Story of Successful Businessman: ছিলেন ৩০ হাজারের চাকুরিজীবী! পোষাচ্ছিল না, শেষে চাকরি ছেড়ে নতুন প্ল্যান, এখন কয়েক হাজার কোটির মালিক

Prosun Kanti Das

Published on:

Know about the Story of a Successful Businessman Vijay Agarwal: সাম্প্রতিক প্রকাশ্যে এসেছে ফোর্বসের তালিকা। যেখানে নাম নথিভুক্ত করা হয়েছে ২০২৪ সালের ধনকুবের ব্যক্তিদের। যার মধ্যে পূর্ব বছরের তুলনায় চলতি বছরের বৃদ্ধি পেয়েছে ভারতীয় কুবের সংখ্যা। পাশাপাশি বৃদ্ধি পেয়েছে সম্পদের পরিমাণ। আর সেই তালিকাতে উঠে এসেছে এক ভারতীয় বিলিয়নেয়া। যার ব্যবসায়িক সফলতার গল্প (Story of Successful Businessman) একটু অন্যরকম। যিনি চাকরি ছেড়ে লক্ষ্য দিয়েছিলেন ব্যবসায়। সেই পরিশ্রমের ফলে উঠে এসেছে ফোর্বসের তালিকায়। কীভাবে সাফল্য পেলেন এই ব্যবসায়ী? তার নামই বা কি? তিনি কি ব্যবসা করেন? প্রকাশ্যে এলো সমস্ত তথ্য।

প্রসঙ্গত, প্রতিবছর ধনকুবেরদের তালিকা প্রকাশ করে ফোর্বস। সেই অনুযায়ী পূর্ব বছরে এই তালিকায় ভারতীয় সংখ্যা ছিল ১৬৯ জন। যা বর্তমানে ৩১ জন বৃদ্ধি পেয়ে সংখ্যায় ২০০ জন দাঁড়িয়েছে। ব্যক্তি বৃদ্ধির পাশাপাশি বেড়েছে সম্পদের পরিমাণও। পূর্ব বছরের ৬৭৫ বিলিয়নের তুলনায় চলতি বছরে সম্পদের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৯৫৪ বিলিয়ন। আর সেই তালিকাতেই জায়গা করে নিয়েছেন একজন প্রাক্তন চাকুরিজীবী বিজয় আগারওয়াল (Story of Successful Businessman)। যার ব্যবসায়িক সাফল্য নজর কেড়েছে গোটা দেশজুড়ে।

কিভাবে ব্যবসায় এলেন এই প্রাক্তন চাকুরিজীবী ব্যক্তি? জানা গিয়েছে এই ব্যবসার পূর্বে একটি চাকরি করতেন ব্যবসায়ী বিজয় আগারওয়াল। মাস শেষে পেতেন ৩০ হাজার টাকা মাইনে। যে চাকরি ছিল নিরাপদ এবং ভবিষ্যৎ ছিল সুনিশ্চিত। তাহলে কেন চাকরি ছেড়ে দিলেন তিনি? এই সূত্রে জানা গেছে তার বরাবরই ব্যবসার প্রতি টান ছিল। যে কারণে তিনি চাকরি ছেড়ে ব্যবসায় লক্ষ্য দেন। ১৯৯৫ সালে চাকরি ছেড়ে ফরিদাবাদে ব্যবসা শুরু করেন এই ব্যক্তি।

আরও পড়ুন ? Mukesh Ambani Birthday Day: এক কামরার ফ্ল্যাটে থাকতেন ৯ জন, বস্তিই ছিল সম্বল! কঠিন সময় গিয়েছে আম্বানিদেরও

হঠাৎ করে চাকরি ছেড়ে ব্যবসা শুরু করা সেই ব্যক্তির কাছে বেশ অনেকটাই কঠিন ছিল। না ছিল কোন স্থায়ী দোকান, না ছিল থাকার জায়গা একটি তাঁবু খাটিয়ে শুরু করেন ব্যবসা। ব্যবসা করতে হলে বিনিয়োগ তো করতেই হবে সেই সময় তিনি তার পিপিএফ-এর ১৫ লক্ষ টাকা এবং কিছু সঞ্চয় করার টাকা দিয়ে শুরু করেন এই ব্যবসা। যার পরিমাণ বর্তমানে কয়েক হাজার কোটি টাকা।

কিসের ব্যবসা করেন তিনি? তার কোম্পানির নামই বা কি? সূত্র মারফতে জানা গিয়েছে, ব্যবসায়ী বিজয় আগারওয়াল (Story of Successful Businessman) হাইড্রোলিক মোবাইল ক্রেন, ট্রাক্টর, লোডার, টাওয়ার ক্রেন, কৃষি সরঞ্জাম তৈরীর ব্যবসা শুরু করেন। বর্তমানে যার একটি কোম্পানি রয়েছে। যে কোম্পানির নাম অ্যাকশন কনস্ট্রাকশন ইকুইপমেন্ট কোম্পানি। যে কোম্পানির ভারতীয় টাওয়ার ক্রেনের বাজারে শেয়ার রয়েছে ৬০%। মোবাইল ক্রেনের বাজারে শেয়ার রয়েছে ৬৩ শতাংশ। যা থেকে তার প্রায় আয় হয় ৭০ শতাংশ। তবে শুক্রবার ০.৮৭% বেড়েছে সংস্থার শেয়ার। যা ক্লোজ হয়েছে ১৫৭২ টাকায়। বর্তমানে তিনি কোম্পানির চেয়ারপার্সন এবং ম্যানেজিং ডিরেক্টর পদে রয়েছেন।