DA Hike: সরকারি কর্মচারীদের জন্য দারুণ খবর, DA নিয়ে নতুন আপডেট শুনলে আনন্দে লাফাবেন

Prosun Kanti Das

Published on:

Advertisements

Great news for government employees about DA Hike: আবার খুশির খবর কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য। ফের বাড়তে চলেছে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা। কত বাড়বে তাদের এই ভাতা? কবে থেকে চালু হবে? ২০২৪ সালের ৩১শে জানুয়ারি কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বাড়বে ৪ শতাংশ। মহার্ঘভাতা বৃদ্ধির (DA Hike) আসল কারণ হলো দেশের বাড়তি মূল্যবৃদ্ধি। তবে সরকারের পক্ষ থেকে ঘোষণার জন্য অপেক্ষা করতে হবে মার্চ পর্যন্ত। সরকারি পরিসংখ্যান অনুযায়ী এই ভাতা বাড়বে ৪ শতাংশ এবং পৌঁছাবে ৫০ শতাংশে। কেন্দ্রীয় সরকার কিন্তু বছরে সাধারণত ২ বার এই মহার্ঘ ভাতা বৃদ্ধি করে।

Advertisements

AICPI সূচক সংখ্যার উপর ভিত্তি করে কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের মহার্ঘ ভাতার (DA Hike) পরিসংখ্যান হয়ে থাকে। সরকারি কর্মচারীদের জানুয়ারি থেকে জুনের AICPI সূচক নির্ধারণ করে জুলাই থেকে কতটা মহার্ঘ ভাতা বাড়বে। অন্যদিকে জুলাই থেকে ডিসেম্বরের পরিসংখ্যান অনুযায়ী জানুয়ারিতে ভাতা কতটা বাড়বে সেটাই নির্ভর করছে। সম্প্রতি প্রকাশ্যে এসেছে নভেম্বরের AICPI সূচকের সংখ্যা।

Advertisements

AICPI সূচকে ০.৭ পয়েন্ট বৃদ্ধি (DA Hike) রেকর্ড হয়েছে, বেড়ে দাঁড়িয়েছে ১৩৯.১ পয়েন্ট। ডিএ ক্যালকুলেটর অনুযায়ী, সূচকের ভিত্তিতে মহার্ঘ ভাতা ৪৮.৬৮ শতাংশে পৌঁছেছে। যদি দশমিকের পরে অঙ্কটি ০.৫০ এর বেশি হয় তাহলে সেটি পরবর্তী পূর্ণ সংখ্যা হিসেবে বিবেচিত হয়ে থাকে। সপ্তম পে কমিশনের অনুযায়ী, কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা বাড়তি মহার্ঘ ভাতা পাবে ৫০ শতাংশ। ডিএ ৫০ শতাংশ হলেই তা মূল বেতনের সঙ্গে যুক্ত হবে ও ফের ১ শতাংশ থেকে ডিএ গণনা শুরু হবে।

Advertisements

আরও পড়ুন ? DA: সরকারি কর্মচারীদের জন্য সুখবর! সবকিছু ঠিকঠাক থাকলে এই দিনটিতেই ঘোষণা হয়ে যাবে ডিএ

নতুন বছরে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা পাবে বাড়তি পাওনা(DA Hike)। সামনে এসেছে নভেম্বর মাসের সিপিআই সূচক। তবে পরিসংখ্যান যা বলছে তাতে অনুমান করা হচ্ছে কেন্দ্রের সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বেড়ে হবে ৫০ শতাংশ। কিন্তু এখনো অবধি ডিসেম্বরের পরিসংখ্যান সামনে আসেনি।

যদি ডিসেম্বরে সূচক ১ পয়েন্ট বাড়ে তাহলে কেন্দ্রীয় কর্মীদের মহার্ঘ ভাতা বেড়ে হবে ৫০.৪০ শতাংশ। এছাড়াও যদি সূচক ২ পয়েন্ট বৃদ্ধি পায়, তাহলে ডিএ বৃদ্ধি পেয়ে হবে ৫০.৪৯ শতাংশে। অর্থাৎ দশমিকের ভিত্তিতে ৫০ শতাংশ ডিএ হবে এটাই স্বাভাবিক। তবে ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে চূড়ান্ত সংখ্যা সম্পর্কে জানতে গেলে। ধরুন কোনো কর্মচারীর বেতন ১৮০০০ টাকা। তাহলে ৫০ শতাংশ ডিএ হল ৯০০০ টাকা। বাড়তি ভাতা যুক্ত হবে মূল বেতনের সঙ্গে এবং কর্মচারীর মোট বেতন হবে ২৭,০০০ টাকা।

Advertisements