Ration Bag: বদল আসছে গরিবের রেশন ব্যবস্থায়! খরচ কয়েকশো কোটি, বড় পরিকল্পনা কেন্দ্রের

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ভারতের ৮০ কোটির বেশি মানুষ রেশনের (Ration) খাদ্য সামগ্রীর উপর প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে নির্ভরশীল। দেশের নিম্নবিত্ত থেকে শুরু করে নিম্ন মধ্যবিত্ত পরিবারের সদস্যরা সরকারের তরফ থেকে দেওয়া রেশনের খাদ্য সামগ্রীতে নিজেদের সংসার চালিয়ে থাকেন। বর্তমানে বিনামূল্যে রেশনে খাদ্য সামগ্রী দেওয়ার ফলে এই সকল উপভোক্তারা অনেকটাই স্বস্তি পাচ্ছেন। এরই মধ্যে নতুন খবর, বদলে যাচ্ছে রেশন ব্যবস্থা।

Advertisements

রেশন ব্যবস্থার মাধ্যমে যেমন দেশের ৮০ কোটির বেশি পরিবারের সদস্যদের মুখে অন্ন তুলে দেওয়া হয়, ঠিক সেই রকমই উপভোক্তাদের সুবিধার জন্য বিভিন্ন সময় রেশন ব্যবস্থায় নানান পরিবর্তন আনা হয়। এবার সেই রকমই একটি পরিবর্তন আনা হচ্ছে এবং সেই পরিবর্তন আনার জন্য কয়েকশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে জানা যাচ্ছে সূত্র মারফৎ। রেশন ব্যবস্থায় এমন পরিবর্তন আনার জন্য প্রায় ৩০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলেই সূত্রের খবর।

Advertisements

এমনিতেও রেশন ব্যবস্থায় যাতে কোনরকম কারচুপি না হয় তার জন্য কেন্দ্র সরকারের তরফ থেকে বিভিন্ন সময় নতুন নতুন নিয়ম জারি করা হয়ে থাকে। যেমন এক দেশ এক রেশন ব্যবস্থা আনা হয়েছে, ঠিক সেই রকমই আবার রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করা বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়াও নতুন নতুন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে যাতে করে কোথাও কোনো রকম অভিযোগ না থাকে। এরই মধ্যে কেন্দ্র সরকারের তরফ থেকে ৩০০ কোটি টাকা বরাদ্দ করে রেশনের ব্যাগের ব্যবস্থা করা হয়েছে বলে জানা যাচ্ছে।

Advertisements

আরও পড়ুন ? Ration Dealer Recruitment: মোটা টাকা রোজগারের বড় সুযোগ! ৮৯ জায়গায় রেশন ডিলার নিয়োগ করবে রাজ্য

নতুন যে পরিবর্তন আনা হচ্ছে তা লোকসভা নির্বাচনের আগে কেন্দ্রের মোদি সরকারের মাস্টারস্ট্রোক বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। কেননা এবার রেশন সামগ্রী যে সকল ব্যাগে সরবরাহ করা হবে বলে জানা যাচ্ছে তাতে প্রধানমন্ত্রীর ছবি সাঁটানো থাকবে বলে জানা যাচ্ছে। এর পাশাপাশি রেশনের ব্যাগগুলিতে এবার এমন ভাবে বদল আনা হচ্ছে যাতে করে ১০ কেজি খাদ্য সামগ্রী ধারণ করার ক্ষমতা থাকে।

কেন্দ্র সরকারের তরফ থেকে এই ব্যবস্থা আনার ফলে একদিকে যেমন কেন্দ্রীয় প্রকল্পের প্রচার হবে ঠিক সেই রকমই আবার যারা ১০ কেজি গুণিতক আকারে খাদ্য সামগ্রী পাবেন তাদের আর আলাদা করে ব্যাগ নিয়ে যেতে হবে না। ওই সকল উপভোক্তারা একেবারে বিনামূল্যে খাদ্য সামগ্রীর পাশাপাশি বিনামূল্যে পাবেন ব্যাংক ব্যাগ এবং সেই ব্যাগেই খাদ্য সামগ্রী বাড়ি আনতে পারবেন। এবার কেন্দ্রের তরফ থেকে ২০ কোটির বেশি উপভোক্তাদের কাছে এই ধরনের খাদ্য সামগ্রীর প্যাকেটিং ব্যাগ পৌঁছে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

Advertisements