DA: সরকারি কর্মচারীদের জন্য সুখবর! সবকিছু ঠিকঠাক থাকলে এই দিনটিতেই ঘোষণা হয়ে যাবে ডিএ

নিজস্ব প্রতিবেদন : কেন্দ্র হোক অথবা রাজ্য, প্রত্যেক সরকারি কর্মচারীরা (Government Employees) যেমন মাসের শেষে নিজেদের প্রাপ্য বেতনের জন্য অপেক্ষায় থাকেন, ঠিক সেই রকমই সরকারের তরফ থেকে তাদের জন্য অন্যান্য ঘোষণা করা হোক এর অপেক্ষাতেও থাকেন। আর এই অন্যান্য ঘোষণার মধ্যে অন্যতম হলো ডিএ (DA) বা মহার্ঘ ভাতা।

ডিএ নিয়ে যখন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীরা দিন দিন নিজেদের আন্দোলনের তেজ বৃদ্ধি করছেন ঠিক সেই সময়ই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য খুব তাড়াতাড়ি একটি সুখবর আসতে চলেছে। সেই সুখবরটি হল নতুন করে তাদের ডিএ-র পরিমাণ বৃদ্ধি। কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা বর্তমানে সপ্তম বেতন কমিশনের আওতায় ৪৬ শতাংশ ডিএ পেয়ে থাকেন। সবকিছু ঠিকঠাক থাকলে এই ডিএ-র পরিমাণ খুব তাড়াতাড়ি বৃদ্ধির ঘোষণা হবে।

সূত্র মারফৎ জানা যাচ্ছে, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য নতুন করে ডিএ বৃদ্ধির ঘোষণা হয়ে যেতে পারে বাজেট পেশের দিনই। যদি সূত্রের দাবি ঠিক হয় তাহলে আগামী ১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য নতুন করে ডিএ বৃদ্ধির ঘোষণা করে দিতে পারে কেন্দ্র সরকার। কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা এখন শুধু অপেক্ষায় রয়েছেন এই ঘোষণার জন্য।

আরও পড়ুন 👉 DA West Bengal: কারা কারা পাবেন ৪ শতাংশ বর্ধিত ডিএ, বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিল নবান্ন

কত পরিমাণ ডিএ বৃদ্ধি করা হতে পারে? বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা সপ্তম বেতন কমিশন অনুযায়ী ৪৬ শতাংশ ডিএ পেয়ে থাকেন। আর নতুন ঘোষণায় আরও ৪ শতাংশ ডিএ বৃদ্ধি করা হতে পারে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। যদি সূত্রের দাবি ঠিক হয় তাহলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ-র পরিমাণ বেড়ে দাঁড়াবে ৫০ শতাংশ। এই পরিমাণ ডিএ বৃদ্ধি পেলে দেশের লক্ষ লক্ষ সরকারি কর্মচারীরা উপকৃত হবেন।

আবার ফেব্রুয়ারি মাসে ডিএ বৃদ্ধির ঘোষণা হলেও কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা কিন্তু বর্ধিত মহার্ঘ ভাতা পেতে শুরু করবেন ২০২৪ সালের জানুয়ারি মাস থেকেই। এর পাশাপাশি আরও একটি সুখবর মিলতে পারে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের আর সেই সুখবরটি হল তাদের হাতে আসতে পারে এরিয়ার অর্থাৎ বকেয়া ডিএ-র টাকাও। এই সকল সূত্র যদি বাস্তবায়িত হয় তাহলে ফেব্রুয়ারি মাসের ১ তারিখেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতনে আসতে পারে ডবল ধামাকা।