Vande Toto: বন্দে ভারত অতীত! এবার বাংলা কাঁপাচ্ছে বন্দে টোটো, চড়া যাবে মাত্র এত টাকায়

Shyamali Das

Updated on:

নিজস্ব প্রতিবেদন : ভারতে এখন কোন ট্রেনের প্রসঙ্গ আসলেই প্রথমেই বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের (Vande Bharat Express) প্রসঙ্গ ওঠে। কেননা এটিই হলো দেশের প্রথম একেবারে আলাদা ধরনের ট্রেন। ২০১৯ সালে প্রথম এই ট্রেনের পথ চলা শুরু হওয়ার পর এখন দেশে ৫০ টি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন যাতায়াত করছে। এর পাশাপাশি আগামী দিনে আসতে চলেছে বন্দে মেট্রো, বন্দে স্লিপার ইত্যাদি।

তবে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন এখন দেশের বিভিন্ন রুটে যাতায়াত করলেও এই ট্রেনে সবাই চড়ার মত সাহস করতে পারেন না। মূলত ট্রেনের ভাড়া অন্যান্য ট্রেনের তুলনায় কয়েক গুণ বেশি হওয়ার কারণেই এমন সাহস হয় না যাত্রীদের। যে কারণেই অনেকের মধ্যেই শখ থাকলেও বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনে চলার শখ পূরণ হয়নি।

এসবের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি বন্দে টোটো (Vande Toto)। যেটি শুধু ভাইরাল নয়, পাশাপাশি রীতিমত সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। বর্তমানে জেলায় জেলায় টোটোর রমরমা থাকলেও এই টোটোটি নিয়েই এখন যত আলোচনা আমজনতার মধ্যে। কেননা এই টোটো সাধারণ টোটো নয়, টোটোটিকে একেবারে বন্দে ভারতের মতো রূপ দেওয়া হয়েছে। যা দেখে একদিকে যেমন সোশ্যাল মিডিয়ার নাগরিকদের মধ্যে হাসির রোল পড়েছে, ঠিক সেইরকমই আবার এই টোটোকে নিয়ে নানান কৌতুহল সাধারণ মানুষের মধ্যে।

আরও পড়ুন 👉 Vande Metro Inside Video: লোকাল ট্রেনের মতোই আসন, রয়েছে অত্যাধুনিক সব ব্যবস্থা! সামনে এলো বন্দে মেট্রোর ভিতরের ভিডিও

একাধিক কৌতূহলের মধ্যে বন্দে ভারত টোটোর দেখা কোথায় মিলবে তা নিয়ে প্রশ্ন অনেকের? এছাড়াও প্রশ্ন এই টোটো তৈরি করতে কত খরচ হয়েছে এবং এর ভাড়া কত? পাশাপাশি প্রশ্ন এই টোটো কি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের মতোই বাতানুকূল? নতুন ধরনের এই টোটোর দেখা মিলবে পূর্ব বর্ধমানের গুসকরায়। সেখানকার তিন নম্বর ওয়ার্ডের মাঝ পুকুরপাড়ার চাঁদ মেটে নামে এক ব্যক্তি এই টোটো বানিয়েছেন।

নতুন ধরনের এই টোটোটি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের মতোই বাতানুকূল। বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনকে দেখার পর সেই ট্রেনের প্রতি শ্রদ্ধা জানাতেই এমন পদক্ষেপ বলে জানিয়েছেন ওই ব্যক্তি। টোটোটি তিনি প্রথমে ১ লক্ষ ২০ হাজার টাকা দিয়ে কিনেছিলেন এবং পরে ১ লক্ষ ৩০ হাজার টাকা খরচ করে বন্দে ভারতের রূপ দিয়েছেন। বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনে চড়ার জন্য যেমন বেশি খরচ করতে হয় এই টোটোটিতে চড়তেও বেশি খরচ করতে হবে। যেখানে মাত্র ১০ টাকায় সাধারণ ততই চড়তে পারেন যাত্রীরা, সেই জায়গায় এই টোটোতে চড়তে খরচ হয় ৩০ টাকা।