শোনার পরেই গায়েব হয়ে যাবে ভয়েস নোট! নতুন ফিচার নিয়ে হাজির WhatsApp

নিজস্ব প্রতিবেদন : বিশ্বে যে সকল ম্যাসেজিং অ্যাপ রয়েছে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় হলো WhatsApp। এই মেসেজিং অ্যাপ এতটাই জনপ্রিয় যে দিন দিন দিচ্ছে বেড়ে চলেছে এর ব্যবহারকারীর সংখ্যা। বিশ্ব থেকে যদি নজর সরিয়ে কেবলমাত্র ভারতের দিকেই নজর রাখা যায় তাহলেই মিলবে কোটি কোটি ব্যবহারকারী। মূলত নতুন নতুন ফিচার এবং ব্যবহারকারীদের কাছে অনেক সহজ সরল হওয়ার কারণেই হোয়াটসঅ্যাপের এমন জনপ্রিয়তা বেড়ে চলেছে।

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই ম্যাসেজিং অ্যাপ এবার এমন একটি ফিচার নিয়ে এলো যাতে করে ব্যবহারকারীদের পাঠানো ভয়েস মেসেজ মুহূর্তের মধ্যে শোনার পর গায়েব হয়ে যাবে। ঠিক যেমন ফিচার ব্যবহার করা যায় ছবি অথবা ভিডিও পাঠানোর ক্ষেত্রে। হ্যাঁ ঠিকই ধরেছেন, এবার হোয়াটসঅ্যাপে এসে গেল ভয়েস মেসেজের ভিউ ওয়ান্স (View Once) অপশন বা ফিচার।

বিভিন্ন সময় ব্যবহারকারীরা নিজেদের গোপনীয়তা বজায় রাখার জন্য এই ভিউ ওয়ান্স ফিচার ব্যবহার করে থাকেন। ফিচারটি কিভাবে কাজ করে তা অধিকাংশ ব্যবহারকারই জানেন। তবে যারা জানেন না তাদের জন্য বলে রাখি, ভিউ ওয়ান ফিচার ব্যবহার করে যদি কোন ছবি, ভিডিও অথবা ভয়েস মেসেজ পাঠানো হয় তাহলে সেই ছবি ভিডিও অথবা ভয়েস মেসেজ যাকে পাঠানো হচ্ছে তিনি একবার দেখে নিলেই তা উধাও হয়ে যায়।

আরও পড়ুন 👉 সিমকার্ড ব্যবহার নিয়ে নতুন ঘোষণা! না মানলে বন্ধ হবে পরিষেবা, বন্ধ হবে WhatsApp

ছবি অথবা ভিডিও পাঠানোর ক্ষেত্রে কিভাবে ভিউ ওয়ান্স ফিচার ব্যবহার করা হয় তা মোটামুটি প্রত্যেকেই জানেন। তবে ভয়েস মেসেজের ক্ষেত্রে যেহেতু এই ফিচার নতুন তাই বিষয়টি অনেকের কাছেই বোধগম্য নয়। ইতিমধ্যেই এই ফিচার অধিকাংশ ব্যবহারকারীর অ্যাপেই রোলা আউট করে দেওয়া হয়েছে। তবে এর ব্যবহার জানা না থাকার কারণে অনেকেই তা ব্যবহার করতে পারছেন না।

ভিউ ওয়ান্স ফিচার ব্যবহার করে ভয়েস মেসেজ পাঠানোর জন্য চ্যাট বক্স অর্থাৎ যাকে আপনি পাঠাতে চাইছেন তার চ্যাট বক্সে যেতে হবে অথবা গ্রুপে যেতে হবে। সেখানে ভয়েস মেসেজ রেকর্ডিং করার জন্য মাইক চিহ্ন প্রেস করতে হবে এবং সেই চিহ্ন হোল্ড করে আপনার ভয়েস মেসেজ রেকর্ডিং করতে হবে। এখন ভিউ ওয়ান্স ফিচার ব্যবহার করার জন্য অ্যাপের মধ্যে থাকা মাইক চিহ্নকে উপরের দিকে শোয়াইপ করে লক করে নিন। এরপর আপনি আপনার ভয়েস মেসেজ রেকর্ডিং করে সেন্ড বটনের ঠিক উপরে দেখতে পাবেন ভিউ ওয়ান্স অপশন রয়েছে এবং সেটিকে ট্যাপ করুন। তারপর পাঠিয়ে দিন আপনার ভিউ ওয়ান্স ভয়েস মেসেজ।