Maruti Suzuki is offering attractive discounts on Jimny till 31st January: চার চাকা নেওয়ার স্বপ্ন সবার মধ্যেই থাকে কিন্তু তাকে বাস্তবে রূপ দেওয়ার ক্ষমতা সবার থাকেনা। বাধা হয়ে দাঁড়ায় তার দাম। তাই সাধারণ মানুষের কাছে সেই স্বপ্ন অধরাই থেকে যায়। কিন্তু সেই স্বপ্ন এবার পূরণ হতে পারে মারুতি সুজুকির হাত ধরে। প্রতিমাসেই মারুতি সুজুকি তার বিভিন্ন গাড়ির উপর নানা রকমের ছাড় দেয় কিন্তু এবার শুধুমাত্র গ্রাহকদের আকর্ষণের জন্য সংস্থা নিয়ে এসেছে মারুতি জিমনির (Maruti Suzuki Jimny) উপর ডিসকাউন্ট। আপনারও কি গাড়ি কেনার ইচ্ছা আছে? তাহলে আজকের প্রতিবেদনটি আপনাকে অবশ্যই পড়তে হবে।
পাঁচটি দরজা বিশিষ্ট এই গাড়িতে (Maruti Suzuki Jimny) আপনি পেয়ে যাবেন দুর্দান্ত সুযোগ। মারুতি সুজুকি শুধুমাত্র এই গাড়িতেই নয় আরো বিভিন্ন গাড়িতেও ডিসকাউন্টের ব্যবস্থা করেছে। আপনার কাছে সুযোগ থাকবে শুধুমাত্র এই ৩১শে জানুয়ারি পর্যন্ত তাই দেরি না করে এই সুযোগ অবশ্যই লুফে নিতে হবে। মারুতি সুজুকি তার কোন গাড়িতে কত ডিসকাউন্ট দিচ্ছে তার বিস্তারিত বিবরণ পেয়ে যাবেন আজকের প্রতিবেদনে।
মারুতি সুজুকির নেক্সা থেকে যে গাড়িগুলো বিক্রি হয় তার উপর এই ছাড় রেখেছে সংস্থা। মারুতি ব্যালেনো, ফ্রন্ক্স, গ্র্যান্ড ভিটারা এবং ইগনিসের উপর থাকছে এই অফার। আপনি কোন গাড়ি কিনবেন ঠিক না করলে আজই সিদ্ধান্ত নিতে পারবেন। মারুতি সুজুকি গ্র্যান্ড ভিটারা Delta ২০২৩ মডেলে ছাড় পাওয়া যাবে ৩৫,০০০ টাকা এবং ২০২৪ মডেলে সংস্থা ছাড় দেবে ২০,০০০ টাকা। আবার মারুতি গ্র্যান্ড ভিটারা Zeta ২০২৩ মডেলে ৩৫,০০০ টাকা এবং ২০২৪ মডেলে 20,000 টাকা ছাড় দেওয়া হয়েছে। আবার মারুতি সুজুকি সিয়াজ ২০২৩ মডেলে ৫৫,০০০ টাকা এবং ২০২৪ মডেলে ৩৫,০০০ টাকা ছাড় রয়েছে। তাহলে জিমনিতে (Maruti Suzuki Jimny) কত ছাড় দেবে এই সংস্থা?
আরও পড়ুন ? Tata Punch EV: টাটার এই গাড়ির ৬ ফিচার করছে বাজিমাত! জানলেই কিনতে দৌড়াবেন
মারুতি জিমনি Zeta (Maruti Suzuki Jimny) ২০২৩ মডেলে কোম্পানি ছাড় দিচ্ছে ৫৫,০০০ টাকা এবং ২০২৪ মডেলে ছাড় পাওয়া যাচ্ছে ৫,০০০ টাকা। জিমনি Alpha ২০২৩ মডেলে ১.৫৫ লাখ টাকা এবং ২০২৪ মডেলে ৫,০০০ টাকা ছাড় দেওয়া হচ্ছে। গ্রাহকরা পেতে যাবেন ১.৫ লিটার পেট্রল ইঞ্জিন। পাশাপাশি এই গাড়িতে আছে ৯ ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম। মারুতি সুজুকি ইগনিস ম্যানুয়াল ২০২৩ মডেলে ছাড় দেওয়া হচ্ছে ৬২,০০০ টাকা এবং ২০২৪ মডেলে ৫২,০০০ টাকা। মারুতি ইগনিস অটোমেটিক ২০২৩ মডেলে ৫২,০০০ টাকা এবং ২০২৪ মডেলে ৪৭,০০০ টাকা ছাড় দেওয়া হচ্ছে। গাড়িটিতে আছে ১.২ লিটার ইঞ্জিন সঙ্গে ৫ স্পিড ম্যানুয়াল ও অটোমেটিক ট্রান্সমিশন।
এছাড়া গ্রাহকদের জন্য মারুতি ব্যালেনো পেট্রল ম্যানুয়াল ২০২৩ মডেলে ৪৭,০০০ টাকা এবং ২০২৪ মডেলে ৩২,০০০ টাকা ছাড় দিচ্ছে। মারুতি ব্যালেনো পেট্রল অটোমেটিক ২০২৩ মডেলে ৪৭,০০০ টাকা এবং ২০২৪ মডেলে ছাড় পাওয়া যাচ্ছে ৩২,০০০ টাকা। এই গাড়ির CNG মডেলে পাবেন ৩২,০০০ টাকা ছাড়। এছাড়া মারুতি ফ্রন্ক্স টার্বো পেট্রল গাড়ি ২০২৩ মডেল ৩০,০০০ টাকা এবং নর্মাল পেট্রল ২০২৩ মডেলে ১০,০০০ টাকা ছাড় পাওয়া যাচ্ছে। কোম্পানি গত বছর লঞ্চ করেছে এই ৫ সিটার কম্প্যাক্ট SUV। গাড়িতে পাওয়া যাবে ১.২ লিটার পেট্রল ও CNG, সঙ্গে ম্যানুয়াল ও অটোমেটিক ট্রান্সমিশন।