নিজস্ব প্রতিবেদন : কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের নতুন করে ডিএ (DA) ঘোষণা এখন কেবলমাত্র সময়ের অপেক্ষা। গত জানুয়ারি মাস থেকেই নতুন করে ডিএ ঘোষণা নিয়ে শুরু হয়েছে নানান জল্পনা। শুধু জল্পনা নয়, এর পাশাপাশি বিভিন্ন সূত্রে যে খবর মিলছে তাতে খুব তাড়াতাড়ি কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা (Central Government Employees) তাদের প্রাপ্য ডিএ-র বিষয়ে সুখবর পেতে পারেন।
বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১ ফেব্রুয়ারি অর্থাৎ বাজেট পেশের দিন কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য নতুন করে ডিএ বৃদ্ধির ঘোষণা হয়ে যাবে। সামনেই লোকসভা নির্বাচন আর সেই লোকসভা নির্বাচনের আগে সরকারি কর্মচারীদের সন্তুষ্ট রাখতে কেন্দ্র সরকার এমনই পদক্ষেপ নিতে পারে। যে কারণে মনে করা হচ্ছে নতুন করে ডিএ বৃদ্ধির ঘোষণা এখন কেবলমাত্র সময়ের অপেক্ষা।
কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা নতুন করে ডিএ বৃদ্ধির ঘোষণা পাওয়ার পাশাপাশি পেতে পারেন এরিয়ার-এর টাকা। অন্যদিকে ১ ফেব্রুয়ারি ডিএ বৃদ্ধির ঘোষণা করা হলেও তা ২০২৪ সালের জানুয়ারি মাস থেকেই হিসেব কষে টাকা দেওয়া হবে। সপ্তম বেতন কমিশন অনুযায়ী বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৪৬ শতাংশ ডিএ পান। নতুন করে তাদের আরও ৪ শতাংশ ডিএ বৃদ্ধি করা হতে পারে এমনটাই সূত্রের খবর।
আরও পড়ুন ? DA: সরকারি কর্মচারীদের জন্য সুখবর! সবকিছু ঠিকঠাক থাকলে এই দিনটিতেই ঘোষণা হয়ে যাবে ডিএ
কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের নতুন করে ৪ শতাংশ ডিএ বৃদ্ধি করা হলে তাদের ডিএ-র পরিমাণ দাঁড়াবে ৫০ শতাংশ। এক্ষেত্রে সরকারি কর্মচারীদের বেতন কত হবে আগামী দিনে তা নিয়ে অনেকেই হিসেব করতে শুরু করেছেন। চলুন সহজ ভাষায় দেখে নেওয়া যাক ঠিক কত টাকা বেতন বৃদ্ধি পাবে নতুন করে ডিএ বৃদ্ধির পর আর বেতন কত দাঁড়াবে?
যদি কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের নতুন করে চার শতাংশ ডিএ বৃদ্ধি করার ঘোষণা করা হয় তাহলে যে সমস্ত সরকারি কর্মচারীদের বেসিক বেতন ৫০০০০ টাকা তারা ২৫ হাজার টাকা ডিএ পাবেন। কেননা ডিএ-র হিসাব সব সময় বেসিক বেতনের ওপর ভিত্তি করেই করা হয়। এক্ষেত্রে যে সমস্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেসিক বেতন ৫০ হাজার টাকা তারা মাসের শেষে নতুন হারের ডিএ সহ হাতে পাবেন ৭৫ হাজার টাকা।