State Tree of West Bengal: পশ্চিমবঙ্গের রয়েছে রাজ্য গাছ! বাড়ির আশেপাশে থাকলেও অনেকেই জানেন না সেই নাম

Prosun Kanti Das

Published on:

Know the name of the State Tree of West Bengal: আমরা কম-বেশি সকলেই দেশের জাতীয় পশু, পাখি, ফল, ফুল এসবের নাম জেনে থাকি। যেমন দেশের জাতীয় পশু বাঘ, জাতীয় পাখি ময়ূর, জাতীয় ফল আম, জাতীয় ফুল পদ্ম প্রভৃতি। তেমনি দেশের পাশাপাশি রাজ্যেরও বিভিন্ন জিনিসের জাতীয় (State Tree of West Bengal) নাম রয়েছে। যা অনেকের কাছেই অজানা। যেগুলো বিশেষত প্রতিযোগিতামূলক পরীক্ষায় কাজে লাগে

আজকের এই প্রবন্ধে তেমনি পশ্চিমবঙ্গের জাতীয় বৃক্ষের (State Tree of West Bengal) নাম জানানো হয়েছে। দেশের তো জাতীয় বৃক্ষ রয়েছে যে বিষয়ে অনেকেই জ্ঞাত। কিন্তু জানেন পশ্চিমবঙ্গের জাতীয় গাছ কি? জানা থাকলে মিলিয়ে দেখে নিন। যদি না জেনে থাকেন অবশ্যই জেনে নিন।

বিভিন্ন চাকরির পরীক্ষার অন্যতম পাঠ হলো জেনারেল নলেজ। যাকে বাংলায় বলে সাধারণ জ্ঞান। চাকরির লেখা পরীক্ষা থেকে শুরু করে ইন্টারভিউয়ে এই বিষয় থেকে নানা ধরনের প্রশ্ন করা হয়। এই বিষয় থেকে এমন কিছু কিছু প্রশ্ন করে যার উত্তর জানা থাকলেও মানুষ কনফিউশনে দিতে পারেনা। তেমনি একটি সাধারণ জ্ঞানের প্রশ্ন হল পশ্চিমবঙ্গের রাজ্য গাছের নাম?

আরও পড়ুন ? Plant Communication: গাছে গাছে কত কথা, কী গল্প হয় তাদের! সামনে এলো ভিডিও

পশ্চিমবঙ্গের রাজ্য গাছের নাম হলো ছাতিম গাছ। যা আমাদের ভারতের উপমহাদেশ, দক্ষিণ-পূর্ব এশিয়া জুড়ে বিস্তৃত। ইংলিশে যে গাছকে Devil’s Tree নামে ডাকা হয়। Alstonia Scholaris হল ছাতিম গাছের বিজ্ঞানসম্মত নাম। লক্ষ্য করলে দেখবেন বাড়ির আনাচে-কানাচে বেড়ে উঠতে দেখা যায় এই গাছকে। কিন্তু অনেকেরই জানা নেই যে এই গাছ পশ্চিমবঙ্গের জাতীয় গাছ।

কেমন দেখতে? লক্ষ্য করলে দেখবেন সাতটি পাতার মাঝে গুচ্ছ ভাবে ফুটে থাকে এই ছাতিম গাছের (State Tree of West Bengal) ফুল। যে কারণে এই গাছের অপর নাম সপ্তপর্ণী। যা ঔষধি গুণ সম্পন্ন। গাছটির বৃদ্ধি অত্যন্ত ধীরগতিতে হয়। যার জন্য এই গাছের সঠিক বৃদ্ধি হতে সময় লেগে যায় ৪০-৫০ বছর। প্রায় ৪০ মিটার উচ্চতা হয় এই ছাতিম গাছের। যার কাঠ দিয়ে বিভিন্ন আসবাবপত্র, পেন্সিল প্রভৃতি জিনিস তৈরি হয়। প্রসঙ্গত উল্লেখ্য আমাদের দেশের জাতীয় বৃক্ষ হল বট গাছ। তাহলে জেনে গেলেন তো পশ্চিমবঙ্গের রাজ্য গাছের নাম। এবার আপনি অন্য কাউকে প্রশ্ন করে এই উত্তর জানিয়ে দিতে পারেন। যা পরীক্ষায় কাজে লাগতে পারে।