Tata Punch EV: টাটার এই গাড়ির ৬ ফিচার করছে বাজিমাত! জানলেই কিনতে দৌড়াবেন

These 6 features of Tata Punch EV are beating the market: সাম্প্রতিক সময়ে পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধি পাওয়ায় বৈদ্যুতিক গাড়িগুলি বাজারে বেশ সারা ফেলছে। নতুনত্ব ফিচার, স্টাইল স্টেটমেন্ট সহ একাধিক সুবিধা যুক্ত করে ক্রেতাদের আকর্ষণ করছে এই গাড়িগুলি। তার মধ্যে নতুন বছরে গাড়ি লাভারদের দারুন উপহার দিল টাটা মোটরস। বৈদ্যুতিক চারচাকা টাটা পাঞ্চ ইভির (Tata Punch EV) মাধ্যমে নতুন বছর শুরু করল টাটা। যে চার চাকায় রয়েছে পেট্রোল মডেলের তুলনায় উন্নত প্রযুক্তি সহ দারুন সুবিধা। পাশাপাশি স্টাইল রয়েছে নজর কারা। নতুন কি ফিচার রয়েছে টাটার এই ইলেকট্রিক গাড়িতে? গাড়ির দামই বা কত? জেনে নিয়ে কিনে ফেলুন এই গাড়ি। পাবেন দারুন সুবিধা।

নতুন বছরে যারা বৈদ্যুতিক গাড়ি কেনার পরিকল্পনা করছেন তাদের জন্য এই ইলেকট্রিক টাটা পাঞ্চ ইভি (Tata Punch EV) দারুন আকর্ষিত হবে। রেগুলার পেট্রোল মডেলের থেকে বহু দিকেই রয়েছে উন্নতমানের ফিচারস। ক্রেতাদের নিরাপত্তা থেকে শুরু করে স্পেসিফিকেশন, নানাবিধ ফিচারস, গাড়ির সুরক্ষা, ইন্টিরিয়ার লুক সর্বদিকে এক ধাপ এগিয়ে টাটা পাঞ্চ ইভি। দেরি কেন জেনে নেওয়া যাক কি কি নতুনত্ব ফিচারস যোগ করা হয়েছে টাটা পাঞ্চ ইভি মডেলে।

প্রথমে আসি গাড়ির সুরক্ষার বিষয়ে, টাটা মোটরস এই বৈদ্যুতিক টাটা পাঞ্চ ইভির সুরক্ষার কথা ভেবে গাড়িতে প্রদান করেছে রিয়ার পার্কিং সেন্সর, ৬টি এয়ারব্যাগ, অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম, ইলেকট্রনিক্স স্টেবিলিটি কন্ট্রোল, ৩৬০ ডিগ্রী ক্যামেরা, ইলেকট্রনিক পার্কিং ব্রেক। যেখানে রেগুলার পেট্রল পাঞ্চ মডেলে দেওয়া হয়েছিল ম্যানুয়াল পার্কিং ব্রেক।

আরও পড়ুন 👉 Tata AIG Car Insurance: থার্ড পার্টি ইন্স্যুরেন্স থাকলেও চিন্তা নেই! TATA-র এই ব্যবস্থা দেবে পুরো ক্ষতিপূরণ

এছাড়াও এই ইলেকট্রিক টাটা পাঞ্চ ইভির সুবিধাজনক স্টান্ডার্ড টিচার হল চার চাকার হেডল্যাম্প। এই দিক থেকেও রেগুলার পেট্রোল মডেলের তুলনায় এগিয়ে রয়েছে বৈদ্যুতিক পাঞ্চ। মূলত ইলেকট্রিক মডেলে হেড ল্যাম্প করা হয়েছে টাটা নেক্সন ইভির আদলে। হ্যালোজেন প্রজেক্টর হেডলাইটের বদলে এই গাড়িতে মিলবে এলইডি প্রজেক্টর হেডল্যাম্প। যা চার চাকার সব ভ্যারিয়েন্টেই পাওয়া যাবে। এর পাশাপাশি অন্যান্য যে নতুনত্ব ফিচারগুলি মিলবে সেগুলি হল ড্রাইভারদের আরামদায়কতার জন্য লেদারেট সিট, ভেন্টিলেটেড ফ্রন্ট সিট, AQI ডিসপ্লে-সহ এয়ার পিউরিফায়ার এবং ফোন চার্জিংয়ের জন্য মিলবে ওয়্যারলেস চার্জিং সাপোর্টার। যা রেগুলার পেট্রোল মডেলে মেলেনা।

যদি ইন্টেরিয়র লুকের কথা বলি সেক্ষেত্রেও তফাৎ রয়েছে রেগুলার পেট্রোল মডেলের সাথে। রেগুলার পেট্রোল টাটা পাঞ্চে রয়েছে ৭ ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম। অন্যদিকে বৈদ্যুতিক টাটা পাঞ্চ ইভিতে (Tata Punch EV) মিলবে ১০.৫ ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম। যা পেট্রোল মডেলের তুলনায় ৩.২৫ ইঞ্চি বেশি। পাশাপাশি পাওয়া যাবে ১০.২৫ ইঞ্চি ডিজিটাল ড্রাইভারস প্লে, ইন্সট্রুমেন্ট ক্লাস্টার। যা শুধুমাত্র এই ইলেকট্রিক গাড়িতেই পাওয়া যাবে। পাশাপাশি থাকবে আপডেটেড ড্যাশবোর্ড। এই গাড়িটি বাজারে ৫টি ভ্যারিয়েন্টে বিক্রি হবে। গাড়ির দাম এখনো প্রকাশিত হয়নি। তবে অনুমান বৈদ্যুতিক টাটা পাঞ্চ ইভির সম্ভাব্য দাম এক্স শোরুমে ৯.৫০ লাখ টাকা থেকে শুরু হতে পারে। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে প্রি-বুকিং। টোকেন মুল্য রয়েছে ২১,০০০ টাকা।