Storm Alert in South Bengal: টানা তাপপ্রবাহের মধ্যেই এবার ঝড় বৃষ্টির পূর্বাভাস! দক্ষিণবঙ্গের জন্য সুখবর দিল হাওয়া অফিস

নিজস্ব প্রতিবেদন : ১৯৯৮ সালের পর থেকে এইভাবে টানা তাপপ্রবাহ খুব কম সময় দেখা গিয়েছে তাও আবার এপ্রিল মাসে। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে ইতিমধ্যেই হাওয়া অফিসের তরফ থেকে দক্ষিণবঙ্গের (South Bengal) পাঁশকুড়ার সর্বোচ্চ তাপমাত্রা ৪৮.২ ডিগ্রিতে পৌঁছে যেতে পারে বলে জানানো হয়েছে। টানা কয়েকদিনের এই পরিস্থিতিতে যখন দক্ষিণবঙ্গের বাসিন্দাদের নাজেহাল অবস্থা তখন হাওয়া অফিসের তরফ থেকে শেষমেষ ঝড় বৃষ্টির পূর্বাভাস (Storm Alert in South Bengal) দেওয়া হল।

রবিবার হাওয়া অফিসের তরফ থেকে যে পূর্বাভাস দেওয়া হয়েছে সেই পূর্বাভাস অনুযায়ী, যেভাবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় তাপমাত্রার পারদ বেড়েছে তাতে অবশ্য এখনই তাপমাত্রার পারদ কমার সম্ভাবনা নেই। এমনকি আগামী কয়েক দিন সর্বোচ্চ তাপমাত্রার পারদ অধিকাংশ জেলাতেই ঊর্ধ্বমুখী থাকবে বলেও জানানো হয়েছে। যে কারণে দক্ষিণবঙ্গের বাসিন্দাদের খুব সতর্ক হবে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

এইসবের মধ্যে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হলেও সেই ঝড় বৃষ্টির জন্য বাসিন্দাদের আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে বলেই জানিয়েছে হাওয়া অফিস। কেননা ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামী রবিবার। স্বাভাবিকভাবেই দক্ষিণবঙ্গের বাসিন্দাদের ঝড়-বৃষ্টির জন্য আরও একটি সপ্তাহ অপেক্ষা করতে হবে। আর এই একটি সপ্তাহেই সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছাপিয়ে যেতে পারে সমস্ত রেকর্ডকে।

আরও পড়ুন 👉 Latest Air Cooler: এসির দামের তিন ভাগের এক ভাগ! দেওয়ালে এসির মতোই লাগানো যায় এই কুলার

হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, উত্তর গোলার্ধে তৈরি হওয়া অক্ষরেখা আগামী সপ্তাহে দক্ষিণ দিকে সরে আসবে। সাগর থেকে বিপুল পরিমাণে জলীয়বাষ্প ঢুকবে দক্ষিণবঙ্গের পরিমণ্ডলে। আর এর প্রভাবেই দক্ষিণবঙ্গে টানা তিন দিন ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। তবে ঝড় বৃষ্টির পূর্বাভাস থাকলেও কালবৈশাখীর দেখা মিলবে কিনা তা নিয়ে এখনো পর্যন্ত নিশ্চিত ভাবে কিছু জানানো হয়নি। মনে করা হচ্ছে ওই তিন দিন দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় কালবৈশাখীর দেখা মিলতে পারে।

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী ৪ মে পর্যন্ত দক্ষিণবঙ্গের আবহাওয়ায় কোনরকম স্বস্তির খবর না থাকলেও ৫ মে অর্থাৎ রবিবার ঝড় বৃষ্টির দেখা মিলতে পারে। ঝড় বৃষ্টির দেখা মিলতে পারে ৭ মঙ্গলবার পর্যন্ত। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, হাওড়া, পূর্ব বর্ধমান, নদিয়া ও মুর্শিদাবাদে ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। এছাড়াও বীরভূম সহ আরও বেশ কয়েকটি জেলাতেও বৃষ্টির দেখা মিলতে পারে বলে বেসরকারি হাওয়া অফিসের তরফ থেকে পূর্বাভাসে জানানো হচ্ছে। আর এই ঝড় বৃষ্টির ফলে সাময়িক স্বস্তি ফিরে আসবে দক্ষিণবঙ্গ জুড়ে। সর্বোচ্চ তাপমাত্রার পারদ যেখানে কোন কোন জেলায় ৪৪°, ৪৬°, ৪৮° পার করার প্রবণতা দেখা দিয়েছে, সেই সকল তাপমাত্রা ফের ৪০ ডিগ্রির নিচে নামবে। তবে এর পাশাপাশি হাওয়া অফিসের তরফ থেকে এটাও জানানো হয়েছে, এই স্বস্তি দীর্ঘস্থায়ী হবে না, এই স্বস্তি সাময়িক।