Recruitment process is going to start in RPF in 2024: চাকরির জন্য চেষ্টা করছেন বহু বছর ধরে? আকাঙ্ক্ষিত চাকরি অধরাই রয়ে গেছে আপনার? যারা রেল পুলিশে চাকরি করার জন্য ইচ্ছুক তাদের জন্য চলতি বছরে আছে দুর্দান্ত সুখবর! নিয়োগ প্রক্রিয়া (RPF Recruitment 2024) কিন্তু কয়েক দিনের মধ্যেই শেষ হয়ে যাবে তাই আর দেরি না করে জেনে নিন বিস্তারিত খবর। কারা আবেদন করতে পারবেন এবং কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে তা অবশ্যই জানতে হবে আপনাকে।
যেসব প্রার্থী এই পদের জন্য আবেদন করতে ইচ্ছুক তারা জেনে নিন নিয়োগ প্রক্রিয়ার শেষ তারিখ কবে অবধি আছে। চলতি বছরে ২ রা জানুয়ারি রেলওয়ে প্রোটেকশান ফোর্স বা RPF-র তরফে জারি করা হয় এই নিয়োগ বিজ্ঞপ্তি। সেখানে সাব ইন্সপেক্টর এক্সিকিউটিভ ও কনস্টেবল এক্সিকিউটিভ এই দু’টি পদে চাকরির দেওয়ার কথা উল্লেখ করা রয়েছে। নিয়োগের পর ডিউটি করতে হবে RPF ও RPF-র স্পেশাল ফোর্সে (RPF Recruitment 2024) ।
আবেদন করতে গেলে যে বয়স সীমার প্রয়োজন তাও জানতে হবে আমাদের। যেসব প্রার্থীরা সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে আবেদন (RPF Recruitment 2024) করতে চান তাদের সর্বনিম্ন বয়স হতে হবে ২০ বছর। আবার ২৫ বছর পর্যন্ত নিয়োগ করা যাবে RPF। এছাড়াও, কনস্টেবলের ক্ষেত্রে বয়স সীমা ১৮ থেকে ২৫ বছরের মধ্যে। সংরক্ষিত ক্যাটেগরির চাকরিপ্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন। শিক্ষাগত যোগ্যতা সম্পর্কেও বিস্তারিত আলোচনা করা আছে এই প্রতিবেদনে। সাব ইন্সেপক্টর পদে আবেদনের জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরের ডিগ্রি থাকতে হবে। অন্যদিকে কনস্টেবল পদে আবেদন করতে পারবেন দশম উত্তীর্ণরা। প্রমানপত্র কিন্তু অবশ্যই প্রয়োজনীয়।
কোন পদে কি রকম শূন্যপদ রয়েছে তা জেনে নেওয়া অত্যন্ত আবশ্যিক। রেল পুলিশের কনস্টেবল এক্সিকিউটিভ পদে (RPF Recruitment 2024) কিন্তু সবথেকে বেশি নিয়োগ হবে। বিজ্ঞপ্তি অনুসারে এই পোস্টে চাকরি পাবেন প্রায় দু হাজার লোক। পাশাপাশি যেসব প্রার্থীরা সাব ইন্সপেক্টর এক্সিকিউটিভে আবেদন করছেন তাদের মধ্যে নিয়োগ করা হবে ২৫০ জনকে। আবার, ১০ শতাংশ আসন প্রাক্তন সেনাকর্মী ও ১৫ শতাংশ আসন মহিলাদের জন্য সংরক্ষিত রাখা হয়েছে।
কিভাবে নিয়োগ করা হবে রেল পুলিশের এই পদগুলোতে? এই নিয়োগের ক্ষেত্রে মোট ৩টি পর্যায় আছে। প্রথম পর্যায়ে থাকবে কম্পিউটার বেসড টেস্ট বা CBT। এর যোগ্যতার মান ৩৫ শতাংশ। সংরক্ষিত ক্যাটেগরির পড়ুয়াদের আবার ৩০ শতাংশ নম্বর পেলেই চলবে। CBT উত্তীর্ণদের দ্বিতীয় পর্যায়ে শারীরিক গঠন ও শারীরিক সক্ষমতার পরীক্ষা দিতে হবে। CBT নিয়োগ করবে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। আর প্রার্থীদের শারীরিক সক্ষমতা যাচাই করবেন RPF-র পদস্থ কর্তারা। শেষ পর্যায়ে করতে পারবেন নথি যাচাই বা ডকুমেন্ট ভেরিফিকেশন। লোকসভা ভোটের আগে নবান্নর চিন্তাভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ পুলিশে বিপুল নিয়োগের। পুরুষ এবং মহিলা মিলিয়ে চাকরি পাবে মোট ১২ হাজার জন। নিয়োগ করা হতে পারে ট্রান্সজেন্ডারদেরও। অবশ্য তাদের শারীরিক দিক থেকে সক্ষম থাকতে হবে।