Finally found the viral young man of Hey Jagannatham meme: বর্তমানে সোশ্যাল মিডিয়া জনগণের কাছে এক অন্যতম বিরাট বড় মাধ্যম হয়ে উঠেছে। এই নেটদুনিয়াকে ব্যবহার করে অনেকেই আর্থিক উপার্জন করছে। বিভিন্ন বিষয়গুলিকে কন্টেন্ট আকারে তুলে ধরে মানুষের মন জয় করে নিচ্ছেন বহু নেটিজেন। তারই মধ্যে ভাইরাল একটি ভিডিও হল ‘হে প্রভু, হে জগন্নাথম’ (Hey jagannatham meme)। যে ভিডিওটি বর্তমানে মিমে পরিণত হয়ে যায়। এই ভিডিওর কিছু কিছু অংশ নিয়ে মানুষ নানারকম মজা করতে থাকে। প্রচুর পরিমাণে নেটদুনিয়ায় ভাইরাল হয় এই ভিডিও। অবশেষে সন্ধান পাওয়া গেল সেই ভিডিওর তিন যুবকের একটিকে। কেন তারা এই ভিডিও বানিয়েছিলেন? বর্তমানে কি করেন তিনি? জেনে নেওয়া যাক।
আধুনিক সময়ে বেশিরভাগ মানুষের অবসর সময় কাটানোর একটি অন্যতম জায়গা হল সোশ্যাল মিডিয়া বা নেটদুনিয়া। যেখানে পৃথিবীর কোনার কোনার নানা খবর উঠে আসে। বিভিন্ন ভিডিও বা বিষয় নিয়ে আবার মিমো তৈরি করা হয়। তেমনি বেশ কিছুদিন আগে ভাইরাল হয়েছে একটি ভিডিও। যা নেটদুনিয়া ব্যাপক সাড়া ফেলেছে।
ভিডিওটিতে দেখা যায় তিনটি ছেলেকে। দেখে বোঝা যায় বন্যার সময় তারা এই কীর্তি করেছে। কি করেছে? দেখা যাচ্ছে বন্যার জলে বাড়ির ভিতরে তিনটি ছেলে গলা পর্যন্ত জলে দাঁড়িয়ে রয়েছে। এই অবস্থাতেই ভিডিও করতে করতে তিন যুবকের মধ্যে একজন বলে ওঠে ‘হে প্রভু, হে জগন্নাথম ইয়ে কেয়া হুয়া?’ (Hey jagannatham meme) তারপরেই কেল্লাফতে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়ার পরেই হু হু করে ভাইরাল হয় এই ভিডিও। পরিণত হয় মিমে। ভিডিওর কিছু কিছু অংশ নিয়ে মানুষ নানা ধরনের মজার ভিডিও করতে থাকে। তবে শেষমেষ সন্ধান মিলেছে সেই তিন যুবকের একটিকে।
আরও পড়ুন ? Jai Jagannath: দুই ইঁদুরের মুখে ‘জয় জগন্নাথ’ ধ্বনি! বলছে অবিকল মানুষের মত, বিশ্বাস না হওয়ার মতোই
যে ছেলেটি ভিডিওতে ‘হে প্রভু, হে জগন্নাথম’ কথাটি বলেছিল সেই ছেলেটিকে খুঁজে পাওয়া গেছে। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া সাইটে তার সাক্ষাৎকারের একটি ভিডিও প্রকাশিত হয়েছে। যেখানে তিনি ভিডিওর বিষয়ে বলেন, তারা ভেবেচিন্তে এই ভিডিও করেনি। হঠাৎ করেই তারা এই মুহূর্ত ক্যামেরাবন্দি করে। আর তা সোশ্যাল মিডিয়ায় এত সাড়া ফেলবে তারা বিশ্বাস করতেও পারেনি। পাশাপাশি ছেলেটি নিজের সম্পর্কেও জানায়। তিনি জানিয়েছেন, তিনি স্নাতক উত্তীর্ণ হয়ে বর্তমানে আসামম বিশ্ববিদ্যালয়ে এম.এ পড়াশোনায় অধ্যয়নরত। তবে সাক্ষাৎকারের ছেলেটি তার নাম অপ্রকাশেই রেখেছে। ইতিমধ্যে ইনস্টাগ্রামের @filmibuddy নামক একটি পেজে ছেলেটির কথোপকথনের ভিডিও প্রকাশিত হয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য, ২০২৩ সালের ১১ ডিসেম্বর ‘হে প্রভু, হে জগন্নাথম’ (Hey jagannatham meme) ভিডিওটি ইনস্টাতে পোস্ট করা হয়। তারপরে ভিডিওটি ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়। লাইক, কমেন্টস, শেয়ারে ভরে যায় ভিডিওটি। প্রায় ৪ লাখ ৮০ হাজার লাইক সংগ্রহ করে এই ভিডিওটি। উপচে পড়ে ভিডিওর কমেন্ট বক্স। ভিউ আসে লক্ষ লক্ষ। ভিডিওটি যদি না দেখে থাকেন দেখে আসতে পারেন বেশ মজাদার।