Learn what the sound of the horn used on the train is what it means: ভারতের গণপরিবহনগুলোর মধ্যে ভারতীয় রেল সবথেকে বেশি জনপ্রিয়তা অর্জন করেছে। কারণ স্বল্প খরচে অল্প সময়ে আপনি যেকোনো জায়গায় পৌঁছে যেতে পারবেন ট্রেনে করে। মজাদার বিষয় হলো দূর হোক কিংবা কাছে আপনি ট্রেনে করেই চলে যেতে পারবেন যেকোনো জায়গায়। এই দেশের ধনী কিংবা বড়লোক সবাই কিন্তু ট্রেনে যাত্রা করতে বেশি পছন্দ করে। নববর্ষ উদযাপন করতে অনেকেই কিন্তু ট্রেনে করে ভ্রমণ করে দেশের বিভিন্ন প্রান্তে গেছে। কিন্তু ট্রেনে চড়লে তার হর্ন (Train Horn) সম্পর্কে নিশ্চয়ই জানেন?
ট্রেনের হর্ন নিশ্চয়ই সবাই শুনেছেন কিন্তু তার যে বিভিন্নতা হয় সেটা কি জানেন? ট্রেনে উঠলেই খেয়াল করবেন যে একেক সময় একেকটি হর্ন (Train Horn)বাজছে। ট্রেনের হর্ন বদলাতে শুরু করে অনবরত। বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন ধরনের হর্ন ব্যবহার করা হয়। জানলে অবাক হবেন মোট ১১ ধরনের হর্ন ব্যবহার করা হয় ট্রেনে। কখনো ট্রেনে উঠল অবশ্যই খেয়াল করে দেখবেন হর্নের বিভিন্নতা।
ট্রেনের নানা হর্নের মধ্যে একটি হলো শর্ট হর্ন (Train Horn)। এই শর্ট হর্নের অর্থ হল ট্রেনটি ইয়ার্ডে এসেছে, সুতরাং এখন ট্রেনটিকে পরিষ্কার করার সময়। এরপর দু’টি শর্ট হর্ন দেওয়া হলে তার মানে নিশ্চয়ই ট্রেনটি এখন সরে যাওয়ার জন্য প্রস্তুত। এইসব তথ্য অনেকেরই অজানা, তাই আজকের প্রতিবেদনটি মন দিয়ে পড়ে তথ্য অর্জন করুন।
আরও পড়ুন ? Railway Video: একটি রিল ভিডিও জন্য পাবেন ২৫ হাজার টাকা! বড় ঘোষণা রেলের
এরপর তিনটি শর্ট হর্ন (Train Horn) এরও আলাদা মানে আছে, এর আসল মানে হল ট্রেনের লোকোপাইলট তাঁর ইঞ্জিন নিয়ন্ত্রণ করতে পারছেন না এবং গার্ডকে ভ্যাকুয়াম ব্রেক দিয়ে ট্রেন থামাতে হবে। তারপর জেনে নিন চারটি শর্ট হর্নের মানে কি? এর আসল মানে হলো ট্রেনে কারিগরি ত্রুটি দেখা দিয়েছে, ফলে ট্রেনটি এখন আর সামনে এগোবে না।
ছ’টি শর্ট হর্নের অর্থ আদৌ কি আপনার জানা আছে? লোকো পাইলট যখনই বিপদ পড়েন তখনই তিনি এই ধরনের হর্ন বাজান। দু’টি ছোট একটি বড় হর্ন দু’টি কারণে বাজানো হয়। যদি কেউ ট্রেনের চেন টানে কিংবা গার্ড ভ্যাকুয়াম প্রেসার ব্রেক প্রয়োগ করেন তখনই হর্ন ব্যবহার করা হয়। অনেকক্ষণ ধরে টানা হর্ন বাজানো হলে এটি সামনের প্ল্যাটফর্মে থামবে না। যদি ট্রেন থেমে থেমে দু’বার হর্ন বাজানো হয় তাহলে ট্রেনটি একটি রেল ক্রসিংয়ের কাছে আসছে। তখন রেললাইনের ধারে কাছে কোনো মানুষ আসতে পারবে না। দু’টি লম্বা এবং একটি অপেক্ষকৃত কম সময়ের হর্নের অর্থ হল তার ট্র্যাক পরিবর্তন করছে।