From now WhatsApp Call Recording can be done: বর্তমানে স্মার্টফোনের বিভিন্ন অ্যাপগুলোর মধ্যে অন্যতম হলো হোয়াটসঅ্যাপ। যারা স্মার্টফোন ব্যবহার করেন তারা বোঝেন হোয়াটসঅ্যাপের গুরুত্ব, কারণ হোয়াটসঅ্যাপ ছাড়া আজকাল প্রায় সবকিছুই অচল। এটি বহু মানুষের মধ্যে দূরত্বকে কমিয়ে এনেছে। এক দেশ থেকে অন্য দেশের মানুষের সঙ্গে আপনি খুব সহজেই চ্যাটের মাধ্যমে কথা বলতে পারবেন। প্রথমে ছিল এটি শুধুমাত্র একটি মেসেজিং অ্যাপ তবে বর্তমানে এতে আনা হয়েছে বহু অত্যাধুনিক ফিচারস। এখন এটি একটি সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম বললে ভুল বলা হবে না। কিন্তু আপনি চাইলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কল রেকর্ড করতে পারবেন (WhatsApp Call Recording) যা অনেকের কাছেই হয়তো অজানা।
কিভাবে করবেন এই কাজটি? আসুন আজকের প্রতিবেদনে জেনে নিই তা বিস্তারিতভাবে। আপনি হয়তো ভাবতে পারেন হোয়াটসঅ্যাপের মধ্যেই সেই ফিচারস রয়েছে যার দ্বারা আপনি কল রেকর্ড করতে পারবেন, কিন্তু আদৌ কিন্তু সেটা হবে না। আপনাকে জেনে নিতে হবে এমন একটি উপায় যার মাধ্যমে আপনি খুব সহজেই ভয়েস কল রেকর্ড করতে পারবেন। তাহলে এবার জানতে হবে কিভাবে সম্ভব এই কাজটি (WhatsApp Call Recording)।
এই কাজটি করার জন্য আপনাকে প্রথমেই ফোনের গুগল প্লে স্টোর থেকে একটি কল রেকর্ডিং অ্যাপ ডাউনলোড করতে হবে। ধরুন আপনাকে কিউব এসিআর (Cube ACR) সম্পর্কে আপনাকে জানানো হচ্ছে। এই অ্যাপটি হলো একটি কল রেকর্ডার অ্যাপ। যার মাধ্যমে আপনি সহজেই হোয়াটসঅ্যাপের ভয়েস কল রেকর্ড করতে পারবেন (WhatsApp Call Recording)।
আরও পড়ুন ? শোনার পরেই গায়েব হয়ে যাবে ভয়েস নোট! নতুন ফিচার নিয়ে হাজির WhatsApp
একবার যদি এই অ্যাপটি আপনি ইনস্টল করে ফেলেন তারপর আপনাকে যেতে হবে হোয়াটসঅ্যাপে এবং এই অ্যাপের মাধ্যমে আপনি যে কাউকে ভয়েস কল করতে পারবেন (WhatsApp Call Recording)। যখন আপনি হোয়াটসঅ্যাপ কল শুরু করবেন সাথে সাথে কিউব এসিআর তার যাবতীয় কাজ শুরু করে দেবে। সবথেকে মজার বিষয় হল আপনার কলের রেকর্ডিং ফোনের ইন্টারনাল স্টোরেজে সেভ হবে।
এছাড়াও যদি দেখতে চান আপনার রেকর্ড করা কলগুলি কোথায় আছে এবং যদি সেগুলোকে আবার আপনার শুনতে ইচ্ছা করে তাহলেও আপনি ফাইল ম্যানেজারে যেতে পারেন। আপনি কিন্তু এখানে কোনো রেকর্ডিং খুঁজে পাবেন না। তারপর আপনি কিউব এসিআর অ্যাপে গিয়ে রেকর্ডিং দেখতে পারেন। এই সুবিধা শুধুমাত্র অ্যান্ড্রয়েড ফোনগুলোতেই পাওয়া যাবে এমন নয় আপনার যদি আইফোন থাকে তাহলে এই সুবিধা আপনি পাবেন। কিন্তু আপনার জেনে রাখা দরকার কাজটি কিন্তু বেআইনি। কারোর পরামর্শ ছাড়া কখনোই কারো কল রেকর্ড করা যায় না।