Digha Hotel Booking New Rules: বদলে গেল দিঘায় হোটেল বুকিংয়ের নিয়ম, না মানলে খাবেন নোংরা কেস

নিজস্ব প্রতিবেদন : বছরের পর বছর ধরে পশ্চিমবঙ্গের যে সকল পর্যটন কেন্দ্র রয়েছে তাদের মধ্যে অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র হয়ে দাঁড়িয়ে রয়েছে দিঘা (Digha)। দীঘা ছাড়াও পূর্ব মেদিনীপুরের মন্দারমনি (Mandarmani), তাজপুরের (Tajpur) সমুদ্র সৈকত দিন দিন জনপ্রিয়তা অর্জন করছে। আর এই সকল সমুদ্র সৈকতে এখন পর্যটকদের ভিড় সামলানোর রীতিমতো মুশকিল।

বাইরে থেকে যে সকল পর্যটকরা দীঘা, মন্দারমনি, তাজপুর বা পার্শ্ববর্তী কোন সমুদ্র সৈকতে আসেন তাদের এই সকল সমুদ্র সৈকতের পাশেই কোন না কোন হোটেল বুক করতে হয় এবং সেখানে রাত্রিযাপন করতে হয়। এখন যদি কোন পর্যটক পূর্ব মেদিনীপুরের এই সকল সমুদ্র সৈকত যেতে চান তাহলে তাদের একটি নিয়ম মানতেই হবে (Digha Hotel Booking New Rule)। সেই নিয়ম হলো হোটেল বুকিংয়ের নিয়ম। কেননা শনিবার থেকে দীঘা সহ মন্দারমনি, তাজপুর সমস্ত জায়গাতেই হোটেল বুকিংয়ের নিয়মে এসে গেল বদল। নতুন এই নিয়ম না মানলে রীতিমতো নোংরা কেস খেতে হবে পর্যটকদের।

দীঘা, মন্দারমনি, তাজপুর সহ পূর্ব মেদিনীপুরের যে সকল সমুদ্র সৈকত রয়েছে সেগুলোর জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাওয়ার পাশাপাশি এই সকল জায়গায় এখন বেড়ে চলেছে নানান ধরনের নোংরা কাজকর্ম। কখনো মধুচক্রের পাল্লায় পড়ে যুবক-যুবতীদের গ্রেপ্তার হতে দেখা যাচ্ছে, আবার কখনো উদ্ধার হচ্ছে যুবতীর মৃতদেহ। এই সকল ঘটনায় লাগাম টানার জন্যই এবার পুলিশ প্রশাসনের তরফ থেকে হোটেল বুকিংয়ের নিয়মে বদল আনা হয়েছে।

আরও পড়ুন 👉 Jurassic park in Digha: দিঘায় গিয়ে এবার শুধু সমুদ্রে ঝাঁপানো নয়, দেখা মিলবে ‘জুরাসিক পার্ক’-এর অভিনব পার্কের

নতুন যে নিয়ম আনা হয়েছে সেই নিয়ম অনুযায়ী এবার দীঘা, মন্দারমনি, তাজপুরে হোটেল বুকিং করার সঙ্গে সঙ্গে হোটেলে থাকা ব্যক্তিদের ডাটা অতিথি নামে একটি পোর্টালে আপলোড করতে হবে। কোন পর্যটক যখন হোটেল নেবেন তখন তার থেকে সমস্ত নথি নেবেন হোটেল কর্তৃপক্ষ। এরপর তারাই সেই সকল মূর্তি ওই অতিথি পোর্টালে আপলোড করবেন। অতিথি হোটেল করার ক্ষেত্রে হয়তো আপনাকে কোন আলাদা করে কাজ করতে হবে না, কিন্তু আপনাকে অবশ্যই খোঁজ রাখতে হবে ওই পোর্টালে আপনার ডাটা ঠিকঠাক আপলোড হলো কিনা।

হোটেল কর্তৃপক্ষের তরফ থেকে যে ডাটা অতিথি নামের পোর্টালটিতে আপলোড করা হবে সেই ডাটা সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে পুলিশের কাছে। পুলিশ পর্যটকদের সেই ডাটা অনুযায়ী সমস্ত কিছু খতিয়ে দেখবে। এক্ষেত্রে যদি দেখা যায় যে কোন পর্যটকের ডাটা হোটেল কর্তৃপক্ষ ঠিকঠাকভাবে আপলোড করেননি অথবা করতে ভুলে গিয়েছেন, আর আচমকা পুলিশি হানা ঘটলো, তাহলে কিন্তু আপনাকেই নোংরা কেস খেতে হবে। এই কেস থেকে বাঁচার জন্য অবশ্যই হোটেল বুকিং করার সঙ্গে সঙ্গে পুলিশের পোর্টালে ঠিকঠাক ডাটা আপলোড হলো কিনা তা চেক করে নিতে হবে পর্যটকদের।