ছোট্ট এই কাজটি করলেই বাংলার চাষীরা পাবেন ১৬ হাজার টাকা, কীভাবে জেনে নিন

নিজস্ব প্রতিবেদন : কৃষকদের (Farmer) আর্থিকভাবে সাহায্যের জন্য সরকারিভাবে আর্থিক সাহায্য দেওয়া হয়ে থাকে। বিভিন্ন সময় কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার এই সকল আর্থিক সাহায্য দেয়। সেই সকল আর্থিক সাহায্য চাষীদের নানান কাজে আসে এবং তারা চাষের প্রতি আরও আগ্রহ প্রকাশ করে থাকেন। ঠিক সেই রকমই পশ্চিমবঙ্গের যে সকল চাষি রয়েছেন তারা বছরে ১৬ হাজার টাকা পেতে পারেন ছোট্ট একটি কাজ করলেই।

বর্তমানে প্রকৃতির খামখেয়ালিপনায় অধিকাংশ চাষীরাই আর্থিক দিক দিয়ে ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। দেখা যাচ্ছে কোন বছর অতি বৃষ্টি, আবার কোন বছর অনাবৃষ্টি অথবা কোন কোন বছর অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের কারণে তারা ব্যাপক ক্ষতির সম্মুখীন হন। এই সকল ক্ষতির মুখ থেকে চাষীদের রক্ষা করতে কেন্দ্র এবং রাজ্য সরকার নানান ধরনের প্রকল্প চালু করেছে।

কেন্দ্র এবং রাজ্য সরকারের সেই সকল প্রকল্পের মাধ্যমেই এবার পশ্চিমবঙ্গের চাষিরা বছরে ১৬ হাজার টাকা পেতে পারেন। বছরে ১৬ হাজার টাকা পাওয়ার জন্য পশ্চিমবঙ্গের কৃষকদের দুটি প্রকল্পে নাম নথিভূক্ত করতে হবে। প্রথম প্রকল্পটি হল পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষক বন্ধু এবং দ্বিতীয় প্রকল্পটি হলো কেন্দ্র সরকারের প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা।

প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার মধ্য দিয়ে দেশের কৃষকরা প্রতিবছর তিন কিস্তিতে ৬ হাজার টাকা পেয়ে থাকেন। পশ্চিমবঙ্গের যে সকল কৃষকরা এই প্রকল্পের আওতায় নাম নথিভুক্ত করেছেন তারাও এই টাকা পান। অন্যদিকে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের আওতায় যাদের নাম রয়েছে তারা প্রতিবছর ১০০০০ টাকা পর্যন্ত আর্থিক সাহায্য পেয়ে থাকেন। এক্ষেত্রে কোন কৃষক যদি দুটি প্রকল্পে নাম নথিভুক্ত করাতে পারেন তাহলে তিনি বছরে ১৬০০০ টাকা পর্যন্ত আর্থিক সাহায্য পাবেন।

কেননা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত থাকলে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা সুবিধা পাওয়া যাবেনা অথবা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনায় নাম নথিভুক্ত থাকলে কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পাওয়া যাবেনা এমন কোথাও উল্লেখ নেই। সুতরাং একজন কৃষক দুই সরকারের প্রকল্পের সুবিধা পেতে পারেন। প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনায় যেমন বছরে তিন কিস্তিতে ছয় হাজার টাকা দেওয়া হয়ে থাকে ঠিক সেই রকমই কৃষক বন্ধু প্রকল্পের আওতায় রবি ও খরিফ শস্যের জন্য দুই কিস্তিতে ১০ হাজার টাকা পর্যন্ত পাওয়া যায়।