Railway Video: একটি রিল ভিডিও জন্য পাবেন ২৫ হাজার টাকা! বড় ঘোষণা রেলের

নিজস্ব প্রতিবেদন : এতদিন রেল স্টেশন, ট্রেন সহ রেলের জনবহুল জায়গায় রিল ভিডিও বানালে ধরপাকড় করা হচ্ছিল রেলের তরফ থেকে। তবে এবার এই রেলের (Indian Railways) তরফ থেকেই রিল ভিডিও বানানোর জন্য ২৫ হাজার টাকা দেওয়ার ঘোষণা করলো। বিষয়টি অবাক লাগলেও এমনই বড় ঘোষণা করা হয়েছে, আর সেই ঘোষণা অনুযায়ী আপনার কাছেও সুযোগ রয়েছে ২৫ হাজার টাকা জেতার।

আসলে রেলের তরফ থেকে এমন পুরস্কার তুলে দেওয়া হবে মূলত একটি প্রতিযোগিতার পরিপ্রেক্ষিতে। সেই প্রতিযোগিতা অবশ্য কঠিন কিছু নয়, এই প্রতিযোগিতা হলো রেল পরিষেবা সংক্রান্ত সুযোগ-সুবিধার বিষয়ে ক্যাম্পেইন অর্থাৎ প্রচারমূলক। রেলের এই অভিযানের নাম দেওয়া হয়েছে ‘মেরা টিকিট মেরা ইমান’ (Mera ticket mera iman)। রেলের তরফ থেকে এই অভিযান শুরু করা হয়েছে গত বছর ২৫ ডিসেম্বর থেকে এবং বিজয়ীদের নাম ঘোষণা করা হবে আগামী ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিন।

ডিআরএম মুম্বাই সেন্ট্রালের তরফ থেকে এই প্রতিযোগিতার বিষয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে এবং সেখানে লেখা হয়েছে, “একটি ভিডিও তৈরী করুন শেয়ার করুন এবং সেই ভিডিও থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত জিতে নিন।” রেলের তরফ থেকে এই অভিযানের অংশ হিসাবে মোট ২৫ হাজার টাকা পুরস্কার তুলে দেওয়া হবে যারা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করবেন। যিনি প্রথম স্থান অধিকার করবেন তিনি পাবেন ১২৫০০ টাকা, দ্বিতীয় স্থান অধিকারী ব্যক্তি পাবেন ৭৫০০ টাকা এবং তৃতীয় স্থান অধিকারী ব্যক্তি পাবেন ৫০০০ টাকা।

আরও পড়ুন 👉 Waiting list reforming: আর থাকবে ট্রেনের টিকিটে ওয়েটিং লিস্ট! বড় পদক্ষেপ নিচ্ছে ভারতীয় রেল

এই প্রতিযোগিতার অংশ হিসেবে এমন একটি ভিডিও তৈরি করতে হবে যাতে সঠিকভাবে বোঝানো যায়, ট্রেনে ভ্রমণ করার আগে কেন টিকিট ক্রয় করা দরকার। এই বিষয়ে ৬০ সেকেন্ড থেকে ১২০ সেকেন্ডের মধ্যে ভিডিওটি তৈরি করতে হবে। সেই ভিডিওটি পাঠিয়ে দিতে হবে পোষ্টের মধ্যে থাকা কিউআর কোড স্ক্যান করে নির্দিষ্ট জায়গায়। ভিডিও আপলোড করার জন্য শেষ সময়সীমা দেওয়া হয়েছে ২৫ জানুয়ারি ২০২৪।

প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারীকে বেছে নেওয়া হবে মূলত প্রতিযোগিতায় তরফ থেকে আপলোড করা ভিডিওর লাইক, শেয়ার এবং কমেন্টের ভিত্তিতে। অর্থাৎ যার ভিডিও যত বেশি মানুষের পছন্দে আসবে তিনি এই প্রতিযোগিতায় পুরস্কার জেতার দিকে এগিয়ে যাবেন। রেলের তরফ থেকে এই অভিযান চালানো হচ্ছে মূলত বিনা টিকিটে যাত্রীদের সতর্ক করার জন্য।