Visit Dheu Sagar Park at a nominal cost if you go to Digha: ভ্রমনপ্রিয় বাঙালির কাছে ঘুরতে যাওয়ার গুরুত্বই আলাদা। বছরের বিভিন্ন সময়ে বাঙালি সুযোগ খোঁজে ঘুরতে যাওয়ার জন্য। গ্রীষ্মের ছুটি হোক কিংবা শীতের বাঙালিকে ঘুরতে যেতেই হবে। কাজের একঘেয়েমি কাটাতে ভ্রমণের মতো আর কোনো ওষুধ হয় না। স্বল্প খরচে এবং অল্প সময়ে কাছাকাছি যদি কোথাও ঘুরতে যেতে চান তাহলে দিপুদার মত জায়গা আর কোথাও হয় না। নিশ্চয়ই ভাবছেন কি এই দিপুদা? বাঙালির সঙ্গে এই কথাটি ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। যার অর্থ হলো দিঘা, পুরী এবং দার্জিলিং। দিঘা ঘুরতে এসে অনেকেই মিস করে যান সবথেকে আকর্ষণীয় স্থানটি (Dheu sagar Park Digha) সেই সম্পর্কেই আলোচনা করা হবে আজকের প্রতিবেদনে।
পশ্চিমবঙ্গের বেশিরভাগ মানুষই সুযোগ পেলেই কাছাকাছি পর্যটন কেন্দ্র দিঘায় যান। স্বল্প খরচে এর থেকে ভালো জায়গা আর হতে পারে না এবং যারা সমুদ্র পছন্দ করেন তাদের কাছে তো সোনার সোহাগা। সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে দিঘা সেজে উঠেছে নতুনভাবে। একের বেশিবার দিঘা ঘোরা আছে অনেকেরই। সুযোগ পেলেই পরিবারের সঙ্গে কিংবা বন্ধু-বান্ধবদের সাথে দিঘা ঘুরতে গেলে মন্দ হয় না। কিন্তু দিঘা ঘুরতে এসে আপনি কি সবথেকে আকর্ষণীয় স্থানটি (Dheu sagar Park Digha) দেখতে ভুলে গেছেন?
দিঘা মানে সমুদ্রের স্নান এবং সন্ধ্যেবেলা সমুদ্রের পাশে বসে সময় কাটানো। সমুদ্র প্রেমীদের এই নীল জলরাশিতে হারিয়ে যেতে খুবই ভালো লাগে। দিঘার বিভিন্ন জায়গা ঘুরলেও একটা জায়গা (Dheu sagar Park Digha) আছে যেখানে এখনো পর্যটকদের ভিড় সেভাবে উপচে পড়ে না। বহু পর্যটক আছেন এখনো সেই জায়গার নামও শোনেননি।
আরও পড়ুন ? Digha Hotel Booking New Rules: বদলে গেল দিঘায় হোটেল বুকিংয়ের নিয়ম, না মানলে খাবেন নোংরা কেস
খুবই অল্প পয়সায় আপনি এই জায়গাটি উপভোগ করতে পারবেন এবং জায়গাটি না ঘুরে গেলে লোকসান হবে আপনারই। এমন দুর্দান্ত ঘোরার জায়গা দিঘার মধ্যে খুব কমই আছে। নিশ্চয়ই এতক্ষণে আপনার কৌতুহল অনেকটাই বেড়ে গেছে? কোথায় আছে এমন জায়গা যেখানে গেলে কচি থেকে বুড়ো সবারই মন ভালো হয়ে যাবে। দিঘা ঘুরতে এসে এই জায়গা (Dheu sagar Park Digha) কিন্তু মিস করলে চলবে না।
দিঘাতে অবস্থিত ঢেউসাগর পার্ক পর্যটকদের কাছে একটি আকর্ষণীয় ঘোরার জায়গা। এই পার্কে ঘুরতে আসলে আপনি সমুদ্রকে খুব ভালোভাবেই উপভোগ করতে পারবেন। পার্কটির প্রবেশ মূল্য খুবই সামান্য তাই পর্যটকদের এমন সুযোগ কখনোই হাতছাড়া করা উচিত না। পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে খানিকটা ইকো পার্কের অনুকরণে তৈরি করা হয়েছে এই পার্কটি। নিয়ন আলোয় সাজানো এই পার্ক এবং সমুদ্র সৈকত সন্ধ্যেবেলার সৌন্দর্যকে আরো কয়েকগুণ বাড়িয়ে দেয়।