Digilocker: চালান, ট্রাফিক ফাইন নিয়ে চিন্তা নেই! ফ্রি এসব অ্যাপ ফোনে রাখলেই করবে কামাল

Keep documents in Digilocker app on phone: গাড়ি নিয়ে বেরোতে কার না ভালো লাগে কিন্তু এই বেরোনো অনেক সময় আমাদের জীবনে বিপদ ডেকে আনে। ভাবছেন কেমন করে? তাড়াহুড়োর মাথায় যদি গাড়ি নিয়ে বেরোনোর সময় ভুলে যান ড্রাইভিং লাইসেন্স কিংবা PUC সার্টিফিকেট তাহলে আপনার শাস্তি কতটা জোরালো হতে পারে জানেন কি? জরিমানা কত দিতে হতে পারে কোনো ধারণা আছে আপনার? কাজের সময় কখনোই ভোলা যাবেনা এই দরকারি নথিপত্র। কিন্তু ফোনে এমন কিছু অ্যাপ (Digilocker)থাকলে আর আপনাকে বিপদে পড়তে হবে না।

কোনও কারণে যদি আপনার দরকারি ডকুমেন্ট ট্রাফিক পুলিশকে না দেখাতে পারেন গুনতে হবে মোটা টাকার মাশুল। কোথায় কত দিতে হতে পারে এক নজরে দেখে নিন। যদি ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালান আপনাকে ৫০০০ টাকা জরিমানা দিতে হবে। রেজিস্ট্রেশন ছাড়া গাড়ি চালালে ৫০০০ টাকা জরিমানা লাগবে। আবার বৈধ পারমিট ছাড়া গাড়ি চালালে ১০০০০ টাকা জরিমানা দিতে হবে। ফিটনেস সার্টিফিকেট ছাড়া গাড়ি চালালে দিতে হবে ১০০০০ টাকা জরিমানা এবং PUC সার্টিফিকেট না দেখাতে পারলে ২০০০ টাকা জরিমানা লাগবে।

বর্তমানে স্মার্টফোন ছাড়া এক পাও চলা যাবেনা। শুধু বিনোদনের জন্য নয় বিভিন্ন দরকারি কাজের জন্যও কিন্তু স্মার্টফোনের গুরুত্ব আছে। ভারত সরকার দ্বারা সার্টিফায়েড একটি অ্যাপের মাধ্যমে আপনার মুশকিল আসান হবে সহজেই। নিজের স্মার্টফোনে আজই ইনস্টল করুন এই অ্যাপ(Digilocker)। ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন, PUC সার্টিফিকেট ইত্যাদি দরকারি নথিপত্র রেখে দিতে পারবেন আপনার এই অ্যাপের মধ্যে।

আরও পড়ুন 👉 Traffic Fine: ট্র্যাফিক ফাইন আদায়ে নয়া ব্যবস্থা, থাকবে না টাকা মারার গল্প, বাড়বে সুবিধা

যদি কখনো বাড়ি থেকে বেরোনোর সময় এই ধরনের যাবতীয় নথিপত্র নিতে ভুলে যান কোন সমস্যা নেই আপনার অ্যাপেই থাকবে সমস্ত কিছু এবং সেখান থেকেই ট্রাফিক পুলিশকে আপনি দেখাতে পারবেন। তাহলে আর সাথে নিয়ে ঘুরে বেড়াতে হবে না হার্ডকপি। গুরুত্বপূর্ণ এই অ্যাপটির নাম হল ডিজিলকার (Digilocker)। ড্রাইভিং লাইসেন্স বা রেজিস্ট্রেশন শুধু নয় এমনকি আধার কার্ড, প্যান কার্ড এবং পরীক্ষার মার্ক শিটও আপনি সেভ রাখতে পারেন এখানে। এটি একটি বৈধ সরকারি অ্যাপ যেখানে সুরক্ষিত এবং নিরাপদ থাকবে আপনার সমস্ত নথি।

অনন্য এক ব্যক্তির কাহিনী 👉

ডিজিলকারের (Digilocker)দ্বারা আপনি রাস্তায় বেরিয়ে ট্রাফিক পুলিশকে সহজে দেখাতে পারবেন আপনার গুরুত্বপূর্ণ ডকুমেন্টস। তবে এই অ্যাপের সঙ্গে লিঙ্ক থাকতে হবে আপনার আধার নাম্বার। আপনি এখানে 1GB পর্যন্ত বিনামূল্যে ক্লাউড স্টোরেজ পাবেন অর্থাৎ 1GB পর্যন্ত ডকুমেন্ট সেভ করা যাবে। যদি আপনি ডিজিলকার ব্যবহার করেন তাহলে ইউজার নেম এবং পাসওয়ার্ডের দরকার পড়বে। অ্যাপটি ইনস্টল করুন গুগল প্লে-স্টোর থেকে। ‘DigiLocker’ ইনস্টল করে মোবাইল নম্বর এবং আধার নম্বর দিয়ে সাইন-ইন করতে হবে। তারপর এই অ্যাপে পরিবহণ মন্ত্রকের লিঙ্কে গিয়ে ই-ফরম্যাটে ডাউনলোড করুন আপনার যাবতীয় ডকুমেন্ট। এর জন্য সেখানে গাড়ির রেজিস্ট্রেশন নম্বর এবং ড্রাইভিং লাইসেন্স নম্বর দিতে হবে।