IRCTC: টিকিট বুকিংয়ের আগে করতে হবে এই একটি কাজ, না হলে মিলবে না ট্রেনের টিকিট

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ভারতের মতো বিপুল জনসংখ্যার দেশে সবচেয়ে বেশি মানুষ ভ্রমণ করে থাকেন রেল পরিষেবার (Indian Railways) উপর ভর করে। রেল পরিষেবার ওপর ভর করে ভারতে যাতায়াতকারী যাত্রীদের সংখ্যা প্রতিদিন প্রায় এক কোটির কাছাকাছি। রেলের নিয়ম অনুযায়ী এই সমস্ত যাত্রীদের কাছে বৈধ টিকিট থাকা জরুরি।

Advertisements

ট্রেনের টিকিট বুকিং করার ক্ষেত্রে একসময় যাত্রীরা কেবলমাত্র স্টেশনের টিকিট কাউন্টারের উপর নির্ভর থাকতেন। তবে সময়ের পরিপ্রেক্ষিতে তাতে বদল এসেছে এবং এখন বড় সংখ্যার মানুষ IRCTC অ্যাপ থেকে টিকিট বুকিং করে নেন। যারা অনলাইনে টিকিট বুকিং করেন তাদের জন্য এবার আইআরসিটিসি একটি নির্দেশিকা জারি করেছে এবং সেই নির্দেশিকা অনুযায়ী ছোট্ট একটি কাজ সেরে ফেলতে হবে।

Advertisements

IRCTC-র তরফ থেকে জারি করা নির্দেশিকা অনুযায়ী কাজটি খুব ছোট্ট হলেও যদি তা না করা হয় তাহলে আবার টিকিট বুকিং করতে পারা যাবে না। এক্ষেত্রে আগাম সেই কাজ করে না রাখলে জরুরি সময়ে টিকিট হাত ছাড়া হতে পারে যাত্রীদের। আইআরসিটিসি ঠিক কি নির্দেশিকা জারি করেছে চলুন দেখে নেওয়া যাক।

Advertisements

আইআরসিটিসির তরফ থেকে তাদের নির্দেশিকায় জানানো হয়েছে, যে সকল যাত্রীরা আইআরসিটিসি অ্যাপের মাধ্যমে টিকিট বুকিং করে থাকেন তাদের অ্যাকাউন্ট ভেরিফাইড থাকাটা জরুরি। এক্ষেত্রে যে সকল অ্যাপ ব্যবহারকারীরা নিজেদের অ্যাকাউন্ট এখনো পর্যন্ত ভেরিফাই করেননি তাদের অবিলম্বে ভেরিফাই করতে হবে। নাহলে জরুরি সময়ের টিকিট পাওয়া যাবে না এবং প্রয়োজনের সময় বিপদের মুখোমুখি হতে হবে।

আরও পড়ুন ? IRCTC Ayodhya Tour: থাকা, খাওয়ার চিন্তা নেই! এবার কম খরচে আইআরসিটিসি ঘোরাবে রাম মন্দির সহ গয়া, বেনারস

আইআরসিটিসি তাদের অ্যাপ ব্যবহারকারীদের অ্যাকাউন্ট ভেরিফাই করার যে বিষয়টি বলেছে সেটি হল ইমেল এবং মোবাইল নম্বর যাচাইকরণ। যে সকল অ্যাপ ব্যবহারকারীরা দীর্ঘদিন ধরে আইআরসিটিসি অ্যাপের মাধ্যমে টিকিট বুকিং করেননি তাদের জন্য এই নিয়মটি জারি করা হয়েছে। যে কারণে ওই ধরনের অ্যাপ ব্যবহারকারীদের টিকিট বুকিং করার আগেই ছোট্ট এই কাজটি করে নিতে হবে।

ছোট্ট এই কাজটি করার জন্য অ্যাপ ব্যবহারকারীদের আইআরসিটিসি অ্যাপ অথবা ওয়েবসাইটের ভেরিফিকেশন উইন্ডো তে ক্লিক করতে হবে এবং সেখানে নিজেদের মোবাইল নম্বর ও ইমেইল আইডি দিয়ে ভেরিফাই করতে হবে। ভেরিফাই করার সময় যে মোবাইল নম্বর এবং ইমেইল আইডি দেওয়া হয়েছে সেখানে একটি করে ভেরিফিকেশন কোড আসবে। সেই কোড নির্দিষ্ট জায়গায় দিয়ে সাবমিট করে দিতে হবে।

Advertisements