্ড থেকে সরাতে চায় কিন্তু পারে না। তাই তাদের জন্যই আজকের এই প্রবন্ধে অকেজো অ্যাপ নিষ্ক্রিয় করার পদ্ধতি জানানো হয়েছে। তাই আর দেরি কেন দেখে নিন সেই সহজ পদ্ধতি।

Advertisements

অ্যান্ড্রয়েড কোম্পানি তরফে ফোনে আগে থেকে বহু অ্যাপ প্রি-ইন্সটল করে রাখে। যার মধ্যে বেশ কিছু অ্যাপ যা ক্রেতাদের কাজে লাগে না আবার কিছু অ্যাপ রয়েছে যেগুলি অনেকের কাছে কার্যকরী। এই প্রি- ইনস্টল অ্যাপগুলোকে ব্লটওয়্যার সিস্টেম (Bloatware Remove system) বলা হয়। বিভিন্ন গেম হতে পারে বা অন্যান্য। আর এই অ্যাপগুলির কারণে ফোনের অর্ধেক স্টোরেজ স্পেশ চলে যায়। আর সেই ঝুঁকি পোহাতে হয় ক্রেতাদের। তারা চাইলেও সেইগুলিকে আন-ইন্সটল করতে পারে না। কিন্তু চিন্তা নেই খুব সহজেই সরানো যায় এই ব্লটওয়্যার অ্যাপগুলিকে।

Advertisements

ব্লটওয়্যকর অ্যাপগুলি আন-ইন্সটল করতে না পারলেও এগুলিকে নিষ্ক্রিয় করে রাখা যায়। যার ফলে সেই অব্যব্যবহারযোগ্য অ্যাপগুলি ফোনের ব্যাকগ্রাউন্ডে কার্যকরী হয় না। কিন্তু কিভাবে নিষ্ক্রিয় করতে হবে? দেখে নিন পরপর পদ্ধতিগুলি।

Advertisements

আরও পড়ুন ? Digilocker: চালান, ট্রাফিক ফাইন নিয়ে চিন্তা নেই! ফ্রি এসব অ্যাপ ফোনে রাখলেই করবে কামাল

অকেজো অ্যাপ নিষ্ক্রিয় করার পদ্ধতি
  • প্রথম ধাপ, ডিভাইসের ‘settings’ অপশন ওপেন করুন।
  • দ্বিতীয় ধাপ, সেটিংস-এর ‘Apps’ বা ‘See all Apps’ অপশনে ট্যাপ করুন।
  • তৃতীয় ধাপ, সিস্টেম অ্যাপ সহ ফোনে ইন্সটল করা সমস্ত অ্যাপের তালিকা থেকে নিষ্ক্রিয় করার অ্যাপটি বেছে নিন। অথবা উপরের সার্চ বাটনে সেই অ্যাপের নামটি লিখে ট্যাপ করুন।
  • চতুর্থ ধাপ, নিষ্ক্রিয় করার অ্যাপ যদি খুঁজে না পান ওই স্ক্রিনের উপরের ডান দিকে থ্রি ডট মেনুতে ট্যাপ করে ‘Show System Apps’ অ্যাপটি ক্লিক করুন।
  • পঞ্চম ধাপ, সিস্টেম অ্যাপের তালিকা থেকে অকেজো বা অব্যবহারযোগ্য অ্যাপ বেছে নিয়ে ‘আন-ইন্সটল’ করুন।
  • ষষ্ঠ ধাপ, যদি আন-ইন্সটলে ব্যর্থ হয় তাহলে ‘Remove’ অপশনে ক্লিক করে ব্লটওয়্যার সিস্টেমের (Bloatware Remove system) সেই অ্যাপ নিষ্ক্রিয় করে দিন। যার ফলে সেই অ্যাপ ফোনের ব্যাকগ্রাউন্ডে কার্যকরী হবে না। পাশাপাশি স্টোরেজ স্পেশও খালি হবে।
Advertisements