WB Govt Scheme: অ্যাকাউন্টে ঢুকবে ১০২ কোটি টাকা! শুধু অপেক্ষা করতে বলল মমতা সরকার

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে রাজ্যের বাসিন্দাদের জন্য নানান ধরনের প্রকল্প (WB Govt Scheme) চালু করা হয়েছে। সেই সকল প্রকল্পের মধ্য দিয়ে প্রতিনিয়ত নাগরিকদের সহযোগিতা করা হয়। ২০১১ সালে সরকার পরিবর্তনের পর সরকারি এই সকল প্রকল্পের সংখ্যা এখন কয়েকগুণ বেড়ে গিয়েছে। সরকারি প্রকল্পের তালিকায় নাম উঠেছে লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্য সাথী সহ বিভিন্ন ধরনের প্রকল্প।

Advertisements

এসবের মধ্যে এবার মমতা সরকারের তরফ থেকে একটি সুখবর দেওয়া হল এবং সেই সুখবরে জানানো হয়েছে, ১০২ কোটি টাকা অ্যাকাউন্টে ঢোকানো হবে। এর জন্য আর কয়েকদিন অপেক্ষা করতে বলা হয়েছে। এই বিপুল অংকের টাকা অ্যাকাউন্টে ঢুকলেই বিপুল সংখ্যক মানুষ উপকৃত হবেন। কেননা এই বিপুল অংকের টাকা ১১ লক্ষ উপভোক্তার মধ্যে ভাগ করে দেওয়া হবে।

Advertisements

কারা পাবেন এই ১০২ কোটি টাকা? যে ১১ লক্ষ উপভোক্তার মধ্যে এই বিপুল পরিমাণ টাকা ভাগ করে দেওয়া হবে তারা অন্য কেউ নন, তারা হলেন আমাদের অন্নদাতারা। অর্থাৎ সরকারের তরফ থেকে বিপুল পরিমাণ এই অর্থ রাজ্যের কৃষকদের মধ্যে ভাগ করে তাদের অ্যাকাউন্টে দেওয়া হবে। প্রাকৃতিক দুর্যোগের কারণে যখন বারবার রাজ্যের কৃষকরা ক্ষতির মুখোমুখি হচ্ছেন তখন এই খবর রীতিমতো চাষীদের মুখে হাসি ফোটাবে তা নিয়ে কোন সন্দেহ নেই।

Advertisements

আরও পড়ুন ? ছোট্ট এই কাজটি করলেই বাংলার চাষীরা পাবেন ১৬ হাজার টাকা, কীভাবে জেনে নিন

সরকারের তরফ থেকে কেন এই টাকা দেওয়া হবে? সরকারের তরফ থেকে এই বিপুল পরিমাণ টাকা দেওয়া হবে মূলত বাংলা শস্য বীমা প্রকল্পের আওতায়। গত বছর খারিফ শস্যের মরশুমে রাজ্যের যে সকল কৃষকরা প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হয়ে চাষবাসের ক্ষতির সম্মুখীন হয়েছিলেন তারা বাংলা শস্য বীমা প্রকল্পের আওতায় এই বিপুল পরিমাণ ক্ষতিপূরণ পেতে চলেছেন। এই বিপুল পরিমাণ ক্ষতিপূরণ চাষীদের নির্দ্বিধায় চাষ করার ক্ষেত্রে উদ্বুদ্ধ করবে।

সরকারি সূত্রে জানা গিয়েছে, ক্ষতিপূরণ দেওয়ার জন্য ইতিমধ্যেই সমস্ত কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে। এবার ক্ষতিপূরণের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকানোর জন্য শেষ পর্যায়ের কাজ চলছে। এই সমস্ত প্রক্রিয়া হয়ে যাওয়ার পর নবান্নের তরফ থেকে টাকা ছেড়ে দেওয়া হবে এবং তা সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এসে পৌঁছাবে। সূত্র মারফত যা জানা যাচ্ছে তাতে আর বেশি দিন অপেক্ষা করতে হবে না এই টাকা পাওয়ার জন্য।

Advertisements