নিজস্ব প্রতিবেদন : গত শুক্রবার থেকে যেভাবে দক্ষিণবঙ্গের তাপমাত্রা যেভাবে নামতে শুরু করেছে তাতে প্রথম থেকেই মনে করা হচ্ছিল, নতুন কিছু করে দেখাবে। রবিবার ঠিক সেই ঘটনা ঘটলো। রবিবার দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা এতটাই নেমেছে যে উত্তরবঙ্গকে রীতিমতো টেক্কা দিচ্ছে। বিশেষ করে রবিবারের সর্বনিম্ন তাপমাত্রার তালিকার দিকে নজর রাখলে দেখা যাবে, পুরুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রার সঙ্গে দার্জিলিংয়ের (Darjeeling Vs Purulia Temperature) সর্বনিম্ন তাপমাত্রার কোনো ফারাক নেই।
জানলে অবাক হবেন, শুধু পুরুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা রবিবার দার্জিলিংয়ের সমান সমান তা নয়, এর পাশাপাশি দক্ষিণবঙ্গের একাধিক পশ্চিমের জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রা রীতিমতো টেক্কা দিচ্ছে উত্তরবঙ্গের জেলাগুলিকে। আর এইভাবে আচমকা দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা অনেকটাই নেমে যাওয়ার কারণে রীতিমতো যুবথুবু অবস্থা পশ্চিমের জেলাগুলির বাসিন্দাদের।
হাওয়া অফিসের তরফ থেকে রবিবার আবহাওয়া সংক্রান্ত যে রিপোর্ট দেওয়া হয়েছে সেই রিপোর্টে দেখা যাচ্ছে, বীরভূমের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭.৪ ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ৩ ডিগ্রি কম। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২১.৭ ডিগ্রি সেলসিয়াস, এই তাপমাত্রা ছিল স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রী কম। অন্যদিকে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রবিবার কমে দাঁড়িয়েছে ১২.৯ ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ১ ডিগ্রী কম।
আরও পড়ুন ? Winter: হাড় কাঁপানো এমন শীতের হাত থেকে কবে মিলবে মুক্তি! জানালো হাওয়া অফিস
অন্যদিকে বাঁকুড়ার সর্বনিম্ন তাপমাত্রা গত দুদিনের তুলনায় কিছুটা বেড়ে দাঁড়িয়েছে ৮.৯ ডিগ্রী সেলসিয়াস। যদিও এই তাপমাত্রা এখনও স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি কমে রয়েছে। তবে তাপমাত্রায় রেকর্ড পতন হয়েছে পুরুলিয়া জেলায়। রবিবার পুরুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৬.৫ ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ৫ ডিগ্রি কম হওয়ার পাশাপাশি দক্ষিণবঙ্গের সবচেয়ে বেশি শীতপ্রবণ এলাকা হয়ে দাঁড়িয়েছে পুরুলিয়া।
অন্যদিকে উত্তরবঙ্গের দার্জিলিংয়ের সর্বনিম্ন তাপমাত্রাও রবিবার ৬.৫ ডিগ্রি সেলসিয়াস। দার্জিলিংয়ের এই তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ৫ ডিগ্রি বেশি। যে কারণে দার্জিলিংয়ে এখন শীতের বদলে নেমে এসেছে গরম আবহাওয়া। আবার দক্ষিণবঙ্গের পুরুলিয়ায় নেমে এসেছে কনকনে শীত। পরিস্থিতি যা চলছে তাতে মনে করা হচ্ছে, মকর সংক্রান্তির দিন পুরুলিয়ায় আরও তাপমাত্রার পতন হতে পারে।