Jai Jagannath: দুই ইঁদুরের মুখে ‘জয় জগন্নাথ’ ধ্বনি! বলছে অবিকল মানুষের মত, বিশ্বাস না হওয়ার মতোই

Two rats sing Jai Jagannath Naam in Puri: সোশ্যাল মিডিয়ার দৌলতে প্রতিদিন কত অদ্ভুত জিনিস যে চোখে পড়ে তার কোনো ইয়ত্তা নেই। বহু মানুষ তাদের নিজেদের প্রতিভাকে তুলে ধরে এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এর দ্বারা। কারোর গানের প্রতিভা, কারোর নাচের সবকিছুই ধরা পড়ে এখানে। বহু মানুষ এই সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে নিজেদের প্রতিভাকে জাহির করে জনপ্রিয়তা লাভ করেছে। কিন্তু অনেক সময় একাধিক অদ্ভুত জিনিসের সামনাসামনি হতে হয় যার উত্তর খুঁজে পাওয়া বাস্তবে কঠিন। ইঁদুরের মুখে জয় জগন্নাথ (Jai Jagannath) শোনা সেরকমই একটি ঘটনা।

গণেশের দুধ খাওয়ার মত আজগুবি জিনিস অনেকেই শুনেছেন, কিন্তু ইঁদুর ‘জয় জগন্নাথ’ ধ্বনি (Jai Jagannath) করবে সেটাও কি তাহলে মানতে হবে? আজকের প্রতিবেদনে মজাদার একটি ঘটনা তুলে ধরা হয়েছে। যার বাস্তব বিচার করতে গেলে আপনাকে মাথার ঘাম পায়ে ফেলতে হবে। সত্যি কি কোন ইঁদুর কথা বলতে পারে? নাকি সবই হলো আজগুবি ঘটনা।

টুইটারে শেয়ার করা একটি পোস্ট থেকে দেখা গেছে যে একটি মেয়ে তার দুই পোষা ইঁদুরকে নিয়ে উড়িষ্যার জগন্নাথদেবের মন্দিরে দর্শন করতে এসেছে। ইঁদুর দুটিকে সাজিয়েছেও সুন্দর করে। তার এই অদ্ভুত কান্ড-কারখানা দেখে সবাই বিস্মিত। মেয়েটি মন্দিরে এসে জয় জগন্নাথ বলছে এবং তার পোষা ইঁদুর দুটিকে দিয়েও জয় জগন্নাথ (Jai Jagannath) বলানোর চেষ্টা করছে। স্পষ্ট শোনা না গেলেও ইঁদুর দুটো কিছু একটা বলছে তা ভিডিওতে দেখা যাচ্ছে। হয়তো তারাও নিজেদের ভাষায় জয় জগন্নাথ বলার চেষ্টা করছে।

আরও পড়ুন 👉 Kolkata Puri Bus Service: দূর হল পুরী যাওয়ার চিন্তা! ট্রেনের টিকিট না পেলেও রয়েছে এই বিকল্প ব্যবস্থা

ভিডিওটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে গতবছরের ২৪ শে ডিসেম্বর পোস্ট করা হয়েছে। অদ্ভুত এবং মজাদার এই ভিডিও আকর্ষণ করেছে সকলকে। ইতিমধ্যে ভিডিওটি ভিউস পেয়েছে ৪৯৬টি এবং লাইকও পেয়েছে। পশু-প্রাণীদের মধ্যে কত যে প্রতিভা লুকিয়ে থাকে তা সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে না দেখলে আপনারা বুঝতে পারবেন না। ইঁদুরের মুখ দিয়ে ‘জয় জগন্নাথ’ ধ্বনি (Jai Jagannath) শোনা এমনই একটি ঘটনা।

সোশ্যাল মিডিয়াতে নেটিজেনরাও রীতিমতো অবাক এই ভিডিও দেখে। তবে এই ভিডিওটি আদৌ কতটা সত্যি তা অবশ্য বিচার করা হয়নি। এই প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে এভাবেই শুধু মানুষ নয় বিভিন্ন পশু ও প্রাণীদের প্রতিভা যেন আমরা দেখতে পাই। সত্য না হলেও এক নজরে দেখতে খুবই মজাদার লাগে।