Kolkata Puri Bus Service: দূর হল পুরী যাওয়ার চিন্তা! ট্রেনের টিকিট না পেলেও রয়েছে এই বিকল্প ব্যবস্থা

Prosun Kanti Das

Published on:

Kolkata Puri Bus Service is available even if tickets are not available: বাঙালির কাছে দীপুদা নামটি কিন্তু খুবই জনপ্রিয়, আর এই দীপুদার মধ্যে পু মানে হলো পুরী। ভ্রমণপ্রিয় বাঙালির অন্যতম প্রিয় জায়গা হলো এই পুরী। শীত কিংবা গ্রীষ্ম বছরের যেকোনো সময়ে এই জায়গাতে বাঙালির ভিড় আপনার চোখে পড়বে অবশ্যই। ট্রেনে করে পুরীযাত্রা করতে সময় লাগে মাত্র এক রাত। কিন্তু অনেক সময় ট্রেনের টিকিট পাওয়া যায়না। তখন কি করবে ভ্রমণপ্রিয় মানুষেরা? আজকের প্রতিবেদনে জেনে নিন এই সমস্যার সমাধান (Kolkata Puri Bus Service)।

আপনি কি বছরের প্রথমে পুরীর সমুদ্র উপভোগ করতে চান কিংবা জগন্নাথদেবের দর্শন করতে চান? কিন্তু আপনার কাছে নেই ট্রেনের টিকিট। একদমই চিন্তা করবেন না ট্রেনের টিকিট পাওয়া যায়নি তো কি হয়েছে আপনি যেতে পারবেন বাসে। ব্যাগ গুছিয়ে নিন তাড়াতাড়ি কলকাতার ধর্মতলা অথবা বাবুঘাট থেকে প্রচুর বাস রয়েছে পুরী যাওয়ার জন্য। ভলভো এসি বাসগুলিতে (Kolkata Puri Bus Service) আরাম করে একরাতের মধ্যেই পৌঁছতে পারবেন পুরী ধামে।

আপনারা চাইলে যাত্রার দিন এই টিকিট বুক করতে পারবেন। এছাড়া অনলাইনেও চাইলে এই টিকিট সহজেই কাটতে পারবেন। যাত্রীর সংখ্যার উপর নির্ভর করছে এই বাসের ভাড়া। আসুন জেনে নিই কোন কোন বাস সার্ভিস এই ব্যবস্থা দিচ্ছে (Kolkata Puri Bus Service)। অল্পদিনের ছুটিতে স্বল্প খরচে পুরী যাওয়ার প্ল্যান থাকলে শ্যামলী বাস সার্ভিসের একগুচ্ছ বাস আপনার জন্য অপেক্ষা করছে। এই বাস ছাড়বে সন্ধ্যা ৮.০০ নাগাদ, এটি স্লিপার, ভাড়া নেয়া হয় ৯৪৫ টাকা। এরপর ছাড়বে ৮.১৫ নাগাদ, এটি একটি ভলভো এসি বাস এবং ভাড়া হবে ১৩৬৫ টাকা। এরপর রয়েছে ৮.৩০ নাগাদ। ভলভো সিটার এসি বাস, ভাড়া নেওয়া হয় ১৩৬৫ টাকা। এরপর পুরীর জন্য শেষ বাস ৮.৪৫ নাগাদ। ভলভো সিটার বাসের ভাড়া ১৩৬৫ টাকা। গ্রীনল্যান্ড বাস সার্ভিসের পুরীগামী বাস ছাড়ে রাত ৯টা নাগাদ এসি বাস ছাড়ে এবং এটি একটি ২ সিটার বাস। যার ভাড়া হলো ৭৫০ টাকা। এই বাসগুলো বাবুঘাট থেকে রাত ৯টায় ছাড়ে এবং ভাড়া হলো ৬০০ টাকা।

আরও পড়ুন ? Puri Jagannath Temple: ভিড়, লাইনের এসবের চিন্তা দূর! এবার সহজেই জগন্নাথ দর্শনের জন্য বিশেষ ব্যবস্থা পুরিতে

পাশাপাশি আছে আরিয়ান ট্রাভেলস, যাদের বাস আছে রাত ৮.১৫ নাগাদ এবং এটি ভলভো বাস। এর ভাড়া নেওয়া হয় ৭০০ থেকে ১০০০ টাকার মধ্যে। এরপর আমরা আলোচনা করবো ডলফিন বাস সার্ভিস সম্পর্কে (Kolkata Puri Bus Service)। এই বাস পুরী যাওয়ার জন্য ছাড়ে সন্ধ্যা ৭.৪৫ (নন এসি) নাগাদ। যার ভাড়া হলো ৬১৬ টাকা। এরপর রয়েছে ৮.১৪ (এসি, আসিকা পর্যন্ত) নাগাদ বাস, ভাড়া ৬৭২ – ৭৮৪ টাকা। তারপর আছে ৯.১৫ এসি লাক্সারি বাস এবং যার ভাড়া ৬৭২ থেকে ৭৮৪ টাকা। এরপর ৯.৩০ স্লিপার বাস রয়েছে এবং এর ভাড়া ১১২০ টাকা। তালিকায় আছে ওড়িশা স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের নাম যাদের নিজস্ব বাস রয়েছে। এদের ভলভো বাস কলকাতা থেকে ছাড়ে ৯.৩৫ মিনিট নাগাদ। যার ভাড়া হলো ৬২৬ টাকা।

এবার সবথেকে বড় প্রশ্ন কিভাবে করবেন এই টিকিট বুক? সরাসরি বাস স্ট্যান্ড থেকে টিকিট কেটে নিতে পারেন। টিকিট কাটার সময় হাতে সময় রাখা প্রয়োজনীয়। ডলফিন বাস সার্ভিস, শ্যামলী বাস সার্ভিসের নিজস্ব ওয়েবসাইট রয়েছে। আপনি চাইলে অনলাইনে টিকিট বুকিং করতে পারেন এবং আছে একাধিক অনলাইন বাস বুকিং অ্যাপ। কতগুলি আসন ফাঁকা রয়েছে, দেখে নিয়ে টিকিট বুকিং করা যাবে। যদি আপনি অনলাইন বাস বুকিং অ্যাপ থেকে টিকিট বুকিং করেন ভাড়ার কিছুটা তারতম্য দেখতে পারেন।