Ration Dealer Recruitment: মোটা টাকা রোজগারের বড় সুযোগ! ৮৯ জায়গায় রেশন ডিলার নিয়োগ করবে রাজ্য

নিজস্ব প্রতিবেদন : রেশন (Ration) ব্যবস্থা হল একটি গুরুত্বপূর্ণ ব্যবস্থা। যে ব্যবস্থার মধ্য দিয়ে দেশের দুঃস্থ দরিদ্র মানুষ থেকে শুরু করে সাধারণ মধ্যবিত্ত পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। সরকারের তরফ থেকে রেশন ব্যবস্থার মধ্য দিয়ে বিনামূল্যে খাদ্য সামগ্রী প্রদানের কাজ করা হয়ে থাকে। আর এই গুরু দায়িত্ব যাদের ওপর থাকে তারা হলেন রেশন ডিলার (Ration Dealer)।

সরকারের তরফ থেকে রেশন ডিলারদের মাধ্যমে সাধারণ মানুষদের কাছে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়ার জন্য তাদের নির্দিষ্ট পরিমাণ কমিশন দেওয়া হয়। তাদের কমিশনের পরিমাণ বিভিন্ন সময় বিভিন্ন রকম হয়ে থাকে বলে জানা যায়। তবে তারা যে মোটা টাকা কমিশন পেয়ে থাকেন তা নিয়ে কোন সন্দেহ নেই। যে কারণে অনেকেই রয়েছে যারা রেশন ডিলার হওয়ার জন্য বিভিন্ন জায়গায় খোঁজখবর লাগিয়ে থাকেন। এবার এই ধরনের রেশন ডিলার হতে চাওয়া মানুষদের সুখবর দিল রাজ্য সরকার। রাজ্য সরকারের খাদ্য ও সরবরাহ দপ্তরের তরফ থেকে ৮৯ জায়গায় নতুন রেশন ডিলার নিয়োগের (Ration Dealer Recruitment) বিজ্ঞপ্তি জারি করা হলো।

রাজ্য খাদ্য ও সরবরাহ দপ্তর সূত্রে জানা যাচ্ছে, রাজ্যের বহু জায়গা রেশন ডিলার বিহীন অবস্থায় চলছে। এই সমস্ত জায়গাতে ধীরে ধীরে রেশন ডিলার নিয়োগ করা হবে বলে জানা গিয়েছে। সেই মতো দপ্তরের তরফ থেকে কোন কোন জায়গায় রেশন ডিলার নিয়োগ করা হবে তার তালিকা প্রকাশ করা হয়েছে। ইচ্ছুক ব্যক্তিরা https://food.wb.gov.in/food/Digitalportal/ApplyNewFPS_Dashboard.aspx ওয়েবসাইটে গিয়ে সেই তালিকা দেখে নিতে পারবেন এবং আবেদনের শেষ তারিখ জেনে নিতে পারবেন।

আরও পড়ুন 👉 রেশনের খাবার নিয়ে কারচুপির দিন শেষ! এবার বসছে এই বিশেষ যন্ত্র

ইচ্ছুক ব্যক্তিরা সংশ্লিষ্ট জায়গায় রেশন ডিলার হিসাবে নিযুক্ত হওয়ার জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন করার জন্য https://food.wb.gov.in/food/Digitalportal/index.aspx ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। আবেদন করার সময় প্রথমেই একটি মোবাইল নম্বর দিতে হবে এবং সেই মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে। ওটিপি আসার পর সেই ওটিপি নির্দিষ্ট জায়গায় দিয়ে পরবর্তী পর্যায়ে যেতে হবে।

এরপর যে পেজ খুলবে সেখানে আবেদন করার জায়গা পাওয়া যাবে এবং তারপর নতুন একটি পেজ খুলবে। যেখানে পরপর থাকা সমস্ত কিছু পূরণ করে আবেদন করতে হবে। আবেদন করার জন্য এক হাজার টাকা ফি দিতে হবে আবেদনকারীকে। এক্ষেত্রে মনে রাখতে হবে বিভিন্ন অঞ্চলের রেশন ডিলার হিসেবে নিয়োগের জন্য আবেদনের ক্ষেত্রে শেষ সময়সীমা বিভিন্ন রয়েছে। সুতরাং আবেদন করার সময় সবকিছু ঠিকঠাক দেখেই আবেদন করতে হবে।