Rainfall West Bengal: রাতে শুরু হয়েছে খেলা! আজ বৃষ্টিতে ভাসবে রাজ্যের এই সব জেলা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : হাড় কাঁপানো শীতের মাঝেই বুধবার থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় শুরু হয়েছে বৃষ্টি। বুধবার বিকালের পর থেকেই বৃষ্টির পূর্বাভাস (Rainfall Forecast West Bengal) ছিল দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার ক্ষেত্রে। তবে ঘড়ির কাঁটা ধরে বিকাল থেকে বৃষ্টি শুরু না হলেও মধ্যরাতে আচমকা বৃষ্টি ঝরতে শুরু করে।

Advertisements

হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, বঙ্গোপসাগরের নিম্নচাপ এবং পশ্চিমী ঝঞ্ঝার কারণে বিপুল পরিমাণে জলীয় বাষ্প ঢুকেছে রাজ্যের আকাশে বাতাসে। এর ফলেই সর্বনিম্ন তাপমাত্রার পারদ এখন নিম্নমুখী আর তৈরি হয়েছে বৃষ্টির পরিস্থিতি। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, বুধবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর সহ কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস থাকলেও দক্ষিণবঙ্গের বাকি বেশ কিছু জেলাতেও মধ্যরাতে বৃষ্টি হয়।

Advertisements

বুধবার মধ্যরাতে দক্ষিণবঙ্গের যে সকল জেলায় বৃষ্টি হয়েছে সেই বৃষ্টিতে এমনিতেই নাজেহাল অবস্থা অনেক জায়গায়। বহু জায়গায় নর্দমা থেকে জল রাস্তায় উপচে পড়েছে। বহু জায়গায় নর্দমার নোংরা প্লাস্টিক রাস্তায় উঠে এসেছে। বুধবার মধ্যরাতে বৃষ্টির পরিমাণ যে খুব খারাপ ছিল তা নয়। কেননা পরিস্থিতি বলে দিচ্ছে বৃষ্টির পরিমাণ কেমন ছিল।

Advertisements

আরও পড়ুন ? Winter: হাড় কাঁপানো এমন শীতের হাত থেকে কবে মিলবে মুক্তি! জানালো হাওয়া অফিস

অন্যদিকে বুধবারের পাশাপাশি বৃহস্পতিবারও বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। সকাল দিকে কোন কোন জায়গায় কুয়াশা দেখা দিলেও বেলা বাড়ার পর বৃষ্টির সম্ভাবনা অনেক বেড়ে যাবে বলে জানানো হয়েছে। সবচেয়ে বেশি বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, নদীয়া এবং পূর্ব বর্ধমান জেলায়। এই সকল জেলায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এর পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান সহ অধিকাংশ জেলাতেই। তবে এই সকল জেলায় বৃষ্টি হলেও তা হালকা হবে বলেই মনে করা হচ্ছে হাওয়া অফিসের তরফ থেকে। অন্যদিকে শীতের এমন বৃষ্টির ফলে মাথায় হাত পড়তে শুরু করেছে চাষীদের। শীতের এই বৃষ্টি শীতকালীন ফসলে ব্যাপক ক্ষতি করতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

Advertisements